উইন্ডোজের নিস্ক্রিয় হয়ে যাওয়া প্রোগ্রাম সক্রিয় করুন সহজেই !

কম্পিউটারের বেশিরভাগ ইউজার ব্যবহার করেন উইন্ডোজ। উইন্ডোজ এ অনেক সময় ভাইরাসের কারণে টাস্ক ম্যানেজার, রেজিস্ট্রি এডিটর, কমান্ড কনসোল ইত্যাদি সহ আরো  ইউটিলিটি প্রোগ্রাম নিস্ক্রিয় হয়ে যায়। এসকল নিস্ক্রিয় হয়ে যাওয়া ইউটিলিটি প্রোগ্রাম পুনরায় সক্রিয় করতে পারেন 'রি-এনেবল' নামের ছোট একটি সফটওয়্যার দিয়ে।

প্রথমে সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন। তারপর আনজিপ করে সফটওয়্যারটি রান করুন। এখন যে সকল নিস্ক্রিয় হয়ে যাওয়া ইউটিলিটি প্রোগ্রাম আপনি রি-এনেবল করতে চান সেগুলোকে সিলেক্ট করে "Re Enable" বাটনে ক্লিক করুন। ব্যাস! আপনার কাজ শেষ। আপনার প্রয়োজনীয় সকল নিস্ক্রিয় ইউটিলিটি প্রোগ্রাম পুনরায় সক্রিয় হয়ে গেছে।

এছাড়াও এটি দিয়ে আপনি autorun.inf সনাক্ত করা, ডেস্কটপ রিপেয়ার করা ইত্যাদি অনেক ছোট কিন্তু প্রয়োজনীয় কাজ খুব সহজেই করতে পারবেন।

আরো কিছু টিউটোরিয়ালঃ
১. s60 ফোনের ফন্ট creator
২. opera mini ব্রাউজারে বাংলা পড়ুন
৩. XP এর জন্য Win7 থীম
৪. কিছু বই
৫. সফটওয়্যার এর ট্রায়াল পিরিয়ড আর শেষ হবে না। চলতেই থাকবে।
৬. মোবাইলের দরকারি জাভা অ্যাপ্লিকেশন চালান আপনার কম্পিউটারে
৭. ভুলে যান ইন্টারনট ডাউনলোড ম্যানেজারের রেজিস্ট্রেশন এর কথা। রেজিস্ট্রেশন ছাড়াই আজীবন ব্যবহার করুন।
৮. তৈরি করুন আপনার নিজের পছন্দের রান কমান্ড
৯. আনুমতি ছাড়া আর কেউ কম্পিউটারের ইউ এস বি পোর্ট কোন কাজে ব্যবহার করতে পারবে না! আপনার নিরাপত্তা আপনি নিশ্চিত করুন।
১০. মাউস ক্লিক করে অন করুন আপনার কম্পিউটার
১১. গুগলে ওয়ালপেপার হিসেবে ব্যবহার করুন আপনার ছবি

চাইলে এখান থেকে একটু ঘুরে আসতে পারেন। কিছু তথ্য পাবেন, হয়তো আপনার আজানা।

ধন্যবাদ।

Level 0

আমি মুনীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, টিউনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তবে আমার মনে হয় অনেক আগে এই সফটওয়্যারটা নিয়ে টিউন হয়েছিল। তবুও আপনাকে আর একবার ধন্যবাদ কষ্ট করে টিউন করার জন্য। ভাল থাকবেন।

Level 0

admin তো আপনারে গ্রেফতার করবো…. ziddu link কেন?