এক তুড়িতেই বন্ধ করুন আপনার কম্পিউটার …

আজকের টিপস টি খুব বেশি বড় না কিন্তু বেশ কাজের। অনেক সময় তাড়াহুড়া করে কম্পিউটার বন্ধ করার প্রয়োজন হলে দেখা যায় যে কম্পিউটার বন্ধ হতে বেশি সময় নিচ্ছে। তখন মন মেজাজ সব কিছুই গরম হয়ে যায়। তাই কেউ প্লাগ টেনে কেউ আবার পাওয়ার সুইচ চেপে ধরে রেখে কম্পিউটার বন্ধ করে। আমি জানি না যে এই কাজ গুলো করলে আপনার কম্পিউটার এর কতখানি ক্ষতি হয়। তবে আমি আপনাদের সেই বিরক্তের সময় টুকু কিছুটা কমানোর জন্যই এই পোস্ট টি লিখতে বসেছি। তো চলুন বক বক না করে শুরু করে দেই আজকের টিপস।

প্রথম ধাপ

এবার স্টার্ট মেন্যু থেকে Run কে ওপেন করুন এবং সেই বক্স এ লিখুন Regedit ওপেন করুন।

এবার খুঁজুনঃ HKEY_CURRENT_USER\Control Panel\Desktop\

পাওয়া গেলে সেই কি গুলোর মধ্যে থেকে WaitToKillAppTimeout নির্বাচন করুন।

এবার মাউস এর রাইট বাটন ক্লিক করে Modify নির্বাচন করুন।

এর সেখানে Value তে 1000 করুন এবং OK বাটনে ক্লিক করুন।

এর পর HungAppTimeout নির্বাচন করুন।

এবার মাউস এর রাইট বাটন ক্লিক করে Modify নির্বাচন করুন।

এবারোও সেখানে Value তে 1000 করুন এবং OK বাটনে ক্লিক করুন।

দ্বিতীয় ধাপ

এবার খুঁজুনঃ HKEY_USERS\.DEFAULT\Control Panel\Desktop

পাওয়া গেলে সেই কি গুলোর মধ্যে থেকে WaitToKillAppTimeout নির্বাচন করুন।

এবার মাউস এর রাইট বাটন ক্লিক করে Modify নির্বাচন করুন।

এর সেখানে Value তে 1000 করুন এবং OK বাটনে ক্লিক করুন।

তৃতীয় ধাপ

এবার খুঁজুনঃ HKEY_LOCAL_MACHINE\System\CurrentControlSet\Control\

পাওয়া গেলে সেই কি গুলোর মধ্যে থেকে WaitToKillAppTimeout নির্বাচন করুন।

এবার মাউস এর রাইট বাটন ক্লিক করে Modify নির্বাচন করুন।

এর সেখানে Value তে 1000 করুন এবং OK বাটনে ক্লিক করুন।

এখন রেজিস্ট্রি এডিটর বন্ধ করে দিন। একবার পিসি রি-স্টার্ট করুন। ব্যাস কাজ শেষ এর পরে আবার যখন পিসি বন্ধ করবেন তখন আসল রেজাল্ট পাওয়া যাবে যে আপনার পিসি কত দ্রুত বন্ধ হচ্ছে। icon smile এক তুড়িতেই বন্ধ করুন আপনার কম্পিউটার ...  || বিডিরঙ.কম

নোটঃ এই টিপস টি শুধু উইন্ডোজ এক্সপি তে কাজ করবে উইন্ডোজ ভিস্তা ও সেভেন এ পরীক্ষা করে দেখা নাই।

সবাই ভালো থাকবেন আর এই পোস্ট ভালো লাগলে মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার এই পোস্ট পড়ার জন্য।

এই লেখাটি প্রথমে বিডিরঙ.কম এ প্রকাশিত।

http://bdrong.com/aminul/tips-and-tricks/1090/

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের টিউন, ধন্যবাদ। ভাল থাকবেন।

    আপনাকেও ধন্যবাদ। আমার ভালো থাকা? এখন খুব চিন্তার মধ্যে আছি……….
    আপনিও ভালো থাকবেন

Thank for share.try korbo

ভাইয়া আমার জানামতে এটা টিউনারপেজ এর টিউন কারন লেখার মাঝে টিউনারপেজ এর tag কেন?HTML সহ যেমন –
Regedit – <a title="Regedit" onclick="javascript:_gaq.push(['_trackEvent','outbound-article','www.tunerpage.com']);" style="color: rgb(0, 0, 0); text-decoration: none; " href="http://www.tunerpage.com/archives/tag/regedit/">Regedit</a></span></span></p&gt;

    ভাইয়া সকালে আমার মহা প্লাবন হয়েছিল (মানে আমার ওয়েব সাইট এর ব্যান্ডউইথ শেষ)। গতকাল এই পোস্টটি আমি টিউনারপেজ এ দিয়েছিলাম তাই আজ সকালে আমি সেখান থেকে কপি করে পেস্ট করেছি। 🙂

    এখন ঠিক করে দিয়েছি ধন্যবাদ ব্যাপার টি বুঝিয়ে দেয়ার জন্য।

আরেকটা সহজ উপায় আছে, টাস্ক ম্যানেজার ওপেন করে সেখান থেকে CTRL+shut down এ ক্লিক করলেই কাজ শেষ। এইটাও ভাল …

    না ভাইয়া আমি আপনার পদ্ধতি ভালো বলে মানতে পারলাম না। এভাবে বন্ধ করা আর সুইচ চেপে বন্ধ করা একই কাজ।

এর চাইতে পাওয়ার অফ করে দিলেই তো তাড়াতাড়ি বন্ধ হবে!!

    আরে ভাইয়া আপনার কাছে তো বেশ জটিল পদ্ধতি! 😀 তাহলে আমার এই টিউনের কোন কাজ নেই! আমি মনে হয় ঘুমিয়ে টিউন করেছি।

    তাহলে এবার আসল কথা বলি।
    WaitToKillAppTimeout এর ডিফল্ট ভ্যালু যা দেয়া আছে সেটা কমিয়ে দিলে যা হবে কিছু সফটওয়্যার ঠিকমত বন্ধ হবার(স্টেট, সেটিংস ইত্যাদি সেভ করার) সময় পাবে না, তাদের কে গলা টিপে বন্ধ করা হবে। এতে যা হবে, সফটওয়্যারটি চলতে সমস্যা হতে পারে। আর উইন্ডোজের কোন সার্ভিস হলে উইন্ডোজ সেটাপ দেয়া লাগতে পারে। মাইক্রোসফট অনেক চিন্তা ভাবনা করে এই ভ্যালু সেট করেছে। কমানো উচিত হবেনা।

    🙂 হ্যাঁ এবার আপনার কথা মেনে নিলাম। কিন্তু আসলে ভাইয়া আপনি কি চিন্তা করে বা ব্যবহার করে দেখেছেন যে আমার টিপস তি অনসরন করার পরেও মাঝে মাঝে কম্পিউটার বন্ধ হতে সময় নেয়। তাহলে আমার মনে হয় যে গুরুত্ব পুর্ন সার্ভিস গুলো সে অবশ্যই সময় নিয়েই বন্ধ করে…

    আপনার কথা ঠিক হলে WaitToKillAppTimeout এর কোন দরকার ছিলনা

    কি জানি হতেও পারে …………

    যাদের এক্সপিতে এটা কাজ করেনা তাদের জন্য মাইক্রোসফটের একটা হটফিক্স/প্যাচ আছে।

আমাকে কেউ সাহায্য করেন প্লিজ!!!
কেউ যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের (পলিটেকনিক্যাল) স্টাপিং লিস্টের ওয়েব সাইটের ঠিকানাটি জানেন তাহলে আমাকে দিন।

চ র ম একটা টিউন। প্রিয়তে নিলাম।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

আমি আমার প্রীয় টিউন দেখতে পারছি না
সাহায্য চাই

Level 0

কোন সমস্যা হবেনা তো?

XP-র জন্য নিচের Step-টি Follow করুন, এর থেকে কম সময় আর হতে পারে না…
১. একবারে Ctrl+Alt+Del চাপুন, Task Manager খুলবে…
২. Shut Down Click করুন…
৩. Ctrl চেপে ধরে Turn Off Click করুন…
দেখুন চোখের পলকে PC Off…

Level 3

good tune,thnx

vai windows 7 jonno kichu ache?