যা লিখবেন তাই শুনিয়ে দিবে আপনাকে।
সামান্য কিছু কোড এর মাধ্যমে তৈরি এই software টি।
কিন্তু খুব Interesting এই সফটওয়্যারটি।
এর মধ্যে আপনি যা লিখবেন তা আপনাকে উচ্চারণ করে শুনিয়ে দিবে।
এতে কোন Install এর ঝামেলা নেই।
শুধু Double ক্লিক করে Open করে বক্স এর মধ্যে লিখুন আর OK ক্লিক করুন ব্যাস তবেই শুনতে পারবেন আপনার লিখাটি। Download
Password চাইলে...Password= rahat
টিউন টি সর্বপ্রথম “মৌমাছি” তে প্রকাশিত। সময় থাকলে ঘুরে আসুন জানার আছে অনেক কিছু – মৌমাছি
ধন্যবাদ।
আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত
ধন্যবাদ শেয়ার করার জন্য।