যখন আপনি একটি সফল ব্লগ তৈরি করতে চাচ্ছেন তখন আপনাকে নিদিষ্ট কিছু বিষয়ের উপর দৃষ্টি দিতে হবে। এই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আপনার শ্রোতাদের বুঝা। তাদের চাহিদা, তাদের পছন্দ-অপছন্দ ইত্যাদি বিষয়ের দিকে নজর দেয়া। আপনি সহজে ভাল কিছু পোষ্ট দিয়ে একটি সুন্দর ব্লগ তৈরি করতে পারেন। কিন্তু যথেষ্ট ভিজিটর ছাড়া আপনার ব্লগ এবং আপনার অসাধারন পোষ্টগুলো মূল্যহীন হয়ে যেতে পারে। এরজন্য ব্লগ প্রমোশন ধরকার। আবার কিছু সাধারন ভূলের জন্য আপনার সফল ব্লগটিই হয়ে যেতে পারে আপনার ব্যথতর প্রধান কারণ। এইজন্যই ব্লগ প্রোমোশনের সাথে সাথে ব্লগিংয়ের কিছু নিয়ম কানুন মেনে চলা ধরকার।
ব্লগ প্রোমোশন এবং ব্লগিংয়ের কিছু বেসিক নিয়ম কানুন, যেকোন ব্লগকে একটি ভাল অবস্থানে নিয়ে যেতে পারে। নিচে ব্লগ প্রোমোশনের কিছু কৌশল সাথে বেসিক কিছু নিয়ম কানুন দেয়া হল। আশা করি আপনাদের ভাল লাগবে।
প্রথমেই আপনার ব্লগ ডিজাইন সুন্দর করুন। গুগোলে সার্চ করলে অনেক সুন্দর সুন্দর ফ্রী টেমপ্লট পাবেন। ইচ্ছে মত কাসটোমাইজ করুন। ব্লগটি ইংরেজিতে হলে Georgia অথবা Times New Roman ফন্ট ব্যবহার করুন। অযথা কোন Widget অথবা Plug-In ব্যবহার করবেন না। এতে ব্লগ লোড হতে বেশি সময় নিবে। মনে রাখবেন “First Impression is the best impression”। প্রথম দেখায় ভাল লাগলে ছোট-খাট ভূল বা অন্যায় চোখে ধরাই পরবে না।
আমাদের মধ্যে অনেকেই মনে করেন unique পোষ্টই যথেষ্ট। কিন্তু সত্যি কথা বলতে কি, unique পোষ্টই যথেষ্ট নয়। কিছু exceptional পোষ্ট লিখতে চেষ্টা করুন। এতে করে ভিজিটরগন আপনার কাছের আরো নতুন কিছু আশা করবে। এবং নতুন কিছুর আশায় বারবার আপনার ব্লগে ফিরে আশবে। মনে রাখবেন “Content is the King”।
গেষ্ট লেখক হিসেবে অন্যের ব্লগে লিখুন। এতে আপনার পরিচিতি বাড়বে, বাড়তি কিছু ভিজিটর পাবেন, ব্যাকলিঙ্কস পাবেন আর যদি ব্লগটি রেভিনিউ শেয়ার করে তো টাকাও আয় করতে পারবেন। গুগোলে সার্চ করলেই এমন অনেক রেভিনিউ শেয়ারিং ব্লগ পাবেন। চাইলে আমার ব্লগটিতেও যোগ দিতে পারেন। ১০০% এডসেন্স রেভিনিউ শেয়ার পাবেন।
অন্যের ব্লগে নিয়মিত ভিজিট করুন। কমেন্ট করুন, ভাল পোষ্ট হলে facebook বা twitter এ শেয়ার করুন। এতে অন্যের কাছে আপনার মান বাড়বে। শুধুমাএ নিজের ব্লগের লিঙ্ক শেয়ার করলে, আপনার কায্যকলাপ অনেকের কাছেই দৃষ্টিকটু মনে হবে।
অন্যের কাজকে সম্মান দিতে শিখুন। কোন লেখা কপি করলে অরিজিনাল লেখাটিকে ব্যাঙ্কলিঙ্ক দিন। মনে রাখবেন, আজ আপনি যদি কাওকে Credit না দেন, কাল আপনাকে হয়তোবা কেও Credit দিবে না। শুধু এই নয়, কপি পেষ্ট যদি কোন ভিজিটরের কাছে ধরা পরে, ৭৫% নিশ্চিত যে, সে আর আপনাকে ভাল ব্লগার ভাববে না। সেখেক্ষে আপনি ভাল কিছু ভিজিটর হারাতে পারেন। আরও আছে, যদি অরিজিনাল লেখক আপনার বিরুদ্ধে অভিযোগ করে, তবে কপি পেষ্ট করে লেখার জন্য আপনার এডসেন্স একাউন্টি বাতিল হয়ে যেতে পারে। এমনকি আপনি গুগোল সার্চ থেকেও ব্যান হয়ে যতে পারেন।
অভিযোগ জানানঃ http://www.google.com/dmca.html
এমন আরো অনেক পয়েন্ট আছে। তবে এই কয়টিই প্রধান। আশা করি এই কৌশলগুলো আপনার ব্লগিংকে আরও সফল করে তুলবে।
আমার ব্লগঃ SEO for Blog | SEO ebook
আমি রাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এডসেন্স, এস.ই.ও, ব্লজ্ঞিং সম্পকে জানতে ভিজিট করুন http://www.techncom.net তে। আশা করুন নতুন কিছু পাবেন।
ভাল হয়েছে