অতুলনীয় সফটওয়্যার Folder Security Personal

প্রিয় বন্ধুগন!

আমি আপনাদের সামনে এমন একটি সফটওয়্যার উপস্থাপন করতে যাচ্ছি যা ফাইল অথবা ফোল্ডার লকিং এর দিগন্তে যোগ করবে নতুন মাত্রা।

সফটওয়্যারটির নাম Folder Security Personal 3.0 (Windows XP+7) এটি একটি অতন্ত্য শক্তিশালী লকিং সফটওয়্যার যা দিয়ে আপনি আপনার গোপনীয় ফাইল ও ফোল্ডার এমনকি রিমুভাল মিডিয়া ও লক করতে পারবেন।

এক নজরে সুবিধা সমূহ:

  • ১. যত খুশি ইচ্ছা ফাইল ও ফোল্ডার লক করুন। একটি কমন পাসওয়ার্ড সেট করুন। একবার লক হয়ে গেলে কোনোভাবেই আপনি পাসওয়ার্ড ছাড়া ফাইল বা ফোল্ডার ডিলিট, মুভ, কপি ইত্যাদি করতে পারবেন না।  বিভিণ্ণ ধরনের লকিং মুড রয়েছে।
  • ২. এতে থাকছে আপনার হার্ড ডিস্কের ড্রাইভ গুলো সরাসরি লক করার সুবিধা। বোনাস হিসাবে থাকছে রিমুভাল মিডিয়া অর্থাত পেন ড্রাইভ, সিডি/ডিভিডি ড্রাইভ লক করার সুযোগ। মজার ব্যাপার হল আপনি রিমুভাল মিডিয়া লক করলে আপনার কম্পিউটারে যদি কেউ পেন ড্রাইভ ইনসার্ট করে তবুও উইন্ডোজ এটাকে খুজেই পাবে না যেটা খুবই গুরুত্বপূর্ণ কারন পেন ড্রাইভের মাধ্যমেই অসংখ্য ভাইরাস ছড়ায়অ।
  • ৩. সিস্টেম ফাইল ও ফোল্ডার লক করার সুবিধা। এর মাধ্যমে অত্যান্ত স্পর্শকাতর ফাইল ও ফোল্ডার লক করতে পারবেন যা অন্য সফটওয়্যার দিয়ে করা দু: সাধ্য।
  • ৪. ইজি লকিং: সফটওয়্যারটির উইন্ডোর মধ্যে সরাসরি ফাইল বা ফোল্ডার ড্রাগ করে দিলে তা লক হয়ে যাবে।
  • ৫. অটোমেটিক মুড: সফটওয়্যারটি একবার ওপেন করার সময় পাসওয়ার্ড দিতে হবে। এরপর সেটি মিনিমাইজ করে রেখে দিলে এর অধীনে যত ফাইল বা ফোল্ডার আছে সব একসাথেই আনলক হয়ে যাবে। অর্থাত যে কোন ফাইল নিয়ে কাজ করতে পারবেন। আবার কাজ শেষ হলে ফাইল গুলো আলাদাভাবে লক করার কোন দরকার নাই শুধু সফটওয়্যারটি ক্লোজ করে দিন। সাথে সাথে আবার সবই লক হয়ে যাবে। মোট কথা যতক্ষন সফটটি চালু থাকবে ততক্ষন ফাইল গুলো আনলক অবস্থায় থাকবে।

সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন:

http://www.mediafire.com/?nojyz3hj0yz

সফটওয়্যার টিতে কোড পাবেন যেটা দিয়ে সফটওয়্যারটিকে Registered করে নিতে হবে।

Level 0

আমি ABU TOHA MOHAMMAD TAMAM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের মনে হইতেছে,এখনই ডাউনলোড দিতেছি,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

ধন্যবাদ, সুন্দর টিউন।

ভাই, আমি অনেক আগে এক বড়ভাইয়ের PC তে একটা Software দেখেছিলাম যেটা install করা থাকলেই যেকোন folder এ ঢুকে ফাকা যায়গায় right click করলে ''add password'' optionটা আসে। পরে অনেক খুজেও এটা আর খুজে পাইনি। একটু দেখবেন পানকিনা ? খুব উপকার হয়।

Level 0

Ashampoo Burning Studio 10 Serial key দিতে পারবেন?

    Level 0

    @: নিক: ভাই আপনি Ashampoo Burning Studio 6 ব্যবহার করেন। এটা ডেভেলপার প্রদত্ত সম্পর্ন ফ্রি ভার্সন। কোন সিরিয়াল দরকার নাই। এই লিংক থেকে ডাউনলোড করতে পারবেন: http://www.ashampoo.com/dl/0710/ashampoo_burningstudio6_free_sm.exe আমি নিজে ও এটা ব্যবহার করি।
    ধন্যবাদ।

আরে ভাই আপনার এই সফটওয়ার ইনস্টল করে রিস্টার্ট দেবার পর আমার ল্যাপটপ আর খুলে না Welcome এ এসে বার বার রিস্টার্ট হয় এখন সেফ মুড এ খুলে সফটয়ারটি Uninstall করলাম এখন সব কিছু ঠিক ঠাক আছে ।Windows 7 32 bit ইউস করি । ভাই কিছু দেবার আগে নিজে ইউস করে দেখবেন ঠিক আছে কি না ধন্যবাদ।

    Level 0

    @রানা: সরি ভাইয়া! আমি কোন সফটওয়্যার নিজে ব্যবহার না করে টিউন করি না। আমিএই সফটওয়্যারটি অনেকদিন থেকে ব্যবহার করে আসছি। আপনি যে সমস্যার কথা বললেন এরকম কোন সমস্যাই আমার অথবা যাদের কে ব্যবহার করতে দেখেছি তাদের হয় নি। ধন্যবাদ!

Level 0

@: নিক: ভাই আপনি Ashampoo Burning Studio 6 ব্যবহার করেন। এটা ডেভেলপার প্রদত্ত সম্পর্ন ফ্রি ভার্সন। কোন সিরিয়াল দরকার নাই। এই লিংক থেকে ডাউনলোড করতে পারবেন: http://www.ashampoo.com/dl/0710/ashampoo_burningstudio6_free_sm.exe আমি নিজে ও এটা ব্যবহার করি।
ধন্যবাদ।

@রানা: সরি ভাইয়া! আমি কোন সফটওয়্যার নিজে ব্যবহার না করে টিউন করি না। আমিএই সফটওয়্যারটি অনেকদিন থেকে ব্যবহার করে আসছি। আপনি যে সমস্যার কথা বললেন এরকম কোন সমস্যাই আমার অথবা যাদের কে ব্যবহার করতে দেখেছি তাদের হয় নি। ধন্যবাদ!

Level 0
Level 0

ami use korsi running.onek sundor 1 ta soft.dhonnobad share korar jonno

এখনই ডাউনলোড দিতেছি,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

Thanks a lot for sharing.
I have an another potential & effective & pro version software for locking folder.
Just Click Here http://fornewusers.blogspot.com/2011/06/my-lockbox-best-locking-software.html

ভাইয়া, আমিতো এর পরের ভারসন ৪.১ ইউস করছি।