আজকাল সাবধানে বা অন্যান্য কারনে আমাদের পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। তাছাড়া ইন্টারনেট এর যেখানে যেই একাউন্ট করেন না কেন আপনাকে পাসোয়ার্ড ব্যবহার করতে হবেই। আর যদি পাসওয়ার্ড ভুল যান তাহলে বেশ চরম অবস্থা হবে আপনার।
এই পোস্টে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনার প্রিয় মোবাইল এর মেমরি কার্ড এর পাসোয়ার্ড বের করবেন এবং মুছে দিবেন।
এই কাজ করার জন্য আপনাকে Xplore নামের একটা ফাইল ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রয়োজন তাই সফটওয়্যার টি এই লিঙ্ক থেকে ডাউনলোড করুন। সফটওয়্যার টি আপনার মোবাইল এ ইন্সটল করুন।
এবার সফটওয়্যার টি ওপেন করুন এবং কিছু সেটিং পরিবর্তন করার জন্য শুন্য (0) চাপুন একটা বিশাল কনফিগারেশন এর মেন্যু আসবে সেখানে “Show the System Files” অপশনে টিক দিয়ে শেভ করুন।
এবার আপনার মেমরি কার্ড এর পাসওয়ার্ড পাওয়ার জন্য “C:/Sys/Data/Mmcstore” লোকেশন এ গিয়ে তিন (3) বাটনে চাপ দিন দেখবেন কি যেন হিজিবিজি লেখা এসে হাজির হয়ে গেছে।
এবার সেখানে ৩ নং কলামে ! TMSD02G (c??”?x???5?5?5?5? এই ধরনের একটা কোড পাবেন এবার এই কোড থেকে প্রশ্নবোধক চিহ্ন (?) বাদ দিয়ে অক্ষর গুলো নিন যেমন আমার দেয়া কোড গুলো থেকে প্রশ্নবোধক চিহ্ন (?) বাদ হলে “5555 “ পাওয়া যায়। তাহলে পাসোয়ার্ড হল “5555″ । আর যদি আপনি“C:/Sys/Data/Mmcstore” এখানে না যেতে পারেন তাহলে মনে করবেন যে আপনার মেমোরিতে পাসোয়ার্ড দেয়া নাই।
আশা করি সকলেই বুঝতে পেরেছেন আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে মন্তব্য করে আমাকে জানান আমি বুঝিয়ে দেয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ আমার এই পোস্ট পড়ার জন্য।
সূত্রঃ বিডিরঙ.কম
http://bdrong.com/aminul/mobileo/1093/
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vai amar ta to java set er jonno kono software thakle den plz.