ধরুন আপনি একটা শার্ট কিনেছেন বসুন্ধরা সিটি থেকে। দাম ৩০০০ টাকা। শার্ট টার রঙ কড়া হলুদ, মাঝখানে লাল লাল গোলাপ ফুল। [যদিও এটা খুজে পাওয়া যাবে না] কেমন লাগবে এটা পরলে!! কেউ কেউ হয়ত বলে উঠবে “ফারমগেটেত্তন কেনা”। অথচ এর থেকে কম টাকা খরচ করে আপনি অনেক সুন্দর শার্ট কিনতে পারতেন যা অনেক রুচিসম্মত।
উপরের উদাহরন টি আপনার মনযোগ কাড়ার জন্য । এবার আসি আসল কথায়।
আগেই বলেছি; সব ধরনের ডিজাইনারদের উদ্দেশ্যে এই টিউনটি করা। আসলে আমাদের আশেপাশের সব জিনিসের দিকে তাকিয়ে লক্ষ করুন। নিজেকে প্রশ্ন করুন। এটা এমন করে ডিজাইন করা কেন? ** রকম ও তো হতে পারত। ** রকম হলে কি সুবিধা হত?? কি অসুবিধা ই বা হত।
যারা পেশাদার ডিজাইনার, তাদের জন্য বলছি, আপনার অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যা ডিজাইন করছেন তা কে বা কারা ব্যাবহার করবে। তারা কি আপনার মত? নাকি সাধারন মানুষ??
এবার আসি যা যা আপনার মাথায় থাকতে হবে সেই বিষয়েঃ
তাহলে আপনার আমার কাছে সার্চ বক্স বাদে বাকি সবটুকুই “জঞ্জাল”। গুগল এর সার্চ পেইজ এ ওই সব জঞ্জাল নেই!! গুগলের জনপ্রিয়তা বাড়ার এটা ও একটা মুল কারন।
ধন্যবাদ সবাই কে...ভালো থাকবেন।।
আমি দীনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মোঃ মাহমুদুল হাসান, তথ্যপ্রযুক্তি ইন্সটিটিউট,জাহাঙ্গীরনগর বিঃ (১ম ব্যাচ)
অনেক চিন্তা করে বের করা কিছু বিষয়।
অসম্ভব ভাল করেছেন এগুলো মনে করিয়ে দিয়ে।
ধন্যবাদ।