অনেকে অনেক কারনে ইউএসবি পোর্ট লক করে রাখতে চায়। তার জন্যে অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকেন কিন্তু সফটওয়্যার ছারা আপনার ইউএসবি পোর্ট লক এবং আনলক করতে পারেন।
ডিসএবল করার নিয়ম:
১. Start মেনু থেকে Run এ ক্লিক করুন।
২. রান বক্সে regedit টাইপ করে OK করুন।
৩. এই ঠিকানায় প্রবেশ করুন:HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor
৪. রাইট প্যান থেকে Start এ ডাবল ক্লিক করুন।
৫. ভ্যালু ডাটা বক্সে 4 টাইপ করুন, Hexadecimal এ ক্লিক করুন (যদি এটা সিলেক্ট করা না থাকে), ওকে প্রেস করুন।
৬. কাজ শেষ Registry Editor ক্যানসেল করুন।
এনাবল করার নিয়ম:
১. Start মেনু থেকে Run এ ক্লিক করুন।
২. রান বক্সে regedit টাইপ করে OK করুন।
৩. এই ঠিকানায় প্রবেশ করুন:HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor
৪. রাইট প্যান থেকে Start এ ডাবল ক্লিক করুন।
৫. ভ্যালু ডাটা বক্সে 3 টাইপ করুন, Hexadecimal এ ক্লিক করুন (যদি এটা সিলেক্ট করা না থাকে), ওকে প্রেস করুন।
৬. কাজ শেষ Registry Editor ক্যানসেল করুন।
সবাই ভাল থাকবেন আর আমার কোন ভুল হলে ক্ষমা করবেন।
আমি faroque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
<<<>>> পাগলের সুখ মনে মনে, কাগজ টোকায় টাকা গুনে। <<>>>
পরিক্ষা করলাম, কায হল তাই ধন্যবাদ।