টরেন্ট (torrent) ফাইল ডাউনলোড করুন আইডিএম ব্যবহার করে

আমরা যারা প্রচুর পরিমানে ইন্টারনেট থেকে মুভি ডাউনলোড করি তারা টরেন্ট (torrent) নামের সাথে পরিচিত। শুধু মুভি ডাউনলোড এর জন্য নয়, আরও অনেক ধরনের ফাইল যেমন গেমস, সফটওয়্যার, ভিডিও গান বা বড় সাইজের ফাইল ডাউনলোড এর জন্য torrent প্রয়োজন হতে পারে। এজন্য আমরা সাধারনত uTorrent অথবা bitTorrent ব্যবহার করি। torrent ব্যবহার করে ডাউনলোড করা যায় কিন্তু তা অনেক সময় সাপেক্ষ, তাই নয় কি? যদি আইডিএম ব্যবহার করে এসব ফাইল ডাউনলোড করা যেত তাহলে কেমন হত । চলুন দেখি কিভাবে!

প্রথমে আমাদের যা করতে হবে তা হল torrific.com এ সাইন আপ করতে হবে।

সাইন আপ করতে শুধু আপনার ইমেইল ও পাসওয়াড লাগবে।

এরপর আপনি যেই সাইট থেকে torrent ফাইল ডাউনলোড করেন সেই সাইট এ যান। এক্ষেত্রে আমি রিকমেন্ড করব torrentz.eu। আমি সবসময় এখান থেকেই ডাউনলোড করি । ভিসিট না করে থাকলে ট্রাই মারতে পারেন। এর থেকে ভাল সাইট আমি পাইনি।

এখন আপনি যেই মুভি, গেমস, সফটওয়্যার ডাউনলোড করবেন সেটা সাচ করুন।

দেখবেন অনেক রেজাল্ট বের হয়েছে। যে কোনোটি সিলেক্ট করুন। সব সময় ভেরিফাইড লিঙ্ক নিরবাচন করবেন তাহলে অরিজিনাল ফাইল পাবেন। ক্লিক করুন। এরপর আবার কিছু অপশন আসবে নিচের মত।

যে কোনোটি সিলেক্ট করুন।

নতুন পেইজ অপেন হলে যেখানে ডাউনলোড torrent অপশন থাকবে সেখানে রাইট ক্লিক করুন। যারা Mozilla Firefox ব্যবহার করেন তারা copy link location আর যারা Google Chrome ব্যবহার করেন তারা copy link address সিলেক্ট করুন। লিঙ্ক কপি করে torrific.com এর বক্স এ পেস্ট করুন।

পেস্ট করে get বাটনে ক্লিক করুন। দেখবেন রেজাল্ট এসেছে। এবার bittorrent transmission এ ক্লিক করুন।

ক্লিক করার পর নিচের মত স্ক্রীন আসবে। যেই ফাইল টি ডাউনলোড করবেন সেটির উপর আবার রাইট ক্লিক করুন। আবার copy link location সিলেক্ট করুন।

এবার কপি করা লিঙ্ক টি IDM এর add url অপশন এ পেস্ট করুন।

এবার ok বাটন এ ক্লিক করুন। এরপর স্টার্ট ডাউনলোড এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

ব্যস, আপনার কাজ শেস। IDM এর কাজ শুরু।

tt তে এটা আমার প্রথম পোস্ট। জানিনা এই ধরনের কোনো পোস্ট আগে থেকে আছে কিনা। থাকলে দুঃখিত।

এক ই পোস্ট এইখানে।

Level 0

আমি সুদীপ বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a very simple man with some simple ideas of life.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু আমার সার্ভার থেকে torrent এর সাইট বল্গ আছে। আমি শুধু IDM ব্যবহার করি।

    comment করার জন্য ধন্নবাদ

ধন্যবাদ আপনাকে….
তবে same tune আগে করা হয়েছে….

    সেই টিউন এর লিঙ্ক টা দিবেন প্লিস?

    Level 2

    ধ্যনবাদ,
    ভালো টিউন। কিন্তু কিছু মনে নিবেন না,আমাদের বড় ভাই,
    এই বিষয় টিউন করেছেন।
    https://www.techtunes.io/download/tune-id/75864/

Level 0

nice post….it tests different apart from other posts.
thank you very much .

Level 0

ওহ কি দেখালে বস। জিনিয়াস

এইটা নিয়ে ২ দিন আগেই সাইফুল ভাই একটা টিউন করেছেন! তবে আপনার টা সুন্দর হয়েছে! ধন্যবাদ! বিস্তারিত বলার জন্য! যারা এটু কম বুঝেন তাদের জন্য ভাল হবে!

Level 0

দয়া করে আপনাদের মধ্যে থেকে যদি কেউ IDM এর registration code টি দিতেন তা হলে চির কৃতজ্ঞ থাকতাম।

    patch file সহ IDM ব্যবহার করুন। registration এর ঝামেলা করতে হবেনা।

আপনার টিউন সুন্দর হইছে এতে কোন সন্দেহ নাই,
এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
**কিন্তু মাত্র দুইদিন আগেই এই নিয়ে টিউন হয়েছিল,
আমি রি-টিউনের বিপক্ষে নয় তবে অবশ্যই আরো কিছুদিন গ্যাপে যদি রি-টিউন হয় তা হইলেই ভাল হয়।
আশা করি বিষয়টা আগামিতে খেয়াল রাখবেন।

    আমি আসলে জানতাম ই না এই বিশয় এ কোনো post আছে। জানলে post ই দিতাম না।

Level 0

ভাল লাগ্-লো ধন্নবাদ্

    আপনাকেও ধন্নবাদ্

Level 0

দারুন হয়েছে । ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ

অনেক অনেক অনেক ধন্নবাদ ভাই………….
জিনিস একটা……………..

ধন্যবাদ

Level 0

4.7GB er cheye beshi large file always queuing process e thake, available hoyna, eta ki _www.torrific.com_ er free account er lacking??

na download to hobar kotha, ami 6.36 GB o download korsi kono problem hoynai. tobe boro file gula processing hote somoy lage. koto somoy lagbe download upojogi hobar jonno seta to likha thake.

আমার ১৭৮ এমবি প্রসেস করতে ৮ ঘন্টা লাগসে। যদি ও সবসময় এমন হয় না।

sob somoy amon hobar kothao na, eta asole depend kore apni kamon popular file download kortesen, jei file gula besi download kora hoy oigula process korte khub besi somoy lagena.

Torrific এখন বন্ধ হয়ে গেছে,নতুন কোনো সাইট থাকলে দেন।

vai side ta to bondho.jodi paren arekta side den

zbigz.com এ এখন 1gb র বড় ফাইল ডাউনলোড করা যায় না… অন্য কোন site থাকলে দয়া করে বলেন