সবাই নিজের কম্পিউটারকে একটু ভিন্ন রকম দেখতে পছন্দ করি। আসুন আইকন পরিবর্তন করি আর নিজের কম্পিউটারে আকর্ষণীয় এক পরিবর্তন আনি তাও আবার কোন সফটওয়্যার ছাড়া। কম্পিউটারের আইকন গুলো অনেক বোরিং তাই রঙ ঢালুন অথবা সাজিয়ে তুলুন আকর্ষণীয় আইকনে আপনার কম্পিউটার, কোন সফটওয়্যার ইন্সটল এর ঝামেলা ছাড়া। আর সাথেতো মনকাড়া আইকন গুলো আছেই। আমার কম্পিউটারের চেহারাটা দেখে নিন –
প্রথমেই আইকন গুলো ডাউনলোড করে নিন এখান থেকে। password = rahat
এরপর rar ফাইলটি Extract করুণ। তবেই পাবেন চোখ জুড়ানো আইকন গুলো। এখন যে ফোল্ডার এর আইকন পরিবর্তন করতে চান ঐ ফোল্ডার এর উপর মাউস এর রাইট বাটন ক্লিক করি।
তারপর Properties > Customize > Change Icon > Browse এ ক্লিক করে ডাউনলোডকৃত আইকন গুলো যেখানে আছে সেই ফোল্ডার এ যান এবং একটি আইকন পছন্দ করুণ। এরপর Open > ok > Apply > ok ।
ব্যাস মনের মত আইকন পরিবর্তন হয়ে গেলো।
এটা আমার প্রথম টিউন, যদি ভালো লাগে তবে মন্তব্য করলে খুশি হব। এই ধরনের টিউন যদি পূর্বে কেও করে থাকে তবে দুঃখিত।
টিউন টি সর্বপ্রথম “মৌমাছি” তে প্রকাশিত। সময় থাকলে ঘুরে আসুন জানার আছে অনেক কিছু – মৌমাছি
ধন্যবাদ।
আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত
password chay download korte gale