আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন আপনারা আশাকরি ভালো। ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ফেসবুক এখন এক অপরিহার্য অংশ। বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখতে বা প্রতি টি মুহুর্ত শেয়ার করার জন্য ফেসবুক এখন সর্বাধিক জনপ্রিয়।আমার আজকের টিউন টি ফেসবুকের ছোট একটি অ্যাপ্লিকেশন নিয়ে।আনেকে হয়ত জানে যারা না জানে তাদের জন্য।ফেসবুকে আপনার বন্ধুদের ছবি দিয়ে তদেরকে চমকে দিন।নিম্নে ১ টি মজার ফেসবুক অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করা হলো।আসুন দেখি কি ভাবে আপনার ১০ জন প্রিয় বন্ধুর ছবি দিয়ে photo বানানো যায়।
প্রথমে এই লিংকে গিয়ে ফেসবুক আইডি দিয়ে লগিন করুন।
এখন যে পেইজ আসবে সেখানে allow এ ক্লিক করুন।
এবার click here to proceed এ ক্লিক করুন।
এখন আনেক গুলো অ্পশন পাবেন পচন্দ মত ১ টিতে ক্লিক করুন।
এবার ছবি টি দেখতে পাবেন।এটা automatically আপনার profile চলে আশবে।
এখন profile ক্লিক করে ছবিটি দেখতে পাবেন।
তাহলে এখুনই সুরু করে দিন আর বন্ধুদের সাথে মজা করুন।তবে না জেনে না বুঝে কোন অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস করলে ক্ষতি হতে পরে।সবাই ভালো থাকবেন ধন্যবাদ……….
আমি rasel japan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 983 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার প্রযুক্তি বিষয়ে আনেক আগ্রহ। আমাকে পেতে ইমেল করুন [email protected] ফেসবুক ওয়েবসাইট
শেয়ারের জন্য ধন্যবাদ