ড্রাইভ Hide করুন।

 কেউ কেউ জানে যে কিভাবে ড্রাইভ Hide করা যায়। তাদের জন্য এই টিউনটি নয়। যারা জানেনা তাদের জন্য। প্রথম টিউন লিখছি তাই ভুলতো হবেই। আমরা বিভিন্ন ফাইল/ফোল্ডার hide/unhide করি। কথাগুলো ঠিকভাবে উপস্থাপন করতে পারছি না। এই জন্য দুঃখিত। তো শুরু করা যাক...রেজিস্ট্রি এডিটর খুলুন (Run এ গিয়ে regedit লিখে এন্টার করুন) এবং নিম্নের কীতে যান-HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorerএখানে একটি DWORD Value নিন এবং সেটির নাম দিন NoDrives এরপর এটির Value যে ড্রাইভ Hide করতে চান তা নিম্নের নিয়ম অনুযায়ী দিন।C=4;D=8;E=16;F=32;G=64;........ এই ধারায় অন্যান্য ড্রাইভগুলোর কোড নির্নয় করুন। বিঃদ্রঃ Decimal Base এ Value Input করতে হবে।ফলাফলের জনং Restart করুন অথবা Log Off করুন।Unhide করার জন্য উক্ত DWORD Value টি মুছে দিয়ে Restart করুন অথবা Log Off করুন।আবারো বলি এটি আমার প্রথম টিউন। তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পাঠ করার জন্য ধন্যবাদ। এ ধরনের আরো টিপস লাগলে বলবেন।

Level 0

আমি Faruque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একজন উদাসীন/অবুঝ মানূষ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Faruque ভাই ধন্যবাদ সুন্দর একটি টিউন উপহার দেওয়ার জন্য। আপনার টিউন গুলি মানসম্মত চালিয়ে যান।

Level 0

এইতো হইতাছে—————-

Level 0

আর যা কিছু আছে ভাই ছাইরা দেন । কাজে লাগবো——
ঁ আশায় রইলাম ঁ
—————————————————————–

Level 0

Thanks 4 utshaho.

Level 0

Tune a akta jinish sara porse. Ta holo computer restart korar por result paoa jabe.

“কেউ কেউ জানে যে কিভাবে ড্রাইভ Hide করা যায়। তাদের জন্য এই টিউনটি নয়”
ইশশ… আমি তো জানতাম… কিন্তু তাও পড়ে ফেললাম।।
যায় হোক ধন্যবাদ টিউন এর জন্য।

Level 0

Faruque ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ।Hide এবং Unhide এই দুইটি বিষয় এক সাথে লিখলে ভালো হতো । Pls সম্পাদন করে নিন ।

Level 0

ধন্যবান Ruhul Amin ভাই। ভুল ধরিয়ে দেবার জন্য।

Level 0

amar pc the kisu hidden file ase ja ami jani nah. jodi ata ber korar ekta way bolthen tobe valo hotho…

Level 0

donnobad

Level 0

Jodio Jani Tobo Thanks

Level 2

@ ফারুক। ইতিপূর্বে আমি একই রকম একটি টিউন করেছি। দেখুন,
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/6898/
তবুও আপনাকে নতুন হিসাবে স্বাগতম।
নিয়মিত লিখে যান। তবে লক্ষ্য রাখবেন, রিপিট যাতে না হয়।
ধন্যবাদ।

Level 0

Ismail ভাই ইতি পূর্বের আপনার টিউনটি পড়লাম। কই সেখানে তো ড্রাইভ হাইড করার কোন কথাই নেই। আপনি করেছেন Notepad এর সাহায্যে Registry Editing (পর্ব 2) : Hide Desktop Items।

Level 2

@ ফারুক, দুঃখিত। আমি ভুল লিংক দিয়েছিলাম। নীচে সঠিক লিংকটি দিলাম।

https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/6807/

Level 0

Ismail ভাই ঠিক আছে কিন্তু আপনার টিউনটি নোটপ্যাডের সাহেয্যে। তার পরেও দুটো টিউন যে একই তা ঠিক আছে। তবে দুটো দুই ভাবে। মন্তব্যের জন্য ধন্যবাদ ।

http://www.shamokaldarpon.com/?p=1216 এটা কাজে লাগতে পারে।