এখনো যারা গুগল প্লাস এর অ্যাকাউন্ট খোলেন নি তাদের জন্য বলছি, অনেকে হয়ত ভাবছেন ফেইসবুক কে কেউ টেক্কা দিতে পারবে না,
কিন্তু ইতিমধ্যে গুগল প্লাস ফেইসবুক কে অনেক দিক থেকেই ছাড়িয়ে গেছে, যেমন--
- ১। ভিডিও চ্যাট এবং ভিডিও কনফারেন্স সুবিধা
- ২। সার্চ রেসাল্ট শেয়ার করার ব্যাবস্থা (গুগল প্লাস ১ বাটন)
- ৩। পিকাসা ওয়েব অ্যালবামে আনলিমিটেড ছবি এবং ভিডিও আপলোড সুবিধা
- ৪। টুইটারের মত ফলো করার ব্যাবস্থা যেখানে আপনি চাইলে যেকোন মানুষকেই ফলো করতে পারবেন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা ছাড়াই এবং তবুও প্রাইভেসি নষ্ট হবে না কারন বিভিন্ন সার্কেল তৈরী করে তাদের জন্য আলাদা সেটিং এর ব্যাবস্থা করতে পারবেন।
- ৫। গুগল ম্যাপ থেকে যেকোন লোকেশন ও আপনি শেয়ার করতে পারবেন আপনার সার্কেলের সাথে, আর যাদের মোবাইল গুগম ম্যাপ সাপোর্ট করে তারাও তাদের ট্রাভেল হিস্টোরি শেয়ার করতে পারবেন আরো সহজে।
এবার দেখুন কিভাবে আপনি ফেইসবুকের ছবিগুলো গুগল প্লাসে ট্রান্সফার করবেন --
- ২। দেখুন লগিন উইথ ফেইসবুক বাটন আছে, বাটনে ক্লিক করুন এবং ফেইসবুক থেকে একে আলাউ অ্যাকসেস দিন।
- ৩। এবার ফাইন্ড মাই ফটোস এ ক্লিক করুন আপনার ছবি গুলো চলে আসবে।
- ৪। এবার ডাউনলোড ট্যাবে ক্লিক করে দেখুন সব ফটো ডাউনলোড অথবা সিলেক্টেড ফটো ডাউনলোড এর অপশন আছে। আপনার পছন্দ মত ডাউনলোড করুন .zip ফাইল হিসেবে।
- ৫। এবার গুগল প্লাসে যান। এখানে আপনি ছবি ড্রাগ করে ড্রপ করতে পারেন অথবা আপলোড ফ্রম কম্পিঊটার দিয়ে আপনার পছন্দমত ছবি গুলো আপলোড করে নিন।
- আপনার নেটের স্পিড এর উপর মোট সময় নির্ভর করবে।
মূল আর্টিকেল এখানে দেখুন
সূত্রঃ সুখবর
খুব ভাল লাগল নিউজটি শুনে। নতুন একটা ইনফরমেশন দেওয়ার জন্য।