অভ্রকে সাজান নিজের মনের মতন করে সাথে রয়েছে মিনি টিউন প্রিয় টেকটিউনসে ব্যবহার করুন emoticons এবং উইন্ডোজ ৭ এ নতুন ফোল্ডার তৈরি করার শর্টকাট সহ আরো কিছু প্রয়োজনীয় শর্টকাট

আসস্লামু আলাইকুম ,

আসা করি সবাই আল্লাহর রহমতে সবাই  ভালো আছেন । আমরা যারা অভ্র ব্যাবহারকারী তারা সাধারণত এই লাইনটি "আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর টিউন উপহার দেওয়ার জন্য " এভাবে লেখে থাকি  "apnake onek dhonybad sundor Tiun upohar deoyar jony" ।
অর্থাৎ
আপনাকে = apnake
অনেক = onek
ধন্যবাদ = dhonybad
সুন্দর = sundor
টিউন = Tiun
উপহার = upohar
দেওয়ার = deoyar
জন্য = jony

কিন্তু আমি সাধারণত এই লাইনটি এভাবে লেখে থাকি "ap on dn su ti up de jn " । বুঝলেন নাতো !
আচ্ছা ভেঙ্গে বলি  ................

আমি কীবোর্ডে "ap" প্রেস করলে স্বয়ংক্রিয়ভাবে "আপনাকে" হয়ে যায় আবার "on" প্রেস করলে "অনেক" হয়ে যায় এভাবে "dn" এর জন্য "ধন্যবাদ ", "su" এর জন্য "সুন্দর " , "ti" এর জন্য "টিউন " , "up" এর জন্য "উপহার" , "de" এর জন্য "ধন্যবাদ"  ,"jn" এর জন্য "জন্য"   । অর্থাৎ
আপনাকে = ap = আপনার ইচ্ছা
অনেক = on = আপনার ইচ্ছা
ধন্যবাদ = dn = আপনার ইচ্ছা
সুন্দর = su = আপনার ইচ্ছা
টিউন = ti = আপনার ইচ্ছা
উপহার = up = আপনার ইচ্ছা
দেওয়ার = de = আপনার ইচ্ছা
জন্য = jn = আপনার ইচ্ছা

এখানে আমি আপনার ইচ্ছা বলতে আপনার ইচ্ছা মতন শর্টকাট ব্যাবহার করাকে বুঝিয়েছি । এখানে ap,on ইত্যাদি শর্টকাট আমার তৈরি ,ইচ্ছে করলে আপনাদের সুবিধা মতন শর্টকাট তৈরি করতে পারবেন । চলুন দেখি কিভাবে তা করবেন ......

# আপনি যদি অভ্র এর পুরানো ভার্সন ব্যাবহার করে থাকেন তাহলে এখান থেকে নতুন ভার্সনটি(5.1.0.0) ডাউনলোড করে ইন্সটল করে নিন ।

# এবার অভ্র এর Tools and settings অপশনে যেয়ে Avro phonetic options >>> Edit/Import Auto Correct entries এ যান ।

# এখন Replace ও With নামক দুইটি Textbox দেখতে পারবেন ।

# Replace বক্সে আপনার প্রয়োজনীয় শর্টকাটটি লেখুন এবং তার অর্থ With বক্সে লেখুন । অর্থাৎ মনে করি আমরা "সুন্দর " এর শর্টকাট  তৈরি করবো , এক্ষেত্রে আপনাকে একটি সুবিধাজনক শর্টকাট প্রথমে নির্বাচন করতে হবে । ধরলাম "su" হলো "সুন্দর" এর শর্টকাট । এখন আপনি Replace বক্সে ইংলিশে লেখুন "su" আর With বক্সে লেখুন ইংলিশে "sundor" । প্রিভিউ বক্সে দেখুন আপনার বানান ঠিক আছে কিনা ।

# এবার Add/Update বাটনে ক্লিক করে Save বাটনে ক্লিক করুন । এভাবে আপনি আপনার বহুল ব্যবহৃত শব্দগুলোর প্রয়োজনীয় শর্টকাট তৈরি করতে পারবেন ।

কিছু বিষয় যা মনে রাখবেন  :

*With বক্সে যখন আপনি লেখার সময় কিছু সম্যসার মধ্যে পরবেন যেমন মনে করেন আপনি যুক্ত অক্ষর চাচ্ছেননা কিন্তু যুক্ত অক্ষর হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অক্ষর দুইটির মাঝে "o" ব্যাবহার করুন । একটি উদাহরণ  দেই আপনি যখন "আপনাকে" শব্দটি With বক্সে লিখবেন তখন দেখবেন তা "আপ্নাকে" হয়ে যাচ্ছে । এক্ষেত্রে আপনি প ও ন এর অর্থাৎ p ও n এর মাঝখানে o প্রেস করুন । তাহলে সম্পূর্ণ লেখাটি দাড়ায় "aponake" ।

*আবার With বক্সে "হ" অক্ষরের পূর্বে কোন অক্ষর থাকে তাহলে তা পরিবর্তন হয়ে যাবে । যেমন মনে করুন আপনি "উপহার" অর্থাৎ "uphar" শব্দটি লিখলেন কিন্তু হয়ে গেলো "উফার"। এক্ষেত্রে আপনি p ও h এর মাঝে o ব্যাবহার করুন অর্থাৎ upohar , দেখবেন ঠিক হয়ে গেছে ।

*"সুন্দর" শব্দের এর শর্টকাট তো "সু " তো তৈরি করলাম কিন্তু এখন আমার বান্ধবী সুমি লিখব কি করে কারন সু লিখলে তো সুন্দর হয়ে যায় । এক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে সুমি অর্থাৎ sumi লিখে ফেলুন
এবার চোখ খুলুন দেখবেন সুমি হয়ে গেছে ,আসা করি বিষয়টি ধরতে পেরেছেন ।

*পূর্বের কোন এন্ট্রি কে ডিলিট বা এডিট করবেননা । কারন এতে মূল অভ্র এর অস্তিত্ব বিনষ্ট হতে পারে ।

আপনার অভ্রকে স্বয়ংসম্পূর্ণ করুন :

আমার এই ত্রিক্সটির আসল বিষয় আসা করি অনেকে বুঝতে পেরেছে ,যারা বুঝতে পারেনাই তাদের জন্য বিষয়টি একটু ব্যাখ্যা করলাম । আমরা যখন অভ্র দিয়ে "computer" শব্দটি লেখি তখন স্বয়ংক্রিয় ভাবে "কম্পিউটার" শব্দটি হয়ে যায় । একটু চিন্তা করে দেখুনতো এটাকি ফনেটিক তথা অভ্রের সুত্র অনুযায়ি হয়েছে ? না কারন  আমরা c দিয়ে সাধারণত চ বা ছ লিখে থাকি কিন্তু তাহলে computer" শব্দটিতে কিভাবে c দিয়ে ক হলো । আসলে আমরা যখন "computer" শব্দটি লেখি তখন শব্দটি হয় "চম্পুতের" । "চম্পুতের" না হয়ে "কম্পিউটার" হয় এর মূল কারণ হলো অভ্র এর Auto correct অপশন থাকার কারনে । কারন Auto correct এন্ট্রির মধ্যে আগে থেকেই বলা আছে যদি "computer" লেখা হয় তাহলে "চম্পুতের" না হয়ে "কম্পিউটার" হবে । আসা করি বিষয়টি বুঝতে পেরেছেন ।

এখন মূল কথায় আসি Auto correct এন্ট্রির মধ্যে এখনো অনেক শব্দ বাকি আছে । যেমন ধরুন আমাদের প্রিয় টেকটিউনস(আমি tt দিলেই টেকটিউনস হয়ে যায় 8) ) নাই তারপর আপলোড ,(...কাজের সময় একটাও মনে আসেনা )ইত্যাদি  ইত্যাদি । এগুলো ইচ্ছে করলে Auto correct এন্ট্রির মধ্যে এন্ট্রি করতে পারবেন । এছাড়া আমরা বিভিন্ন শব্দের সাথে " ে " লাগাতে যেয়ে ফ্যাসাদে পড়ি । যেমন "কম্পিউটারে" শব্দটি লিখতে হলে আমাদের প্রথমে কম্পিউটার লিখি তারপর স্পেস করে আবার ব্যাকস্পেস দিয়ে "র" মুছে "রে" লেখি । এক্ষেত্রে আমরা Auto correct এন্ট্রিতে "কম্পিউটারে" শব্দটি এন্ট্রি করে দিলেই হলো । যেহেতু আমরা ইংলিশের মাধ্যমে বাংলা উচ্চারন করে থাকি তাই একেকজনের বানানের স্টাইল একেক রকম হওয়াটাই স্বাভাবিক । যেমন মনে করি আমরা "সুন্দর" শব্দটি sundor বা soondor এই দুই ভাবে লেখতে পারি । তাই আমাদের নিজস্ব স্টাইল গুলো Auto correct এন্ট্রির মধ্যে এন্ট্রি করে আমাদের সুবিধামতন লেখালেখি করতে পারি ।

টেকটিউনসে emoticons ব্যবহার করুন :

বিষয়টি অনেকে মনে হয় আগে থেকে জানে । যারা জানেনা তাদের জন্য শেয়ার করলাম ।  কমেন্টের মধ্যে emoticons ব্যাবহার করলে কমেন্টটির সৌন্ধর্য আরো বৃদ্ধি পায় । তাই আমি টেকটিউনসে ব্যবহারযোগ্য emoticons গুলো শেয়ার করলাম

🙂  = “:)”

😀  =“:D”

🙁   =“:(“

😮    = “:o” অথবা “:eek:”

😯  = ":shock:"

😕   =“:?”

8)   =  “8)” অথবা “:cool:”

😡   =“:x” অথবা “:mad:”

😛  =  “:P” অথবা “:razz:”

😐  =  “:|” অথবা “:neutral:”

😉   =  “;)” অথবা “:wink:”

😆  =   “:lol:”

😳  = “:oops:”

😥  = “:cry:”

👿   =":evil:”

😈  = “:twisted:”

🙄   =“:roll:”

❗  =  “:!:”

❓  =  “:?:”

💡  = “:idea:”

➡   =“:arrow:”

:mrgreen:   = “:mrgreen:"

বিঃদ্রঃ- code টি কপি করা সময় লক্ষ রাখবেন যেন ডাবল quatation  " " যাতে   কপি না হয়  অর্থাৎ ডাবল quatation এর ভিতরের লেখাটুকু খালি কপি করবেন ।

উইন্ডোজ ৭ এর প্রয়োজনীয় শর্টকাট :

নতুন ফোল্ডার তৈরি করা

আপনি যে directory তে নতুন ফোল্ডার তৈরি করতে চান সেই directory ওপেন করে কীবোর্ডের Ctrl + Shift + n প্রেস করুন । ব্যাস নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে ।

মিনিমাইজ ও ম্যাক্সিমাইজ ও রিস্টোর করা

* উইন্ডোটি যদি রিস্টোর অবস্থায় থাকে আর আপনি ম্যাক্সিমাইজ করতে চান তাহলে কীবোর্ডের windows + up arrow প্রেস করুন আবার রিস্টোর অবস্থায় আনতে চাইলে windows + down arrow প্রেস করুন ।

* উইন্ডোটি যদি রিস্টোর অবস্থায় থাকে আর আপনি মিনিমাইজ করতে চান তাহলে windows + down arrow প্রেস করুন ।

এবার দেখুন উইন্ডোজ ৭ এর নতুন চমক

* windows + right arrow প্রেস করুন দেখবেন নিচের ছবির মতন উইন্ডোটি স্ক্রীনের  ডান দিকে অবস্থান নিয়েছে ।

* windows + left arrow প্রেস করুন দেখবেন নিচের ছবির মতন উইন্ডোটি স্ক্রীনের  বাম দিকে অবস্থান নিয়েছে ।

ধন্যবাদ টিউনটি পড়ার জন্য ..............................

আমার করা কিছু টিউন

Level 0

আমি faruq100। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হুম………………।।

Level New

ভালো লাগল।
ধন্যবাদ।

মাশাআল্লাহ ভালো হয়েছে…

শেষের টিপস গুলো জানতাম না। তাই অনেক ভাল লেগেছে, হুম।

আমার কম্পিউটার এ অভ্র দিয়ে কিংবা মাইক্রোসফ্ট indic language tool bangla দিয়ে লেখা যাচ্ছে না । যে কোনও অক্ষর চাপলে এক একবার এক একটা অক্ষর আসে। space বাটন এর ও একই অবস্থা। এইটুকু কমেন্ট অনেক কষ্ট করে লিখতে হয়েছে। কেউ কি সমাধান দিতে পারবেন? please.

    আমি কখনো এরকম সম্যসায় পরিনাই । আপনি একবার আনইন্সটল করে নতুন করে ইন্সটল করে দেখতে পারেন ………
    ধন্যবাদ ।

ধন্যবাদ বোকা ছেলে । প্রিয়তে রেখে দিলাম।

Level 0

👿 😀

ধন্যবাদ। সেভেন এর আরো শর্টকাট শেয়ার করবেন।

অভ্রের জন্য বিশেষ ধন্যবাদ। 🙂

    যোবায়ের ভাই আপনিও আমার মতন অভ্রের ফ্যান 😯 😯 😯
    আপনার সাথে আমার অনেক জিনিষ মিল খায় যেমন আপনি kaspersky এর ফ্যান ,আমিও kaspersky এর ফ্যান । 😆
    আসুন ভাই কোলাকোলি করি :mrgreen:
    আর ভাই আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট এর জন্য 😉

Level 0

Tune এর Quality খুবই ভাল। সুন্দর সাজানো গোছানো।

আমার একটি মতামত। আমরা খুব সহজেই অভ্র দিয়ে বাংলা লেখি। ধরুন আপনি কিছুদিন পর আপনার বোনের বাসায় গেলেন, আপনার বোনের একটি মেয়ে আছে 5/6 বছরের। আপনি একসময় তাকে বল্লেন; ‘আম্মু বলোতো, ধন্যবাদ বানান কি ? ’
সে কি উত্তর দিবে জানেন ? ‘ d – h – o – n – y – b – a – d ’

খুব মজা হবে তাইনা ? ভাষাটা কত সহজ হয়ে গেল ?

    ভাইয়া আপনি মনে হয় ছোটবেলায় ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করেছেন তাই আপনি মনে হয় জানেননা যে আমরা যারা বাংলা মিডিয়ামে পড়ালেখা করেছি আমরা প্রথমে বাংলা পড়তে শিখি । তাই প্রশ্নেই আসেনা যে
    ইংলিশের মাধ্যমে বাংলা লেখা কারন তখন আমরা ইংলিশে দুর্বল থাকি । আর আপনার কথা ১০০ % সত্যি কেবল যারা ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে তাদের ক্ষেত্রে কারন তারা বাংলার চেয়ে ইংলিশে লেখাই স্বাচ্ছন্দ্যবোধ করে ।

    আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারন আপনি আজকে আপনার মনের অজান্তেই অভ্রের এক নতুন দিক উন্মোচন করলেন । ভেঙ্গে বলি আমাদের ছোট ভাই বোনেরা এখন খুব সহজেই অভ্রের মাধ্যমে ইংলিশ রিডিং পড়া শিখতে পারবে কারন কোন অ্যালফাবেটের কি উচ্চারণ সে খুব সহজেই অভ্রের মাধ্যমে জানতে পারে । আসা করি বিষয়টি ব্যাখ্যা করা লাগবেনা ……………… 😀

    Level 0

    আপনি অভ্রের ভক্ত জেনে মনে করেছিলাম আপনি হয়তো অভ্র নিয়ে আমার আগের মন্তব্যগুলো দেখেছেন, তাই এইখানে আর বেশি কথা বাড়াতে চাইনি। সামান্য একটু কথাতেই শেষ করতে চেয়েছি। কিন্তু এখন বুঝলাম যে আপনি টিটিতে নতুন অথবা regular নয়। তা নাহলে আপনার মন্তব্যটি এমন হত না। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আমি School আর College এ English Medium এ পড়িনি।

    কিছুদিন আগে অভ্র বিষয়ক পরপর দুটি টিউনে আমি Negative মন্তব্য করি। স্বাভাবিকভাবেই আমাকে আক্রমন করা হয়। আমি কি কি কারনে অভ্রকে পছন্দ করতে পারিনি তা সেখানে ব্যাখ্যা করি। সেখানে বিষদ একটা আলোচনা হয়। তাই এখানে আর নতুন করে শুরু করতে চাইনি। অবশ্য আপনি যদি চান তবে আমি পুনরায় আলোচনা শুরু করতে পারি যে, আমি কেন ও কি কারনে অভ্র বিরোধি।

    আর হ্যা, বাচ্চাদের English reading এর জন্য অভ্র থেকেও অনেক ভাল Software আছে যা আপনি নিজেও জানেন। Computer এর শুরু থেকেই বাচ্চারা ঐগুলো ব্যবহার করে। আপনিও করেছেন, আমিও করেছি।

    ধন্যবাদ
    [email protected]

    ট্রিপল A ভাই আমি সত্যি দুঃখিত । আসলে আমি আপনার পূর্বের কমেন্টস গুলো পরেছিলাম কিন্তু কি থেকে কি বলে ফেলি তাই আর রিপ্লে করিনাই । আর আজকে এত কথা বলতাম না যদি আপনি উসকানিমূলক কথা না বলতেন । 🙄
    যাইহোক ভাইয়া যদি কোন ভুল করে থাকি তাহলে আপনার ছোট ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
    ধন্যবাদ …………………

    Level 0

    আপনার দুঃখিত হবার কিছু নেই। আর চুপ করে থাকাটাতো কোন সমাধান নয়। কথায় কথায় অনেক অজানকে জানা হয়। আপনার কথায় আমি কিছু মনে করিনি।

    আর আমি উসকানিমূলক কথাগুলো ইচ্ছা করেই বলেছি; বলেছি খোভ থেকে। আমরা যে জিনিসটা এখন সহজভাবে ব্যবহার করছি সেটার আসল খতির দিকটা আমি নিজে পরখ করেছি আর সেটাই আমি সবাইকে জানাতে চাইছি সর্বদা। এজন্য সুযোগ পেলেই উসকানিমূলক কথাবার্তা বলি !!!
    আপনাদের আছে আমার আকুল আবেদন এই যে, যে কাজটিই করেন, যে Software টা ব্যবহার করেন, সেটাকে কেবল আপাতদৃষ্টিতে না দেখে একটু খতিয়ে দেখুন।

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ

😳 😳 😳

শেষের টিপসগুলো দারুন 🙂 😀