সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন। বুক ভরা কষ্ট নিয়ে আবারও টিউন করতে বসলাম।টিউন যে কয় জনের ভাল লাগবে তা আমি জানি না।য়ারা এটা জানেন না তাদের জন্য আমার এই টিউন। টিউন টি যদি ভাল না লাগে বলবেন মুছে ফেলবো
চলুন এবার কাজের কথায় আসা যাক।
নিচের ছবি গুলি দেখুন এবং লেখা গুলি পড়ুন।
1. Start ক্লিক করুন তারপর Run
2. লিখুন Syskey লিখে Ok চাপুন।
3. Update এ ক্লিক করুন।
4. Password startup এ ক্লিক করুন এবং আপনার পছন্দের Password টি দিন। এবার Ok করুন।
আপনার কাজ শেষ এবার আপনার কম্পিউটার টি Restart দিন।আর কোন সমস্যা হলে আমাকে জানাতে ভুল করবেন না।
আমি Abu Raihan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 253 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজে জানুর অন্যকে জানান।আমাকে ফেসবুকে পেতে-http://www.facebook.com/raihan.ikbal আমার সাইট-www.tunesadda.blogspot.com বা আমার কাছে ফোন করতে +8801712195668 নাম্বারে ডায়াল করুন।
অনেক ভাল লাগল । ধন্যবাদ