Outlook এ ব্যবহার করুন Yahoo Mail না দেখলে পস্তাবেন কিন্তু

আজকে আমি দেখবো কিভাবে Yahoo mail একাউন্টকে Outlook Express এ সেটাপ করতে হয়। যদি আপনি আপনার মেইল একাউন্ট কে Outlook Express এ সেটাপ করেন তাহলে আপনি Yahoo সরাসরি ব্রাউজার দিয়ে লগিন  না করে সহজে Outlook Express খুলে কাজ সেরে নিতে পারেন। এতে করে আপনি আপনার মেইল গুলো offline ও সহজে পড়তে পারেন, যা খুব সহজ, আরাম দায়ক,যামেলা বিহীন।

ধাপ : . আপনার কম্পিউটারে Outlook Express সেট করা

আপনার কম্পিউটারে Outlook Express ওপেন করুন। Start Menu>All Program> Outlook Express.

5 Outlook Express এ ব্যাবহার করুন আপনার gmail Account.

তারপর উপরে Tools Menu থেকে Account সিলেক্ট করুন।

6 Outlook Express এ ব্যাবহার করুন আপনার gmail Account.

এবার Account মেনু থেকে Internet Accounts যান এবং এখান থেকে mail সিলেক্ট করুন এবং Mail Setting থেকে Add এ ক্লিক করুন এবং mail সিলেক্ট করুন।

7 Outlook Express এ ব্যাবহার করুন আপনার gmail Account.

এখন Mail সেটিংস করতে হবে । এখন একটি New Mail Connection Wizard আসবে। এখানে আপনার নাম লিখুন এবং Next>বাটনে ক্লিক করুন।

তারপর এই page এ আপনার Yahoo এ্যাড্রেস টা লিখুন এবং Next > বাটনে ক্লিক করুন।

এবার এই page এ আপনি Email Sarver এর নাম লিখুন। Yahoo এর ক্ষেত্রে ইমেল সার্ভার এ্যাড্রেস হল

Incoming Email Server:                      imap.mail.yahoo.com
Outgoing Email Server:                     smtp.mail.yahoo.com

এবার My Incoming mail Server is a তেIMAP সিলেক্ট করুন এবং Incoming Email Server এ লিখুন imap.mail.yahoo.com এবং Outgoing Email Server এ লিখুন  smtp.mail.yahoo.com

তারপর Next > বাটনে ক্লিক করুন।

এবার এই page আপনি আপনার username(Yahoo account এর ক্ষেত্রে @yahoo.com এর আগের অংশ যেমন email address টা যদি [email protected] হয় তাহলে user name হবে swaponmahmud) এবং আপনার yahoo এর email address  এর password টি লিখুন। এবং Remember Password ঘরে টিক দিন। এবং Next বাটনে ক্লিক করুন .

এরপর finish এ ক্লিক করুন

এবার imap.mail.yahoo.com একাউন্ট টি সিলেক্ট থাকা অবস্থায় ডান পাশে properties এ ক্লিক করুন

এবং properties ট্যাবের অধীনে server এ ক্লিক করুন

undefined

এখন নিচে বড় তীর চিনহিত স্থানে টিক দিন

এবার Advanced এ ক্লিক করুন।

এখন এখানে this Server requires a secure connection(SSL) এ টিক দিন এবং নিচের মত করে Value ঠিক করে দিন ।

এরপর apply Okকরে বেরিয়ে আসুন এবং নিচের পেজ টা আসলে Close kore বেরিয়ে আসুন

উপরের পেজ টা close করার নিচের মত আপনাকে ১ টা warning দিবে আপনি Yes করুন

এখন দেখবেন আপনার ইয়াহু মেইল এর ইনবক্স এর মেইল গুলু আপনার outlook এ download হচ্ছে অপেক্ষা করুন  এখানে ১ টা কথা বলে রাখা ভাল যে যার inbox এ জত বেশি মেইল থাকবে তার ডাউনলোড হতে তত বেশি দেরি হবে তবে টা বেশি নয় বর জোর ২ মিনিট এবং তা ১ বারই ডাউনলোড হবে ।

এরপর inbox এ ক্লিক করে আপনার মেইল দেখুন । আজ এ পর্যন্তই পরবরতিতে দেখাব কিভাবে YAHOO/Gmail মোবাইল এ সেতাপ করবেন । কার কোন সমস্যা হলে জানাবেন আমি চেষ্টা  করব সমস্যা দূর করার জন্য এক্ষেত্রে আপনার পিসি তে TEAM VIEWER থাকলে ভাল হয় তাহলে আমি নিজে আপনার পিসি তে সেটাপ করে দিতে পারব । আর ১ টা কথা যারা office 2010 বা ২০০৭ ইউস করেন হয়ত ঝামেলা হতে পারে তাই windows এর ডিফল্ট outlook এ সেটাপ করবেন । ডিফল্ট outlook ওপেন করার জন্য RUN এ যান তারপর লিখুন msimn তাহলেই ডিফল্ট outlook ওপেন হবে । সবাই ভাল থাকবেন আর কেমন হল জানাবেন ।

সময় পেলে সবাই আমার ব্লগ থেকে ঘুরে আসবেন দয়া করে আর যাদের ব্লগার এ ব্লগ আছে তারা আমাকে হেল্প করবেন আশা করি

আর আমার ১ টা সমস্যা তা হল আমি নতুন chrome use করি আমার ব্রাউজার এ লেখা ভেঙ্গে যায় ১ টার ভিতর আরেকটা চলে যায় কি করব একু হেল্প করেন প্লিজ ।

পূর্বে আমার ব্লগ এ প্রকাশিত

Level 0

আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks a lot……

অনেক ভাল লিখছেন। আশা করি আমি পারব। সমস্যা হলে তো আপনি আছেন নাকি? ধন্যবাদ।

    আবার জিগায় আছি না মানে

আউটলুকে কিভাবে জিমেইল কনফিগার করে এইটা নিয়া একটা টিউন করবেন?

    এভাবেই করতে হয় সুধু ইয়াহু এর জায়গায় gmail দিলেই হবে আর সারভার এর জায়গায়
    Incoming Email Server: imap.gmail.com
    Outgoing Email Server: smtp.gmail.com
    দিতে হবে তাহলেই হয়ে যাবে

অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য …………….

Level 2

অনেক আগে এটা করার জন্য অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি | এবার হবে ! আপনাকে অসংখ ধন্যবাদ | আর হ্যা, আপনার টিউন করাটা খুবই চমত্কার, কোনো কনফিউশন থাকে না | আবারও ধন্যবাদ |

    ভাই আমি নিজেই মনে হয় ৪/৫ বার ট্রাই করেছি মেইল আসে কিন্তু যায় না তারপর খুজে বের করে এখন পোস্ট করলাম

Level 0

অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি | এবার সফল হয়েছি ! আপনাকে অসংখ ধন্যবাদ |

    যাক শুনে খুশি হলাম মনে করেন আমিও কষ্ট কম করি নাই ত আমি ১ বার যেঁটা ধরি শেষ না দেখে ছারি না অনেক কষ্টের পরে আমি সফল হয়েছি তারপর আপনাদের জানালাম

স্বপন ভাই আপনার Process অনুযায়ী সুন্দরভাবে Account সেটআপ করেছি এবং মেইল আসা যাওয়া করছে। আপনাকে অশেষ ধন্যবাদ।

oneek sajano gucano tune…tnx

    করব যখন সময় নিয়ে গুছিয়ে করলেই ত ভাল কি বলেন :d:d :d :d :d

Level 0

I am really waiting for this………..Thank u very much.
Stay close always in TT.
with thanks,
[email protected]

    যত দিন টিটি আছে আমি তিতির সাথেই আছি মরে গেলে ত কোন কথাই নাই :D:D:D

Level New

Thank you for good information. Now i am useing gmail with outlook. i will use also that one.

সবার কাছে ১ টা কথা আমাকে সবাই তুমি করেই বলবেন কারন মনে হয় এখানে আমার চেয়ে বয়সে ছোট খুব কম আছে তাই আমাকে সবাই তুমি করে বলবেন প্লিজ

Yahoo মেইল একাউন্ট কে Outlook Express এ সেটাপ করব কিভাবে?

Mail send hoina, sudhu receive hoi