আসস্লামু আলাইকুম ,
আসা করি সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন । আমরা যারা অভ্র ব্যাবহারকারী তারা সাধারণত এই লাইনটি "আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর টিউন উপহার দেওয়ার জন্য " এভাবে লেখে থাকি "apnake onek dhonybad sundor Tiun upohar deoyar jony" ।
অর্থাৎ
আপনাকে = apnake
অনেক = onek
ধন্যবাদ = dhonybad
সুন্দর = sundor
টিউন = Tiun
উপহার = upohar
দেওয়ার = deoyar
জন্য = jony
কিন্তু আমি সাধারণত এই লাইনটি এভাবে লেখে থাকি "ap on dn su ti up de jn " । বুঝলেন নাতো !
আচ্ছা ভেঙ্গে বলি ................
আমি কীবোর্ডে "ap" প্রেস করলে স্বয়ংক্রিয়ভাবে "আপনাকে" হয়ে যায় আবার "on" প্রেস করলে "অনেক" হয়ে যায় এভাবে "dn" এর জন্য "ধন্যবাদ ", "su" এর জন্য "সুন্দর " , "ti" এর জন্য "টিউন " , "up" এর জন্য "উপহার" , "de" এর জন্য "ধন্যবাদ" ,"jn" এর জন্য "জন্য" । অর্থাৎ
আপনাকে = ap = আপনার ইচ্ছা
অনেক = on = আপনার ইচ্ছা
ধন্যবাদ = dn = আপনার ইচ্ছা
সুন্দর = su = আপনার ইচ্ছা
টিউন = ti = আপনার ইচ্ছা
উপহার = up = আপনার ইচ্ছা
দেওয়ার = de = আপনার ইচ্ছা
জন্য = jn = আপনার ইচ্ছা
এখানে আমি আপনার ইচ্ছা বলতে আপনার ইচ্ছা মতন শর্টকাট ব্যাবহার করাকে বুঝিয়েছি । এখানে ap,on ইত্যাদি শর্টকাট আমার তৈরি ,ইচ্ছে করলে আপনাদের সুবিধা মতন শর্টকাট তৈরি করতে পারবেন । চলুন দেখি কিভাবে তা করবেন ......
# আপনি যদি অভ্র এর পুরানো ভার্সন ব্যাবহার করে থাকেন তাহলে এখান থেকে নতুন ভার্সনটি(5.1.0.0) ডাউনলোড করে ইন্সটল করে নিন ।
# এবার অভ্র এর Tools and settings অপশনে যেয়ে Avro phonetic options >>> Edit/Import Auto Correct entries এ যান ।
# এখন Replace ও With নামক দুইটি Textbox দেখতে পারবেন ।
# Replace বক্সে আপনার প্রয়োজনীয় শর্টকাটটি লেখুন এবং তার অর্থ With বক্সে লেখুন । অর্থাৎ মনে করি আমরা "সুন্দর " এর শর্টকাট তৈরি করবো , এক্ষেত্রে আপনাকে একটি সুবিধাজনক শর্টকাট প্রথমে নির্বাচন করতে হবে । ধরলাম "su" হলো "সুন্দর" এর শর্টকাট । এখন আপনি Replace বক্সে ইংলিশে লেখুন "su" আর With বক্সে লেখুন ইংলিশে "sundor" । প্রিভিউ বক্সে দেখুন আপনার বানান ঠিক আছে কিনা ।
# এবার Add/Update বাটনে ক্লিক করে Save বাটনে ক্লিক করুন । এভাবে আপনি আপনার বহুল ব্যবহৃত শব্দগুলোর প্রয়োজনীয় শর্টকাট তৈরি করতে পারবেন ।
*With বক্সে যখন আপনি লেখার সময় কিছু সম্যসার মধ্যে পরবেন যেমন মনে করেন আপনি যুক্ত অক্ষর চাচ্ছেননা কিন্তু যুক্ত অক্ষর হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অক্ষর দুইটির মাঝে "o" ব্যাবহার করুন । একটি উদাহরণ দেই আপনি যখন "আপনাকে" শব্দটি With বক্সে লিখবেন তখন দেখবেন তা "আপ্নাকে" হয়ে যাচ্ছে । এক্ষেত্রে আপনি প ও ন এর অর্থাৎ p ও n এর মাঝখানে o প্রেস করুন । তাহলে সম্পূর্ণ লেখাটি দাড়ায় "aponake" ।
*আবার With বক্সে "হ" অক্ষরের পূর্বে কোন অক্ষর থাকে তাহলে তা পরিবর্তন হয়ে যাবে । যেমন মনে করুন আপনি "উপহার" অর্থাৎ "uphar" শব্দটি লিখলেন কিন্তু হয়ে গেলো "উফার"। এক্ষেত্রে আপনি p ও h এর মাঝে o ব্যাবহার করুন অর্থাৎ upohar , দেখবেন ঠিক হয়ে গেছে ।
*"সুন্দর" শব্দের এর শর্টকাট তো "সু " তো তৈরি করলাম কিন্তু এখন আমার বান্ধবী সুমি লিখব কি করে কারন সু লিখলে তো সুন্দর হয়ে যায় । এক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে সুমি অর্থাৎ sumi লিখে ফেলুন
এবার চোখ খুলুন দেখবেন সুমি হয়ে গেছে ,আসা করি বিষয়টি ধরতে পেরেছেন ।
*পূর্বের কোন এন্ট্রি কে ডিলিট বা এডিট করবেননা । কারন এতে মূল অভ্র এর অস্তিত্ব বিনষ্ট হতে পারে ।
আমার এই ত্রিক্সটির আসল বিষয় আসা করি অনেকে বুঝতে পেরেছে ,যারা বুঝতে পারেনাই তাদের জন্য বিষয়টি একটু ব্যাখ্যা করলাম । আমরা যখন অভ্র দিয়ে "computer" শব্দটি লেখি তখন স্বয়ংক্রিয় ভাবে "কম্পিউটার" শব্দটি হয়ে যায় । একটু চিন্তা করে দেখুনতো এটাকি ফনেটিক তথা অভ্রের সুত্র অনুযায়ি হয়েছে ? না কারন আমরা c দিয়ে সাধারণত চ বা ছ লিখে থাকি কিন্তু তাহলে computer" শব্দটিতে কিভাবে c দিয়ে ক হলো । আসলে আমরা যখন "computer" শব্দটি লেখি তখন শব্দটি হয় "চম্পুতের" । "চম্পুতের" না হয়ে "কম্পিউটার" হয় এর মূল কারণ হলো অভ্র এর Auto correct অপশন থাকার কারনে । কারন Auto correct এন্ট্রির মধ্যে আগে থেকেই বলা আছে যদি "computer" লেখা হয় তাহলে "চম্পুতের" না হয়ে "কম্পিউটার" হবে । আসা করি বিষয়টি বুঝতে পেরেছেন ।
এখন মূল কথায় আসি Auto correct এন্ট্রির মধ্যে এখনো অনেক শব্দ বাকি আছে । যেমন ধরুন আমাদের প্রিয় টেকটিউনস(আমি tt দিলেই টেকটিউনস হয়ে যায় 8) ) নাই তারপর আপলোড ,(...কাজের সময় একটাও মনে আসেনা )ইত্যাদি ইত্যাদি । এগুলো ইচ্ছে করলে Auto correct এন্ট্রির মধ্যে এন্ট্রি করতে পারবেন । এছাড়া আমরা বিভিন্ন শব্দের সাথে " ে " লাগাতে যেয়ে ফ্যাসাদে পড়ি । যেমন "কম্পিউটারে" শব্দটি লিখতে হলে আমাদের প্রথমে কম্পিউটার লিখি তারপর স্পেস করে আবার ব্যাকস্পেস দিয়ে "র" মুছে "রে" লেখি । এক্ষেত্রে আমরা Auto correct এন্ট্রিতে "কম্পিউটারে" শব্দটি এন্ট্রি করে দিলেই হলো । যেহেতু আমরা ইংলিশের মাধ্যমে বাংলা উচ্চারন করে থাকি তাই একেকজনের বানানের স্টাইল একেক রকম হওয়াটাই স্বাভাবিক । যেমন মনে করি আমরা "সুন্দর" শব্দটি sundor বা soondor এই দুই ভাবে লেখতে পারি । তাই আমাদের নিজস্ব স্টাইল গুলো Auto correct এন্ট্রির মধ্যে এন্ট্রি করে আমাদের সুবিধামতন লেখালেখি করতে পারি ।
বিষয়টি অনেকে মনে হয় আগে থেকে জানে । যারা জানেনা তাদের জন্য শেয়ার করলাম । কমেন্টের মধ্যে emoticons ব্যাবহার করলে কমেন্টটির সৌন্ধর্য আরো বৃদ্ধি পায় । তাই আমি টেকটিউনসে ব্যবহারযোগ্য emoticons গুলো শেয়ার করলাম
🙂 = “:)”
😀 =“:D”
🙁 =“:(“
😮 = “:o” অথবা “:eek:”
😯 = ":shock:"
😕 =“:?”
8) = “8)” অথবা “:cool:”
😡 =“:x” অথবা “:mad:”
😛 = “:P” অথবা “:razz:”
😐 = “:|” অথবা “:neutral:”
😉 = “;)” অথবা “:wink:”
😆 = “:lol:”
😳 = “:oops:”
😥 = “:cry:”
👿 =":evil:”
😈 = “:twisted:”
🙄 =“:roll:”
❗ = “:!:”
❓ = “:?:”
💡 = “:idea:”
➡ =“:arrow:”
= “:mrgreen:"
বিঃদ্রঃ- code টি কপি করা সময় লক্ষ রাখবেন যেন ডাবল quatation " " যাতে কপি না হয় অর্থাৎ ডাবল quatation এর ভিতরের লেখাটুকু খালি কপি করবেন ।
আপনি যে directory তে নতুন ফোল্ডার তৈরি করতে চান সেই directory ওপেন করে কীবোর্ডের Ctrl + Shift + n প্রেস করুন । ব্যাস নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে ।
* উইন্ডোটি যদি রিস্টোর অবস্থায় থাকে আর আপনি ম্যাক্সিমাইজ করতে চান তাহলে কীবোর্ডের windows + up arrow প্রেস করুন আবার রিস্টোর অবস্থায় আনতে চাইলে windows + down arrow প্রেস করুন ।
* উইন্ডোটি যদি রিস্টোর অবস্থায় থাকে আর আপনি মিনিমাইজ করতে চান তাহলে windows + down arrow প্রেস করুন ।
* windows + right arrow প্রেস করুন দেখবেন নিচের ছবির মতন উইন্ডোটি স্ক্রীনের ডান দিকে অবস্থান নিয়েছে ।
* windows + left arrow প্রেস করুন দেখবেন নিচের ছবির মতন উইন্ডোটি স্ক্রীনের বাম দিকে অবস্থান নিয়েছে ।
ধন্যবাদ টিউনটি পড়ার জন্য ..............................
আমার করা কিছু টিউন
আমি faruq100। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম………………।।