যা লিখবেন তাই শুনিয়ে দিবে আপনাকে।Interesting!

যা লিখবেন তাই শুনিয়ে দিবে আপনাকে।

সামান্য কিছু কোড এর মাধ্যমে তৈরি এই software টি।

কিন্তু খুব Interesting  এই সফটওয়্যারটি।

এর মধ্যে আপনি যা লিখবেন তা আপনাকে উচ্চারণ করে শুনিয়ে দিবে।

এতে কোন Install এর ঝামেলা নেই।

শুধু Double ক্লিক করে Open করে বক্স এর মধ্যে লিখুন আর OK ক্লিক করুন ব্যাস তবেই শুনতে পারবেন আপনার লিখাটি। Download

Password চাইলে...Password= rahat

টিউন টি সর্বপ্রথম “মৌমাছি” তে প্রকাশিত। সময় থাকলে ঘুরে আসুন জানার আছে অনেক কিছু – মৌমাছি

ধন্যবাদ।

Level New

আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাই ভাল লাগলো।

প্রথমে নোটপ্যাড ওপেন করে নিচের লেখাটা পেস্ট করুন
msg=InputBox ("Akash_Pagla, Email: [email protected]","Text-To-Voice Converter")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak msg

তারপর একে "T2V.vbs" নামে সেভ করুন।

সামান্য ২ লাইনের Coding আপনি সবার সাথে Share করলেই পারতেন । যদিও Coding টা আপনার না । খামাখা Download এর কি দরকার ছিলো ।
আর এই ছোট্ট Program টার Coding যদি কারও লাগে……………… বলবেন 🙂

    Level New

    ভাই code টা দেইনি বলে আপনি রাগ করছেন ? 🙁
    আসলে এই টিউন টা প্রথমে আমি আমার বল্গে Publish just code টা লিখে(বানিয়ে দেই নি)। তখন একজন comment করছিলো "কাজ হয় না"। তাই এখানে Program টা বানিয়ে দেই। আর code পাওয়া তো কোন কষ্টের কাজ না just Program তার উপর Right বাটন ক্লিক করে Edit এ ক্লিক করলেই code পাওয়া যাবে। আর 400 byte Download করতে আশা করি বেশী কষ্ট হয় নি। যদি হয়ে থাকে তবে দুঃখিত।

    আরে ভাই রাগ করি নাইতো……… 🙂
    আমি Code টার কথা বলছিলাম এই জন্য যে……… অনেকে হয়তো এটা জানে না যে Edit থেকে Code তা পাওয়া যাবে ।
    সেজন্য বলছিলাম । আপনি আবার আমার Comment এ কিছু মনে করেন না Plz 🙁
    টিউনার টিউনার রাগ করতে নাই……… 🙂

    Level New

    আমি রাগ করি নি।মনে হয়েছিল আপনি রাগ করছেন তাই … … … 🙂 😀
    comment করার জন্য ধন্যবাদ।

ভাল লাগলো।কিন্তু এটা তো Windows Control Panel আছে ওখান থেকোও করা যাবে ।Start/settings/Control Panel/speech

ধন্যবাদ শেয়ার করার জন্য।

যদি সময় থাকে আমার ব্লগে একটু ভিজিট করলে খুশি হব। – বিদ্যালয় @ আপনার সাইট এ ভিজিট করেছি খুব ই ভালো লেগেছে ভাই

    Level New

    অনেক ধন্যবাদ। আশা করি আমার ব্লগে ভিন্ন ধর্মী কিছু পাবেন। 🙂

Level 2

onek valo laglo ++++++++++++++++++++++++++