সবাই কে সালাম জানিয়ে আজকে প্রথম টিউন করসি । আমি ভাল বাংল লিখতে পারি না অভ্র দিয়া লিখসি তাই ভুল হলে ক্ষমা সরুপ নিবেন। এখন মুল কথায় আসি ।
আমরা অনেকেই বিভিন্ন ব্লগ ভিজিট করি।অনেক সময় নিজের ব্লগে নিজেই ঢুকতে পারিনা। শুরুর দিকে শুধু জিপি তেই এই সমস্যার দেখা দিতো। কিন্তু ইদানিং বাংলালায়ন এবং কিউবিতেও কিছু ক্ষেত্রে এই সমস্যা প্রকট (যেমন আমি নিজেই কোন ব্লগস্পট এর সাইটে ঢুকতে পারতাম না)।
তো এমন সমস্যায় যারা আছেন, তাদের জন্য একটা ছোট্ট সমাধানের চেস্টা করা যাক।
আপনি যদি ইন্টারনেট ডায়াল-আপ মডেম বা পিসি সুইট দিয়ে ব্যবহার করেন তাতেও এটা কাজ করবে। আমি কিউবিতেও করে দেখলাম কাজ হচ্ছে।
পথমে Control Panel থেকে Network Connection এ যেয়ে আপনার একটিভ কানেকশনটির Properties এ যান।Networking ট্যাব এ যেয়ে Internet Protocol (TCP/IP) মার্ক করে Properties এ যান।General থেকে Use the following DNS server addresses মার্ক করে Preferred DNS server এ 4.2.2.8 or 4.2.2.2 এবং Alternate DNS server এ 4.2.2.5 or 8.8.8.8 লিখে OK করে বের হয়ে আসুন।এবার ইন্টারনেট রি-কানেক্ট করুন।দেখুন ইচ্ছেমত ব্লগ।
নিচে স্ক্রীনশট দেয়া হল জাতে প্রব্লেম না হয় ।
পোস্ট টিতে কন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন । ভাই কমেন্ট এর রেপ্ল্য দেওা জাসে না লগিন পেজ আসে তাই পোস্ট এ লিখে দিছি । গ্রামীন ফোন সিটিসেল এ উপরের নিওম আনুসরন করেন কাজ হবে থাঙ্কস ।
আমার সাইট তা ঘুরে দেখে বলেন কেমন হইসে http://dotnews.dyngen.org/
আমি ব্লগার শেখ জহিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম । DNS Addrees পরিবতন করলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ।