অটোরান ভাইরাসের সাথে সবার-ই কম বেশি পরিচয় আছে । যাদের কম্পিউটারে এটা প্রবেশ করেছে তারা হয়তো জেনে গেছেন যে এটা কতটা বিরক্তি কর। যখন আপানার কম্পিউটারের ড্রাইভ খোলার চেস্টা করেন ড্রাইভ না খোলে মেসেজ দেই অথবা Open with দেখাই। এই অটোরান ভাইরাস গুলো আসে সাধারনত এক্সটারনাল ডিভাইস যেমনঃ Pen Drive, External HDD ইত্যাদির মাধ্যমে যখন ফাইল অন্যের কম্পিউটার থেকে আপনার কম্পিউটারে ট্রান্সফার করেন তখন। আপনি একটু সচেতন হলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। যখন কারো কম্পিউটার থেকে আপনার কম্পিউটারে ট্রান্সফার করেন তাখন নিচের মত করে চেক করে নিন এতে কনো অটোরান ভাইরাস আছে কি না।
অটোরান ভাইরাস রিমোভ করতে যা করে করবেন
১-প্রথমে Start-এ ক্লিক করে Run-এ যান অথবা Windows+R ছাপ দিন।
২- তার পর Run-এ CMD টাইপ করে Enter press করোন।
৩-তার পর যে উইন্ডোটা খোলবে সেখানে টাইপ করোন del একটা স্পেস যে ড্রাইভ থেকে অটোরান ভাইরাস রিমোভ করতে চান সেই ড্রাইভ
D:\autorun.*/f/s/q/a তার পর এন্টার। পুরোটা এক সাথে দেখেন
( del d:\autorun.*/f/s/q/a ) তার পর কম্পিউটার Restart করে নিন। দেখেন তো এই সমস্যাটা আর ছে কি না......?
আমি হোসাইন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চমৎকার হয়েছে ! আচ্ছা এতে কি ঐ ড্রাইভের সমস্ত অটোরান ফাইল ডিলিট হয়ে যাবে ?