আপনার ফেইসবুকের ছবিগুলো ট্রান্সফার করুন গুগল প্লাস অ্যাকাউন্টে (স্টোরেজ আনলিমিটেড)

এখনো যারা গুগল প্লাস এর অ্যাকাউন্ট খোলেন নি তাদের জন্য বলছি, অনেকে হয়ত ভাবছেন ফেইসবুক কে কেউ টেক্কা দিতে পারবে না,

কিন্তু ইতিমধ্যে গুগল প্লাস ফেইসবুক কে অনেক দিক থেকেই ছাড়িয়ে গেছে, যেমন--

  • ১। ভিডিও চ্যাট এবং ভিডিও কনফারেন্স সুবিধা
  • ২। সার্চ রেসাল্ট শেয়ার করার ব্যাবস্থা (গুগল প্লাস ১ বাটন)
  • ৩। পিকাসা ওয়েব অ্যালবামে আনলিমিটেড ছবি এবং ভিডিও আপলোড সুবিধা
  • ৪। টুইটারের মত ফলো করার ব্যাবস্থা যেখানে আপনি চাইলে যেকোন মানুষকেই ফলো করতে পারবেন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা ছাড়াই এবং তবুও প্রাইভেসি নষ্ট হবে না কারন বিভিন্ন সার্কেল তৈরী করে তাদের জন্য আলাদা সেটিং এর ব্যাবস্থা করতে পারবেন।
  • ৫। গুগল ম্যাপ থেকে যেকোন লোকেশন ও আপনি শেয়ার করতে পারবেন আপনার সার্কেলের সাথে, আর যাদের মোবাইল গুগম ম্যাপ সাপোর্ট করে তারাও তাদের ট্রাভেল হিস্টোরি শেয়ার করতে পারবেন আরো সহজে।

এবার দেখুন কিভাবে আপনি ফেইসবুকের ছবিগুলো গুগল প্লাসে ট্রান্সফার করবেন --

  • ১। প্রথমে picknzip সাইটে যান।

  • ২। দেখুন লগিন উইথ ফেইসবুক বাটন আছে, বাটনে ক্লিক করুন এবং ফেইসবুক থেকে একে আলাউ অ্যাকসেস দিন।
  • ৩। এবার ফাইন্ড মাই ফটোস এ ক্লিক করুন আপনার ছবি গুলো চলে আসবে।
  • ৪। এবার ডাউনলোড ট্যাবে ক্লিক করে দেখুন সব ফটো ডাউনলোড অথবা সিলেক্টেড ফটো ডাউনলোড এর অপশন আছে। আপনার পছন্দ মত ডাউনলোড করুন .zip ফাইল হিসেবে।
  • ৫। এবার গুগল প্লাসে যান। এখানে আপনি ছবি ড্রাগ করে ড্রপ করতে পারেন অথবা আপলোড ফ্রম কম্পিঊটার দিয়ে আপনার পছন্দমত ছবি গুলো আপলোড করে নিন।
  • আপনার নেটের স্পিড এর উপর মোট সময় নির্ভর করবে।

মূল আর্টিকেল এখানে দেখুন
সূত্রঃ সুখবর

Level 0

আমি Ripendil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

খুব ভাল লাগল নিউজটি শুনে। নতুন একটা ইনফরমেশন দেওয়ার জন্য।

Level 0

via, google plus a dhukar address ta aktu diban plz?

Google+ এর একান্টতো খুলতে পারলাম না। এখনো টেস্টিং পর্যায়ে আছে এরকম মেসেজ দেখাচ্ছে।

    Level 0

    ইনভাইট পেলে খুলতে পারবেন এবং তাও একটি নির্দিষ্ট সময়ে। এরা একটু পরপরেই অ্যাকাউন্ট খোলার অপশন বন্ধ রাখে।

Level 0

একাউন্টের খোলার সমস্যাটা এখনো সমাধান হচ্ছে না কেন ???

Level 0

Google+ এর ইনভাইট দরকার। E-mail: [email protected]

    Level 0

    দুঃখিত, ইনভাইট সার্ভিসটি বর্তমানে বন্ধ আছে, তাই পাঠাতে পারছি না।

Level 0

Need an invite with google+. My address is: [email protected]

বর্তমানে এই সেবাটি বন্ধ হয়ে গেছে।