আসসালামু আলাইকুম। এটি আমার প্রথম টিউন টিটি তে, তাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি। আমি আজ আপনাদের বলব কিভাবে আপনার পিসির হার্ডড্রাইভ আইকন পাল্টিয়ে ফেলবেন।
এই জন্য আপনি আপনার পিসির যে
ড্রাইভের আইকন পাল্টিয়ে ফেলবেন সেই ড্রাইভে গিয়ে একটি Notepad বা Text Document ওপেন করুন। তারপর তাতে নিচের কোড গুলো লিখুন
[autorun]
icon=icon name.ico
এখানে icon name হল আপনি যে আইকন টি দিবেন তার নাম এবং আইকন এর ফরম্যাট অবশ্যই .ico হতে হবে। আর আইকন টি অবশ্যই যে ড্রাইভের আইকন পাল্টিয়ে ফেলবেন সেই ড্রাইভে রাখতে হবে।
তারপর Notepad এর File এ ক্লিক করে Save As... এ ক্লিক করুন। তারপর Save as type এ ক্লিক করে All Files সিলেক্ট করুন File name এ ক্লিক করে autorun.inf নামে
Save করুন। autorun.inf এবং icon টি আপনার যে ড্রাইভের আইকন পাল্টিয়ে ফেলবেন সেই ড্রাইভে সেই ড্রাইভে রাখুন। এরপর Computer টি Restart দিন। তারপর দেখবেন আপনার ড্রাইভের আইকন Change
হয়ে গিয়েছে।
বি.দ্র.- পুর্বে কেউ এই টিউন টি করে থাকলে আমি ক্ষমা চাচ্ছি।
আমি Kajol2015। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am "Md: Abdul Lotif Kajol" from "Jessore Polytechnic Institute". My district name is Jhenaidah, thana Horinakundu. My MOB. NO-008801929186749
আবার আগের মত করব কিভাবে ?