সব ধরনের ডিজাইনার রা সাবধান হন কিছু বিষয়ে…

ধরুন আপনি একটা শার্ট কিনেছেন বসুন্ধরা সিটি থেকে। দাম ৩০০০ টাকা। শার্ট টার রঙ কড়া হলুদ, মাঝখানে লাল লাল গোলাপ ফুল। [যদিও এটা খুজে পাওয়া যাবে না] কেমন লাগবে এটা পরলে!! কেউ কেউ হয়ত বলে উঠবে “ফারমগেটেত্তন কেনা”। অথচ এর থেকে কম টাকা খরচ করে আপনি অনেক সুন্দর শার্ট কিনতে পারতেন যা অনেক রুচিসম্মত।

উপরের উদাহরন টি আপনার মনযোগ কাড়ার জন্য । এবার আসি আসল কথায়।

আগেই বলেছি; সব ধরনের ডিজাইনারদের উদ্দেশ্যে এই টিউনটি করা।  আসলে আমাদের আশেপাশের সব জিনিসের দিকে তাকিয়ে লক্ষ করুন। নিজেকে প্রশ্ন করুন। এটা এমন করে ডিজাইন করা কেন? ** রকম ও তো হতে পারত। ** রকম হলে কি সুবিধা হত?? কি অসুবিধা ই বা হত।

যারা পেশাদার ডিজাইনার, তাদের জন্য বলছি, আপনার অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যা ডিজাইন করছেন তা কে বা কারা ব্যাবহার করবে। তারা কি আপনার মত? নাকি সাধারন মানুষ??

এবার আসি যা যা আপনার মাথায় থাকতে হবে সেই বিষয়েঃ

  • সরল ডিজাইন ই সেরা ডিজাইন।। ভেবে দেখুন দুটি সার্চ ইঞ্জিন “গুগল” এবং “ইয়াহু” এর ইন্টারফেস এর দিকে।। ইয়াহুর মুল সার্চ পেইজ এ অসংখ্য নিউজ, আর লিঙ্ক এ ভরপুর।। আমি কোনদিন ওগুলোতে ক্লিক করিনি।।আপনি করেছেন??

    তাহলে আপনার আমার কাছে সার্চ বক্স বাদে বাকি সবটুকুই “জঞ্জাল”। গুগল এর সার্চ পেইজ এ ওই সব জঞ্জাল নেই!! গুগলের জনপ্রিয়তা বাড়ার এটা ও একটা মুল কারন।

  • এবার আসি রঙ নির্বাচন প্রসঙ্গে। আপনার পিসি র পেইন্ট এপ্লিকেশন এ গিয়ে একটি চতুর্ভুজ আকুন। এবার ওটাকে একটা রেখা দ্বারা সমদ্বিখন্ডিত করুন।। দুই পাশে দুই ধরনের রঙ দিয়ে দেখুন তো কোন কম্বিনেশন টা সুন্দর।। একটা উদাহরন দেই।। সাদা-কালো কম্বিনেশন টা যত ফুটে ওঠে নীল আর বেগুনী কিন্তু অতটা ক্লিয়ার না। অতএব টেক্সট আর ব্যাকগ্রাউন্ড এর রঙ অবশ্যই দুই মেরুর দুই রঙ হতে হবে।।
  • আপনি যেসকল আইকন ব্যাবহার করছেন ভেবে দেখুন সেগুলো অর্থবহ কি না। কারন আইকন গুলো ইউজারকে এক পলকেই বুঝতে সাহায্য করে যে আসল কাজটি কি?
  • ইম্পর্ট্যান্ট লেখাগুলো চার ভাবে বিশেষায়িত করা যায়—রং পরিবর্তন করে, ইটালিক করে, বোল্ড করে, আন্ডারলাইন্ড করে
  • আপনার ইন্টারফেস এ অপশন এর সংখ্যা ৫-৯ এর মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন।

  • দিক ঠিক রাখার চেষ্টা করুন। উদাঃ চায়ের কাপের হাতল যদি বাম দিকে ঘুরিয়ে পরিবেশন করা হয় তখন ডান হাতি চা পিপাসু একটু হলেও বেকায়দায় পড়েন।
  • কোন একই জিনিসের দুই রকম কাজ থাকলে টেক্সট দিয়ে বুঝিয়ে দেয়া যেতে পারে। যেমন  দরজা  পুস করবে না পুল করবে এইধরনের ডিরেকশন।
  • অতিরিক্ত রঙ এর ব্যাবহার অধিকাংশ খারাপ ডিজাইন এর জন্য দায়ী । ইউজার কে আরাম দেয় না এই ধরনের ডিজাইন থেকে বিরত থাকুন।
  • খেয়াল রাখতে হবে যে কাজের জন্য আপনি ডিজাইন করেছেন সেটাই যেন প্রাধান্য পায়।

ধন্যবাদ সবাই কে...ভালো থাকবেন।।

Level 0

আমি দীনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মোঃ মাহমুদুল হাসান, তথ্যপ্রযুক্তি ইন্সটিটিউট,জাহাঙ্গীরনগর বিঃ (১ম ব্যাচ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক চিন্তা করে বের করা কিছু বিষয়।
অসম্ভব ভাল করেছেন এগুলো মনে করিয়ে দিয়ে।
ধন্যবাদ।

Level 0

অনেক ধন্যবাদ আপনাকে। সুন্দর কিছু ইনফরমেশন এর জন্য।

Level 0

ধন্যবাদ। ভালো লেগেছে। https://www.techtunes.io/web-design/tune-id/44490/ এবং https://www.techtunes.io/web-design/tune-id/44788/ এ আমিও এ ব্যাপারে আরো কিছু কথা লিখেছিলাম,আশা করি কাজে লাগবে।

    কাজে লাগার মত ই। ভালো থাকবেন।

কাজের টিউন ।গুগলের পেইজ লোড নিতে সময় কম নেয় পেজ হালকা বলে

আপনাকে ধন্যবাদ এগুলো মনে করিয়ে দিয়ে

মাত্রাতিরিক্ত চমৎকার একটা টিউন ! আপনার কাছ থেকে কালার নিয়ে আরো কিছু দারুন টিউন আশা করছি ! 🙂

    ভাই আপনার কমেন্টের ওজন ও মাত্রাতিরিক্ত…।ভালো থাকুন।

Level New

সুন্দর টিউন এর জন্য ধন্যবাদ।

Level 0

জটিল হয়েছে। ধন্যবাদ আপনাকে।

Level 0

osthir hoise…… 😀