গ্রামীন ফোন সিটিসেল বাংলালায়ন এবং কিউবিতেও ব্লগস্পট সাইটে ঢোকার বুলেট টিউন

সবাই কে সালাম জানিয়ে আজকে প্রথম টিউন করসি । আমি ভাল বাংল লিখতে পারি না অভ্র দিয়া লিখসি তাই ভুল হলে ক্ষমা সরুপ নিবেন। এখন মুল কথায় আসি ।

আমরা অনেকেই বিভিন্ন ব্লগ ভিজিট করি।অনেক সময় নিজের ব্লগে নিজেই ঢুকতে পারিনা। শুরুর দিকে শুধু  জিপি তেই এই সমস্যার দেখা দিতো। কিন্তু ইদানিং বাংলালায়ন এবং কিউবিতেও কিছু ক্ষেত্রে এই সমস্যা প্রকট (যেমন আমি নিজেই কোন ব্লগস্পট এর সাইটে ঢুকতে পারতাম না)।

তো এমন সমস্যায় যারা আছেন, তাদের জন্য একটা ছোট্ট সমাধানের চেস্টা করা যাক।

আপনি যদি ইন্টারনেট  ডায়াল-আপ মডেম বা পিসি সুইট দিয়ে ব্যবহার করেন তাতেও এটা কাজ করবে। আমি কিউবিতেও করে দেখলাম কাজ হচ্ছে।

পথমে Control Panel থেকে Network Connection এ যেয়ে আপনার একটিভ কানেকশনটির Properties এ যান।Networking ট্যাব এ যেয়ে Internet Protocol (TCP/IP) মার্ক করে Properties এ যান।General থেকে Use the following DNS server addresses মার্ক করে Preferred DNS server এ  4.2.2.8 or 4.2.2.2 এবং Alternate DNS server এ  4.2.2.5 or 8.8.8.8 লিখে OK করে বের হয়ে আসুন।এবার ইন্টারনেট রি-কানেক্ট করুন।দেখুন ইচ্ছেমত ব্লগ।

নিচে স্ক্রীনশট দেয়া হল জাতে প্রব্লেম না হয় ।

ব্লগ ভিজিট ১

ব্লগ ভিজিট ২

ব্লগ ভিজিট ৩

ব্লগ ভিজিট ৪

ব্লগ ভিজিট ৫

পোস্ট টিতে কন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন । ভাই কমেন্ট এর রেপ্ল্য দেওা জাসে না লগিন পেজ আসে তাই পোস্ট এ লিখে দিছি । গ্রামীন ফোন সিটিসেল এ উপরের নিওম আনুসরন করেন কাজ হবে থাঙ্কস ।

আমার সাইট তা ঘুরে দেখে বলেন কেমন হইসে  http://dotnews.dyngen.org/

Level 0

আমি ব্লগার শেখ জহিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম । DNS Addrees পরিবতন করলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ।

ধন্যবাদ । তবে ভই সব সময় DNS Addrees পরিবতন করলে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না । কমেন্ট করার জন্য ধন্যবাদ ।

ভাই প্রথম পোস্টে ফাটাইয়া দিলেন। উপকৃত হলাম।

উইন্ডোজ সেভেনে Internet Protocol Version 4(TCP/IPv4) এবং Internet Protocol Version 6(TCP/IPv6) দু'টি আছে। কোনটায় পরিবর্তন করব?

সবাইকে সালাম , আমি নেট এর নতুন ব্যাবহারকারী , আমি একটা সমস্যায় পরে আপনদের সাহায্য কামনা করছি । আমার জিমেইল এর মেইল থেকে এটাচ ফাইল ডাউনলোড হয়না । কিন্তি ৩ , ৪ দিন আগে ও কোন সমস্য ছিলনা , এখন এটাচ ফাইল ওপেন করতে চাইলে স্কিনে কিছুই দেখায়না , আমাকে সাহায্য করুন ।

ধন্যবাদ শেয়ার করার জন্য। কিন্তু বাংলালায়ন দিয়ে ত এমনি ব্লগস্পট সাইটে ঢুকা যায়……

    ভাই বাংলালায়ন দিয়া এমনি ব্লগস্পট সাইটে ঢুকা যায় এটা ঠিক আসে কিন্তু ভাই সব সময় না এবং সব জাগায় না আমি বাংলালায়ন ব্যাবহার করি আমার কিছু দিন আগে ব্লগস্পট সাইটে ঢুকা যেত । কিন্তু কিছু দিন ধরে ঢুকা যাছিলনা ।

    ও থাঙ্কস আপনাকে কমেন্ট করার জন্য ।

হ্যা,বাংলালায়ন দিয়ে এমনি ঢুকা যায় ।

    ভাই বাংলালায়ন দিয়া এমনি ব্লগস্পট সাইটে ঢুকা যায় এটা ঠিক আসে কিন্তু ভাই সব সময় না এবং সব জাগায় না আমি বাংলালায়ন ব্যাবহার করি আমার কিছু দিন আগে ব্লগস্পট সাইটে ঢুকা যেত । কিন্তু কিছু দিন ধরে ঢুকা যাছিলনা । থাঙ্কস আপনাকে কমেন্ট করার জন্য ।

    Level 0

    নোমান ভাই এর সাথে একমত

Level 0

কাজে লাগবে। ধন্যবাদ

dhonnobad, ei jinista dorkar chilo.

Level 0

Thanks bro. Khub upokkrito hoilam. Windows 7 e Internet Protocol version (TCP/IPv4) e aita korle hoi

একদম হাতেনাতে ফল পেলাম। অনেক ধন্যবাদ।
একটি প্রশ্ন: বাংলা সামাজিক ব্লগ মুক্ত ব্লগে (http://www.muktoblog.com) এমনিতে ঢুকতে পারিনা, কিন্তু প্রক্সি ব্যবহার করে ঢুকতে পারি। আমি জিপি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করি। কোন সমাধান আছে কি?

সুন্দর টিউন…আমার qubee এই সমস্যা পড়ার পর qubee আমাকে কোন solution দিতে না পারায়…DNS change করে চালাচ্ছি…এগলো হল OPEN DNS….google search দিলে এমন আরও DNS পাবেন…ধন্য বাদ…

    ভাই আপনের কথা ঠিক আসে কিন্তু আমি যে D.N.S দিসি সেগুলা গুগল এর Publiq D.N.S. তাই ঝামেলা করবে না । থাঙ্কস আপনাকে কমেন্ট করার জন্য ।

মুকুট ভাই ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য

অনেক ধন্যবাদ। দেখি কাজ করে কিনা। আশা করি এরপর আরো সুন্দর টিউন পাবো।

ভাই,আমি জুম আনলিমিটেড ইউজ করি। এটাতেও একই প্রবলেম। মাঝে মাঝে ব্লগস্পট এ ঢুকে মাঝে মাঝে ঢুকে না…… এর সমাধান কি?

শেখ জহিরুল ইসলাম নোমান, ভাই আপনাকে অনেক ধন্যবাদ , আমি এই সমস্যায় আছি, আমি নিজের ব্লোগে নিজে ঢুকতে পারছিনা । আপনার টিউনটি দেখে খুবই ভাল লাগলো ,কিন্তু সমস্যা হচ্ছে আমি Windows 7 ব্যবহার করি Internet Protocol version (TCP/IPv4) খুজে পাচ্ছি না . দয়াকরে সাহায্য করবেন ।

    ভাই আপনের ইমেইল এড্রেস টা দেন তাইলে আমি আপনাকে স্ক্রীন শট পাঠাইয়া দিব । থাঙ্কস কমেন্ট করার জন্য ।

ইমেইল এড্রেস টা দেওর দরকার নাই । অপেক্ষায় থাকেন স্ক্রীন শট সহ উইন্ডোজ ৭ এর জন্য এই টিউন করব আবার । থাঙ্কস Bulbul Ahmad ভাই কমেন্ট করের জন্য ।

ভাই Windows 7 এর জন্য স্ক্রিন শট তাড়াতাড়ি দিয়েন।

Alhamdulillah kaj hoece bhai

আপনাকে অনেক ধন্যবাদ ।।
আজ থেকে আপনি আমার গুরু (Boss)

মেঘলা আকাশ ভাই থাঙ্কস ।