যেকোন ফোল্ডার বা ফাইল ডিলেট/রিনেম/মুভ করতে সমস্যার সমাধান

একদিন আমি একটা মুভি রিনেম করতে চাইলাম কিন্তু হচ্ছে না। কোন কারন খুজে পেলাম না। কম্পিউটার বন্ধ করে আবার চালু করে চেষ্টা করলাম তাও হলনা। এর পর Google এর সাহায্য নিলাম অনেকগুলোর তথ্য দিল। একটা একটা করে ডাউনলোড দিলাম এবং ট্রাই করতে থাকলাম কিন্তু কাজ হচ্ছেনা। কিন্তু মাত্র ৭৮৪ কেবি এর Unlocker ফাইলটি কাজ করল চমৎকার ভাবে। সফটওয়ারটির মাধ্যমে জানতে পারলাম উক্ত ফাইল বা ফোল্ডারটি কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে। সফটওয়্যারটির পাওয়া যাবে http://www.softpedia.com/dyn-postdownload.php?p=68439&t=4&i=1 থেকে। সফটওয়্যারটি ইনস্টল থাকলে সমস্যার আক্রান্ত  ফাইল বা ফোল্ডারের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Unlocker এ ক্লিক করে

উক্ত ফাইল বা ফোল্ডারটি কোন কোন প্রোগ্রামে ব্যবহৃত হচ্ছে। তা দেখাবে

এবার Unlock All ক্লিক করুন।

Level 0

আমি zahirulislam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক আগে থেকেই ব্যবহার করি । সত্যিই এটি কাজের সফটওয়্যার। ধন্যবাদ

কাজের জিনিস। ফ্রি কিনা বললেন না তো?

ওহ, ঠ্যাং খান 😛

দারুন কাজের

ভালো শেয়ার ধন্যবাদ।

মন্তব্য করার জন্য সকলকে ধন্যবাদ

ভাল একটা সফট,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাল সফট . দরকারের সময় ইন্সটল করে নেই। ভাল কাজে দেয়।