আনলিমিটেড ফ্রী এসএমএস করুন যত খুশি।

আমার মনে হয় এইবার আমি সবচেয়ে মোক্ষম টিউনটি করতে যাচ্ছি। অনেকেই অনেক ধরনের ফ্রী এসএমএস করার নিয়ম দিয়েছেন দেখলাম কিন্তু কোনটাই মনপুতো হল না। আমার কাছে ফ্রী এসএমএস করার সবচেয়ে সহজ উপায় আছে। পোস্ট টি সর্বপ্রথম আমার সাইট http://www.hatemtai.com করা হয়েছিল। আজ আপনাদের সাথে শেয়ার করলাম।

বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক।

১. প্রথমে এই লিঙ্কে গুতা মারেন

২. From : বক্সে আপনার মোবাইল নং লিখবেন। + বাদ দিয়ে 88 সহ যেমনঃ 880196267029

৩. Destinatio: বক্সে বাংলাদেশ সিলেক্ট করে দিন।

৪. To : এর বক্সে যাকে এসএমএস করবেন তার নাম্বার এই ফরম্যাটে টাইপ করুন যেমন ঃ 193393548

(খেয়াল রাখবেন এখানে 088 ব্যাবহার হবে না।)

৫. Message : এ আপনার এসএমএস টাইপ করে সেন্ড করে দিন।

দেখবেন এসএমএস করার সাথে সাথে সেন্ড হয়। আপনি পরীক্ষা করে দেখতে চাইলে আপনার নিজ নাম্বার এ এসএমএস সেন্ড করে দেখতে পারেন।

আমার করা টিউন গুলো আপনাদের কেমন লাগে জানাবেন আরও মজার মজার টিপস পেতে চাইলে আমার ওয়েব সাইট টি ঘুরে দেখতে পারেন নিচে লিঙ্ক দিলাম। ভাল থাকবেন সবাই।

টিপস, টিউটোরিয়াল, ফুল সফটওয়্যার, গেম, HD মুভি ডাউনলোড করুন হাতেমতাই ডট কম থেকে

Level 0

আমি opurbo.somoy3। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনবৃত্তান্ত কি দেব দেবার মত আশুলে কিছু নেই...... চেষ্টায় আছি একটা সুন্দর জীবনবৃত্তান্ত লেখার ক্ষমতা অর্জন করার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এই সাইটা নিয়ে মুটামাটি হালী দুয়েক টিউন হলো । মনে হয় আরো কয়েক হালি বার হবে…বোরিং………

    হক কথা কইছেন,হুদাই এসব টিউন ভালো লাগে না। কাম তো করেনা এগুলো।

    হালী দুয়েক টিউন হয়েছে জানা থাকলে আর টিউন করতাম না। এর এত বিস্তারিত লেখার পরও যে কেন আপনারা সেন্ড করতে পারেন না আমিও সেটা বুঝতে পারছি না।

    Level 0

    Liton-Online.Com ভাই ,আপনার সাথে কিন্চিত মত পার্থক্য করলাম । এই সাইটটা নিয়ে ঘুরাই-প্যাচাইয়া বার বার টিউন হলেও সাইটটি ১০০% কার্যকর। কিন্তু মেসেজ শেষে বিঙ্গাপন আসে বিধায় আমি এটি ব্যবহার করি না।।

অনেক পুরনো জিনিস…

Level 0

ভাইয়া তিন তিন বার ট্রাই করলাম।একবারওসফল হলাম না।

Level 0

বিভিন্ন সাইটে এই সাইটটি নিয়ে অনেক পোষ্ট পড়েছি । ট্রাইও করেছি কয়েকবার কাজ করেনি ।

    Level 0

    কিছুদিন আগে এই লিঙ্ক থেকে ফ্রী মেসেজ সেন্ড হত, কিন্তু এখন হচ্ছেনা।

    ১০০ % কাজ করে আমি এখন সেন্ড করছি অনেকেই করছে এই লিঙ্ক এর কমেন্ট দেখুন http://www.hatemtai.com/tips-and-tutorials/2811–aaaayi-aaeaaaae-ayeaaayiaa-aaa-aaaae-aaeaaaaaa-aeaaa.html এত সুন্দর করে লেখার পরো আপনারা কেন সেন্ড করতে পারছেন না বুঝতে পারলাম না।

জটিল জটিল জটিল মামা

    Level 0

    না বুইঝাই জটিল কয় ।নতুন পাবলিক মনে হয় ।এসব এখন ভুয়া ।

    Tarif ভাই আপনার মোবাইল নং তা একবার দেন খালি ১০০ টা এসএমএস কইরা প্রমান করি। কি দিবেন ?

    Level 0

    সহমত ।নিজে কয়েকটা acount use করে unlimited free sms করে নিয়েছি ।binu is the best software

jara jotil jotil kore golar pani shukai feltesen tara binu sms diye nij number theke free sms pathai dekhte paren.
Details @:
http://Www.binusms.com

Level 0

Airtel এর ফ্রি service থাকতে অন্য কোনোটার দরকার কি???? কোন limit নাই ।

Level 0

কাজ হলো না।

Level 0

একটু আগে আবার ট্রাই করেছি কাজ হয়নি ।

    Level 0

    কয়েকদিন আগেও চেষ্টা করেছিলাম কাজ হয়নি। আপনার টিউনস দেখে আবার বিফল………, দূ:খ পেলাম।……

টিউন টা দেখে আর লগিন না করে পারলাম না। প্রথম কথা হল টেকটিউন্স এর হোম পেজে যত গুলো টিউন আছে সব থেকে বেশী ভিজিটর এই টিউনের । ফ্রি বলে কথা !! কিন্তু এই সাইট নিয়ে কেন রে ভাই ? আর কত ? এটা থেকে ত অনেক দেরি করে এস এম এস আসে । আর টেকটিউন্সে যারা নিয়মিত আশে তাদের কাছে তো এর চেয়ে হাজার গুনে ভাল ভাল সাইট আছে । আপনার নম্বর দেন আমি একটা এস এম এস করতেছি আপনে এস এম এস দেখার পর চেয়ার থেকে পরে যাবেন । আর এসব পুরাতন জিনিস নিয়ে না লিখে নতুন কোন আনলিমিটেড ফ্রি এস এম এস (এড ফ্রি) বা ফ্রি কল করার সাইট নিয়ে লিখার চেস্টা করুন ।

টিউন ভাল হয়েছে । এই এস এম এস সাইট ও এক্টিভ । ধন্যবাদ আপনাকে

Level 0

ভাই ঢাকায় যে গান শুনা যায় তার ২/৩ মাস পর সেই গান গ্রামে শুনা যায় । মানে হল ,যেটা টিটিতে পুরাতন সেটা কিনা আপনি নতুন করে টিটি প্রকাশ করলেন। এই সাইট থেকে আমরা অনেক আগেই এস.এম.এস পাঠিয়ে সার্ভার লোড করে ফেলেছি । তাই এই সাইট থেকে আর এস এম এস আর যাবে না।

এই একটা সাইটে আর কতো গুতা মারমু রে ভাই? নতুন কিছু দেখান

NICE VAI……….

অনেক অনেক অনেক ধন্নবাদ ভাই………….
জিনিস একটা……………..

যাদের কাছে বোরিং লাগে তাদের জন্য সহজেই ফ্রী এসএমএস http://www.afreesms.com