আমার মনে হয় এইবার আমি সবচেয়ে মোক্ষম টিউনটি করতে যাচ্ছি। অনেকেই অনেক ধরনের ফ্রী এসএমএস করার নিয়ম দিয়েছেন দেখলাম কিন্তু কোনটাই মনপুতো হল না। আমার কাছে ফ্রী এসএমএস করার সবচেয়ে সহজ উপায় আছে। পোস্ট টি সর্বপ্রথম আমার সাইট http://www.hatemtai.com করা হয়েছিল। আজ আপনাদের সাথে শেয়ার করলাম।
বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক।
১. প্রথমে এই লিঙ্কে গুতা মারেন ।
২. From : বক্সে আপনার মোবাইল নং লিখবেন। + বাদ দিয়ে 88 সহ যেমনঃ 880196267029
৩. Destinatio: বক্সে বাংলাদেশ সিলেক্ট করে দিন।
৪. To : এর বক্সে যাকে এসএমএস করবেন তার নাম্বার এই ফরম্যাটে টাইপ করুন যেমন ঃ 193393548
(খেয়াল রাখবেন এখানে 088 ব্যাবহার হবে না।)
৫. Message : এ আপনার এসএমএস টাইপ করে সেন্ড করে দিন।
দেখবেন এসএমএস করার সাথে সাথে সেন্ড হয়। আপনি পরীক্ষা করে দেখতে চাইলে আপনার নিজ নাম্বার এ এসএমএস সেন্ড করে দেখতে পারেন।
আমার করা টিউন গুলো আপনাদের কেমন লাগে জানাবেন আরও মজার মজার টিপস পেতে চাইলে আমার ওয়েব সাইট টি ঘুরে দেখতে পারেন নিচে লিঙ্ক দিলাম। ভাল থাকবেন সবাই।
টিপস, টিউটোরিয়াল, ফুল সফটওয়্যার, গেম, HD মুভি ডাউনলোড করুন হাতেমতাই ডট কম থেকে
আমি opurbo.somoy3। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনবৃত্তান্ত কি দেব দেবার মত আশুলে কিছু নেই...... চেষ্টায় আছি একটা সুন্দর জীবনবৃত্তান্ত লেখার ক্ষমতা অর্জন করার।
এই সাইটা নিয়ে মুটামাটি হালী দুয়েক টিউন হলো । মনে হয় আরো কয়েক হালি বার হবে…বোরিং………