নিজেই যেকোন সফটওয়্যার কে পোর্টেবল অ্যাপ্লিকেশন তৈরি করুন
অনেক সময় আমরা কোথাও যেয়ে এবং অন্য পিসিতে কাজ করার প্রয়োজন পরে সেখানে তাদের সিস্টেমের আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ইনস্টল না থাকায় কাজ করা সম্ভব না .।এখানে একটি দারুন টিউটোরিয়াল আপনার নিজস্ব পোর্টেবল অ্যাপ্লিকেশন কোন ইনস্টল করার দরকার নাই pendrive দিয়া ব্যবহার করতে পারবেন।
এইটি WINRAR. ব্যবহার করার মধ্যে করা যাবে।
এই টিউটোরিয়াল আমি এখানে আপনাকে একটি VLC প্লেয়ার তৈরি করে দেখাবো কিভাবে পোর্টেবল অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়।
প্রথম যেখানে VLC প্লেয়ার টি ইন্সটল করা হয়েছিল সেখান থেকে VLC প্লেয়ার টি চালাতে যে ফাইল গুলো দরকার টা সিলেক্ট বা নির্বাচন করেন।
এখন WinRar দিয়ায়া archive করেন
এখন নিচের ছবির মত একটা পেজ খুলবে , ছবির মত সেটিং করেন।
এখন ক্লিক করেন Advanced অপশন সিলেক্ট করেন SFX options।
এখন আপানকে General tab একটা নাম লিখতে হবে extra করার পর ফাইল টা যে নামে হবে।
নিচের ছবিটি দেখেন।
এবার উপরে Text and Icon ক্লিক করেন । নিচের ছবির মত নাম ও ছবি দিন।
এবার Modes ক্লিক করেন নিচের ছবির মত টিক দেন।
এখন OK ক্লিক করেন ।এবার OK ক্লিক করেন ।
আপনার কাজ শেষ এবার archive হতে থাকবে ।তারপর দেখন হয়ে গেল আমার পোর্টেবল সফটওয়্যার।
এভাবে যে কোন সফটওয়্যার কে পোর্টেবল সফটওয়্যার বানিয়ে উপভোগ করোন ।
সবাই ভাল থাকবেন।
আমি faroque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
<<<>>> পাগলের সুখ মনে মনে, কাগজ টোকায় টাকা গুনে। <<>>>
con file gulu dorkar amra bujhbo ki kore……..thanx 4 tune