মাইক্রোসফটের ভারচুয়াল সিডি ড্রাইভ নিন মাত্র ১৫ কেবি

অনেক দিন পরে আবার টিউন করতে বসলাম, আমি আরও একটা ভারচুয়াল সিডি ড্রাইভ এর উপর লিখব, সাধারনত ভারচুয়াল সিডি ড্রাইভের কথা বললে আমাদের অ্যালকোহল ১২০ % বা ডেমনস টুলস বা Gizmo ইত্যাদি ব্যবহার করে থাকি যার সাইজে বেশ বড় , কিন্তু আমি যার কথা বলব তার সাইজ মাত্র ১৫ কেবি ও যার সাহায্যে আপনি
[ {২৬ - (হাড ডিস্কের অন পাটিশনের সংখ্যা+ সিডি বা ডিভিডি রম বা রাইটার ড্রাইভারের সংখ্যা )}] এত গুলো ড্রাইভ তৈরী করতে পারবেন। আর এ্টা মাইক্রোসফটের তৈরী সফট ওয়ার তাই নিরাপত্তা নিয়ে চিন্তা করার কোন কারন নেই তাহলে বলি কি ভাবে ভারচুয়াল সিডি ড্রাইভ ক্রিয়েটার নিয়ে কাজ করবেন
১) প্রথমে এখানে ক্লিক করে ডাউনলোড করুন অথবা মাইক্রোসফটের সাইট থেকে

২) Unzip করুন ( করলে নিচের ছবির মত ফাইল পাবেন)

৩) এবার VcdcontrolTool নামের ফাইল টিকে রান করান

৪) এবার Driver Control বটনে ক্লিক করুন ( উপরের ছবিতে যেটা color করা আছে । )

৫) এবার Install Driver বটনে ক্লিক করুন ও Vcdrom নামের ফাইল টিকে দেখান।

৬) ড্রাইভার ইনস্টল হয়ে গেলে Start বটনে ক্লিক করুন ।

৭) এবার Add Drive বটনে ক্লিক করলে ভারচুয়াল ড্রাইভ তৈরী হবে তা দেখে নিন My Computer খুলে

৮)এবার কোন ফাইল মাউন্ট করার পালা যার জন্য এই ড্রাইভ তৈরী করা তার জন্য


মাউন্ট বটনে ক্লিক করুন , আপনি নিচের ফাইল গুলি মাউন্ট করতে পারবেন আপনার ভারচুয়াল ড্রাইভে

কি হল আপনার প্রিয় ফরম্যাট টা (.nrg) নেউ তাই তো , তাই যদি হয় তবে আপনাকে এই http://ifile.it/xbp518c লিঙ্কে গিয়ে ডাউনলোড করতে হবে ও যার মাধ্যমে আপনি .nrg to .iso কনর্ভাট করতে পারবেন।

টিউনটি আমার ব্লগ - http://www.kmsaifullah.tk তে প্রকাশিত।

Level 0

আমি সাইফুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানা ও জানানো আমার প্রধান কাজ। মৃত্যু আমার খুব নিকট ....... তাই সকলের ভালো করার নেশায় ....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের লাগবে …………..ধন্যবাদ

ভাল টিউন,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

ধন্যবাদ শেয়ার করারা জন্য।

This blog is open to invited readers only< আপনার Blog-এ যাচ্ছে না।

ধন্যবাদ, সুন্দর পোষ্টের জন্য।