Google Map-এ প্রত্যেকটি বিজনেস লিস্টিং করার প্রয়োজন হয়। এর ফলে ব্যবসায়ীদের আরও পরিচিত বাড়ে এবং প্রোডাক্ট বিক্রি করতে সুবিধা হয়। সেই সব বাণিজ্যিক প্রতিষ্ঠানে লিস্টিং ভেরিফাই করে উপার্জন করতে পারেন।
প্রতিটি Android ফোনেই রয়েছে Google Map। অচেনা জায়গা যাওয়ার জন্য সবথেকে ভালো উপায় হলো Google Map। কারণ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর জন্য পথ দেখিয়ে নিয়ে যাবে Google Map। সবাই নিজের কাজের জন্য Google Map ব্যবহার করলেও এই অ্যাপ থেকে প্রচুর টাকা আয় করা সম্ভব। কীভাবে আয় করবেন? জানুন এই প্রতিবেদনে-
Google-এর যে প্রোডাক্টগুলি রয়েছে সেগুলির মধ্যে বেশ কয়েকটি প্রোডাক্ট থেকে আয় করা সম্ভব। ঠিক সেরকম Google Map থেকেও আয় করা সম্ভব। তবে এক্ষেত্রে Google সরাসরি টাকা দেয় না। শুধুমাত্র উপহার দেয়। Google Map-এ কন্ট্রিবিউশন করা সম্ভব। যে কেউ নতুন লোকেশন, রাস্তা সহ বিভিন্ন লোকেশন অ্যাড করতে পারেন। এর জন্য Google নির্দিষ্ট রিওয়ার্ড পয়েন্ট দেয়। এবং পর্যাপ্ত রিওয়ার্ড পয়েন্ট পাওয়া গেলে বিভিন্ন উপহার পাঠায় এই টেক জায়ান্ট। এছাড়াও কন্ট্রিবিউটরদের স্টার মার্ক দেওয়া হয়। যত বেশি কন্ট্রিবিউশন তত বেশি স্টার। এছাড়াও মাঝে মধ্যে Google-এর সদর দফতরেও নিয়ে যায়।
তাহলে কীভাবে Google থেকে আয় করা সম্ভব?
Google Map-এ প্রত্যেকটি বিজনেস লিস্টিং করার প্রয়োজন হয়। এর ফলে ব্যবসায়ীদের আরও পরিচিত বাড়ে এবং প্রোডাক্ট বিক্রি করতে সুবিধা হয়। স্থানীয় এলাকায় কোনও Google Map ব্যবহারকারী কোনও নির্দিষ্ট বিভাগের দোকান বা ব্যাবসায়িক প্রতিষ্ঠান সার্চ করলে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম Google Map-এ দেখা যাবে। এবং তার সঙ্গে একাধিক তথ্য পাওয়া যায়। এর জন্য বিজনেস ভেরিফাই করার দরকার হয়। কারণ ভেরিফিকেশন না হলে সেই বিজনেস প্লেসটি Google Map থেকে সরিয়ে দেওয়া হয়।
অনেক নতুন ব্যাবসায়িক প্রতিষ্ঠান রয়েছে যাদের ব্যবসা Google-এ নথিভুক্ত নেই। এমনকী থাকলেও সেগুলি ভেরিফায়েড নয়। এবার সেই সব ব্যবসাদারদের নাম লিস্টিং করে টাকা উপায় করতে পারেন। কীভাবে করবেন?
আর এভাবেই শুরু করুন ইনকাম। ধন্যবাদ সবাইকে।
আমি শ্রাবন মজুমদার। Manager, Reputed Company, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
শুভবুদ্ধি