কেউ কেউ জানে যে কিভাবে ড্রাইভ Hide করা যায়। তাদের জন্য এই টিউনটি নয়। যারা জানেনা তাদের জন্য। প্রথম টিউন লিখছি তাই ভুলতো হবেই। আমরা বিভিন্ন ফাইল/ফোল্ডার hide/unhide করি। কথাগুলো ঠিকভাবে উপস্থাপন করতে পারছি না। এই জন্য দুঃখিত। তো শুরু করা যাক...রেজিস্ট্রি এডিটর খুলুন (Run এ গিয়ে regedit লিখে এন্টার করুন) এবং নিম্নের কীতে যান-HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorerএখানে একটি DWORD Value নিন এবং সেটির নাম দিন NoDrives এরপর এটির Value যে ড্রাইভ Hide করতে চান তা নিম্নের নিয়ম অনুযায়ী দিন।C=4;D=8;E=16;F=32;G=64;........ এই ধারায় অন্যান্য ড্রাইভগুলোর কোড নির্নয় করুন। বিঃদ্রঃ Decimal Base এ Value Input করতে হবে।ফলাফলের জনং Restart করুন অথবা Log Off করুন।Unhide করার জন্য উক্ত DWORD Value টি মুছে দিয়ে Restart করুন অথবা Log Off করুন।আবারো বলি এটি আমার প্রথম টিউন। তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পাঠ করার জন্য ধন্যবাদ। এ ধরনের আরো টিপস লাগলে বলবেন।
আমি Faruque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একজন উদাসীন/অবুঝ মানূষ।
Faruque ভাই ধন্যবাদ সুন্দর একটি টিউন উপহার দেওয়ার জন্য। আপনার টিউন গুলি মানসম্মত চালিয়ে যান।