নিজেই যেকোন সফটওয়্যার কে পোর্টেবল অ্যাপ্লিকেশন তৈরি করুন

নিজেই যেকোন সফটওয়্যার কে পোর্টেবল অ্যাপ্লিকেশন তৈরি করুন

অনেক সময় আমরা কোথাও যেয়ে  এবং অন্য পিসিতে কাজ করার  প্রয়োজন পরে সেখানে তাদের সিস্টেমের আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন  ইনস্টল না থাকায়  কাজ করা সম্ভব না .।এখানে একটি দারুন টিউটোরিয়াল আপনার নিজস্ব পোর্টেবল অ্যাপ্লিকেশন কোন ইনস্টল করার  দরকার নাই pendrive দিয়া ব্যবহার করতে পারবেন।

এইটি WINRAR. ব্যবহার করার মধ্যে করা যাবে।

এই টিউটোরিয়াল আমি এখানে আপনাকে একটি  VLC প্লেয়ার তৈরি করে দেখাবো  কিভাবে পোর্টেবল অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়।

প্রথম যেখানে VLC প্লেয়ার টি ইন্সটল করা হয়েছিল সেখান থেকে VLC প্লেয়ার টি চালাতে যে ফাইল গুলো দরকার টা সিলেক্ট বা নির্বাচন করেন।

এখন WinRar দিয়ায়া archive করেন

এখন নিচের ছবির মত একটা পেজ খুলবে , ছবির মত সেটিং করেন।

এখন ক্লিক করেন Advanced অপশন সিলেক্ট করেন SFX options।

এখন আপানকে General tab একটা নাম লিখতে হবে extra করার পর ফাইল টা যে নামে হবে।

নিচের ছবিটি দেখেন।

এবার উপরে Text and Icon ক্লিক করেন । নিচের ছবির মত নাম ও ছবি দিন।

এবার Modes ক্লিক করেন নিচের ছবির মত টিক দেন।

এখন OK ক্লিক করেন ।এবার OK ক্লিক করেন ।

আপনার  কাজ শেষ এবার archive হতে থাকবে ।তারপর দেখন হয়ে গেল আমার পোর্টেবল সফটওয়্যার।

এভাবে যে কোন সফটওয়্যার কে পোর্টেবল সফটওয়্যার বানিয়ে উপভোগ করোন ।

সবাই ভাল থাকবেন।

Level 0

আমি faroque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

<<<>>> পাগলের সুখ মনে মনে, কাগজ টোকায় টাকা গুনে। <<>>>


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

con file gulu dorkar amra bujhbo ki kore……..thanx 4 tune

    Level 0

    আপণে যে সফটওয়ার টা বাণাতে চান তা যেখানে ইন্সটল করেছিলেন সেখানে যেয়ে সফটওয়্যার তার ফোল্ডার এর ফাইল গুলো সিলেক্ট করেন।

আবারো একটা পাঙ্খা পোস্ট ! প্রিয়তে নিয়ে নিলাম আর আমি দৌড় দিলাম আমার কিছু ফাইল পর্টেবল করতে, এখন কথা বলার টাইম নাই ! 😀

জোস লাগল । ধন্যবাদ

কোন ফাইল গুলো select করব বিসটারিটো বলেন

আমিও জানতে চাই কোন ফাইলগুলো দরকার কিভাবে বুঝবো

Level 0

ভালই ….

জটিল…।।

    ভাই Winrar দিয়ে file copress kore size কমাতে পারব ? যদি প্রসেস টা জানাতেন…… or any other soft..+. downloadlink— .

ভাই এটা তো কাজ করবেনা যদি প্রোগ্রাম টা রেজিস্ট্রি ব্যবহার করে থাকে। অবশ্য Portable বানানোর একটা সফটওয়্যার এমনিতেই আছে। ওইটাকে বলে VMware ThinApp.

    detail …..& VMware ThinApp দিয়ে কিভাবে করা যায়

ভাইয়া, এক্সপি সেটাপ দেয়ার পর এটি আর কাজ করার কথা না। কারণ তখন রেজিস্ট্রি এন্ট্রি খুজে পাবে না। তবে কোন সফট যদি এন্ট্রি না করে তবে আলাদা কথা। তবে এমন সফট খুব কমই আছে। আমার একটি টিউন আছে- https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/48099/

    ২/১ টা সফট কাজ না করতে পারে বেশির ভাগ সফট অই কাজ করে আমি পার‍্য ৩০ টা সফটওয়্যার চালাই কোন প্রব হয় না

VLC প্লেয়ার টি চালাতে যে ফাইল গুলো দরকার টা সিলেক্ট বা নির্বাচন করুন। এখানে একটু বুঝার সমস্যা হচ্ছে সেটা হল, আমি কি করে বুজবো সফটওয়্যার টা চালাতে কোন কোন ফাইল প্রয়োজন হবে একটু সহজ ভাবে বুঝিয়ে বলবেন, সব ফাইল নির্বাচন করলে কি কোন সমসা হবে, ধন্যবাদ

    ঐ ফোল্ডারের ভেতরের সবগুলো ফাইল/ফোল্ডার সিলেক্ট করুন।

Level 0

চমৎকার হইছে।

Level 0

টিউন করে কি শহিদ হযে গেলেন নাকি ?

Level 0

কই গেলেন ভাই … কোন ফাইলগুলো দরকার কিভাবে বুঝবো ?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

    হারিয়ে গেছে!
    ঐ ফোল্ডারের ভেতরের সবগুলো ফাইল/ফোল্ডার সিলেক্ট করুন।

amar mone hosse j tuner vaia bolte chese c drive program file folder a install kora je kono soft er ekta folder toiri hoy sei folder er shob file k sellect korte hobe. vlc player hole c drive a program files a gia vlc player er folder er shob file select korte hobe. je jei soft k portable korte chan the c drive>program files a gia sei soft er folder er shob file select korte hobe.

সব সফটওয়ার হবেতো?

টিউনটা অনেক সুন্দর হইছে এবং কাজের টিউনও বটে,
ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

Level 0

Koii Ha jo muja Photoshop পোর্টেবল Kar da. Bahud Koysis Ki Magar Portable Nahi Ho rahaha.

[email protected]

ধন্যবাদ। নতুন কিছু শিখলাম। আমি সাকসেস হলাম আপনার কমান্ড মোতাবেক কাজ করে।