আপনি টেকটিউনসে কিংবা যে কোন সাইটে মোট কতবার ভিজিট করছেন ? না জানলে যেনে নিন ।

আমি টেকটিউনসে উইন্ডোজ ৭ দেওয়ার পরে মোট ভিজিট করছি ১০০৮ বার ।
আপনি মোট কতবার ভিজিট করছেন ?
কিংবা অনেকের হয়তো জানতে ইচ্ছা করে কে কোন সাইটে কত বার ঢুকছেন ।
এটা জানা খুব সহজ ।
যারা বের করতে জানেন তারা ওককে :> :> ।
কিন্তু যারা জানেন না তাদের জন্য শুধু এ পোস্ট ।
আমি মজিলা ফায়ারফক্স ব্যবহার করি তাই মজিলা ফায়ার ফক্সে কি করে কোন সাইটে কতবার ঢুকছেন তার উপায় শেয়ার করছি ।

প্রথমে যে সাইটের হিসাব জানতে চান সেই সাইটে ঢুকুন ।
যেমন এখন আপনি টেকটিউনসে ঢুকে আছেন ।
তারপর মজিলা ফায়ারফক্সের Tools এ ক্লিক করেন ।
তারপর Page info তে ক্লিক দেন ।
তারপর security তে ক্লিক দিলেই পেয়ে যাবেন আপনি টেকটিউনসে কতবার প্রবেশ করছেন ।
একই ভাবে যে কোন সাইটে ঢুকে দেখতে পারবেন ঐ সাইটে মোট কতবার ঢোকা হয়ছে ।

কি কতবার টেকটেউনসে ঢুকছেন বলতে ভুলবেন না কিন্তু ;););) ।

বি.দ্র: হিসাব বাড়িয়ে বলবেন না কিন্তু :P:P:P ।

Level 0

আমি mehedi hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

porasuna korci...........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চমৎকার তথ্য। গত ১ মাসে ভিজিট করেছি ৩১৯ বার।

    হুমম সংখ্যার পরিমান বাড়ান ।

Level 2

আমি মজিলা দিয়ে ৩৩০ বার এসেছি….লিনাক্স

Level 0

672 বার। ধন্যবাদ তথ্যটি দেওয়ার জন্য।

    ধন্যবাদ আপনাকেও ।

Level 0

দুই দিন আগে জয়েন করে ৫০ বার । নিজেই আবাক হয়ে গেলাম । ভাল লাগ্ল আমার মনে হই উন্নতি হয়েছে ।

    আমিও অবাক হলাম মাত্র ২ দিনে ৫০ বার ভিজিট কম কথা নয় ।

Level 0

দুই দিন আগে জয়েন করে ৫০ বার । নিজেই আবাক হয়ে গেলাম । ভাল লাগল আমার মনে হয় উন্নতি হয়েছে ।

আমি মোবাইলের অপেরা মিনি দিয়ে কত বার ঢুকেছি কিভাবে জানবো?

    আমার জানামতে সম্ভব না ।

TT তে 506 times. Facebook এ 4,526 times:)

    ফবুতে এতো কেন বড়ই চিন্তার বিষয় । টিটিতে ১০০০ পুরন করেন জলদি ।

4,006 বার ।

    এতো অনেক । যার তার কাম না ৪০০০ পূরন করা ।

Vai amar page infota 5000000 show kortacha.Kintu busy thakar karona 50 bar visit korachi kina shondaho.

    মজিলায় শুধু দেখায় । মাত্র ৫০ ।

    এত কেমনে ?? আমি তো হতবাক হয়ে গেলাম ।

Opera-তে জানার কোন উপায় আছে?

    আমি এখন পর্যন্ত খুজে পাই নাই ।

Level 0

153 times

    বেশ কম মনে হচ্ছে ।

Level 0

আমার আজেই 37 বার(নতুন করে সেটাব দিয়েছি)। টেকটিউনসের ইমেলের মাধ্যমে নতুন টিউনের খবর জানানোর পদ্ধতিটি আমার চালু করা ।পদ্ধতিটির বন্ধ করার উপায় যদি কেউ দয়া করে বলেন ,Please

    আমি কেমন করে বন্ধ করছি আমি নিজেও ভুলে গেছি । যাদের মনে আছে কেউ বলে দেন ।

Level 0

আমার আজ 37 বার(নতুন করে সেটাব দিয়েছি)। টেকটিউনসের ইমেলের মাধ্যমে নতুন টিউনের খবর জানানোর পদ্ধতিটি আমার চালু করা ।পদ্ধতিটির বন্ধ করার উপায় যদি কেউ দয়া করে বলেন ,Please

    যে মেইলটি আসে (খবরসহ) সেটাতেই একটা লিঙ্ক থাকার কথা । (আগে ছিল) । ইংরেজিতে লেখা ঠিক মনে নাই । তবে তার বাংলা অর্থ সাবসক্রিবশন নিয়ন্ত্রণ করুন । সেই লিঙ্কে যান । পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যা হোক,
    কাজ হলে জানাবেন

    হুমম জি এম পারভেজ ভাই এটাই হওয়ার কথা আমার হালকা যতটুকু মনে পরে ।

গতকাল উইন্ডোজ দিয়েছি।
এখন পর্যন্ত ২৯ বার।

    ওহ নো কাল টিউন ১ দিন আগে টিউন করলে সব কতবার ভিজিট করছেন দেখতে পাইতেন আমি ১ দিন লেট করে ফেললাম ।

Level 0

আমি তো খুজে পারচ্ছি না।

Level 0

হাম এখন পেয়েছি। মাএ ৩২ বার।

    যাক পেয়েছেন তবে ।

তবে আপনি যদি আপনার বাউজারের ক্যাশ মেমরি/কুকি/হিস্ট্রি ক্লিয়ার করে থাকেন তবে আপনি কতবার ঢুকেছেন তা জানতে পারবেন না।

    হুম ঠিক বলছেন ভাই । আশা করি যারা কুকি ডিলেট করে তার নিজেরাও জানে যে সেই সাইটে কতবার ঢুকেছেন তা কুকি ডিলেটের পর যে কয়বার ঢুকছেন সেই কয়বার দেখাবে শুধু ।

Facebook ….16540 times
Tech tunes …..12252 times

N:B: last 1/1.5 year e windows re-install kori nai~!

    খাইছে । আপনিতো সবাইরে ফেল মারলেন একাই । তবে উইন্ডোজ না দাওয়ার স্কোর এত বেশি পাইলেন । তবে আমি উইণ্ডোজ না দিলে ফেবুতে মনে হয় আপনাকে ছাড়াই যাইতে পারতাম কিন্তু টিটি তে পারতাম না ।

    tell us ur secret FORMULA

Level 0

ধন্যবাদ, জি এম পারভেজ ভাই ও mehedi hasan ভাই ।কাজ হয়েছে

Level 0

বিদিক ভাই আমার 56 বার win7 দেয়ার পর…………..

    বেশি হতে টাইম লাগবে না । চালাই যান ।

আজিব !
আমারে বলে আমি নাকি এর আগে ভিজিট করি নাই ! ঘটনা কি ?

    আপনি মনে হয় কুকিস ডেইলি ডিলেট মারেন ।

Level 0

3 mnth a 147, nice infrmtn bro

৫ দিনে ৫৪ বার মানে দৈনিক ১০ বার

    খ্রাপ না এভারেজ ভাল ।

Level 0

shundor ekta system jananor jonno thnx

    আপনাকেও ধন্যবাদ ।

Level 0

very nice.

    আমারও তাই মনে হয় ।

ধন্যবাদ সুন্দর তথ্যটি শেয়ার করার জন্য।

    আপনাকেও ধন্যবাদ ।

আমিও শুন্যবার ভিজিট করেছি। 😛 কুকিজ ডিলিট না করলে ফেসবুক আর টিটির ভিজিট সংখ্যা সমান হত এবং ২টাই ১০০০০ এর বেশি হত। ধন্যবাদ এত সুন্দর তথ্যটি জানানোর জন্য। 🙂

    আপনাকেও ধন্যবাদ । কুকিজ ডিলেট মারেন কেন খামাখা ।

Thanks for the tune . amar ta to 1624 dekhachhe…last 4 mas age format korechhilam.

    ৪ মাসে ১৬০০ পার খ্রাপ না ।

ভাল হয়েছে thanks

Level 0

7 bar dhukesi .heh heh heh he

    এত কম কেন কারন কি ।

Level 0

আমি এক দিনে ৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯ বার মাত্র ।

Level 0

91 বার। ধন্যবাদ তথ্যটি দেওয়ার জন্য।

Thnx, Nice Information U disseminate……again thnx.

Thanks,
moja Pelam.
*** 1264 in 3 months +