অটোরান ভাইরাস কি করে রিমোভ করবেন (একটি বিরক্তি কর সমস্যার সমাধান)

অটোরান ভাইরাসের সাথে সবার-ই কম বেশি পরিচয় আছে । যাদের কম্পিউটারে এটা প্রবেশ করেছে তারা হয়তো জেনে গেছেন যে এটা কতটা বিরক্তি কর। যখন আপানার কম্পিউটারের ড্রাইভ খোলার চেস্টা করেন ড্রাইভ না খোলে মেসেজ দেই অথবা Open with দেখাই। এই অটোরান ভাইরাস গুলো আসে সাধারনত এক্সটারনাল ডিভাইস যেমনঃ Pen Drive, External HDD ইত্যাদির মাধ্যমে যখন ফাইল অন্যের কম্পিউটার থেকে আপনার কম্পিউটারে ট্রান্সফার করেন তখন। আপনি একটু সচেতন হলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। যখন কারো কম্পিউটার থেকে আপনার কম্পিউটারে ট্রান্সফার করেন তাখন নিচের মত করে চেক করে নিন এতে কনো অটোরান ভাইরাস আছে কি না।

অটোরান ভাইরাস রিমোভ করতে যা করে করবেন

১-প্রথমে Start-এ ক্লিক করে Run-এ যান অথবা Windows+R ছাপ দিন।

২- তার পর Run-এ CMD টাইপ করে Enter press করোন।

৩-তার পর যে উইন্ডোটা খোলবে সেখানে টাইপ করোন del একটা স্পেস যে ড্রাইভ থেকে অটোরান ভাইরাস রিমোভ করতে চান সেই ড্রাইভ

D:\autorun.*/f/s/q/a তার পর এন্টার। পুরোটা এক সাথে দেখেন
( del d:\autorun.*/f/s/q/a ) তার পর কম্পিউটার Restart করে নিন। দেখেন তো এই সমস্যাটা আর ছে কি না......?

Level 0

আমি হোসাইন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার হয়েছে ! আচ্ছা এতে কি ঐ ড্রাইভের সমস্ত অটোরান ফাইল ডিলিট হয়ে যাবে ?

@রাসেল১৩ এবং D!pu >>> এখনও বৃষ্টি পড়ে…
Run এ গিয়ে cmd টাইপ করুন তারপর cmd তে এটি টাইপ করুন del/? এবং ভালোভাবে পড়ে দেখুন। এখানে দেখেই সাথে সাথে ইউজ করতে যাবেন না। একজন ইতিমধ্যে এটি ব্যবহার করে বিপদে পড়ে গেছেন। তার কথা আমি-কোট আনকোট করলাম
" গত কয়েক দিন আগে আমি টিটি তে এই পোষ্টটি দেখতে পাই।
""কম্পিউটার যারা ব্যবহার করেন তারা অবশ্য অটোরান সমস্যার সাথে কম-বেশি পরিচিত। এ্রর আক্রমণে যে সমস্যা হয় তা অত্যান্ত বিরক্তিকর। কোন ড্রাইভে ডাবল ক্লিক করলে উক্ত ড্রাইভ খোলে না আর অটোরান মেনু আসে। এই সমস্যা থেকে মুক্তি পেতে মাত্র এক লাইনের কোড ব্যবহার করুন। আর এক নিমিষেই শেষ অটোরান ভাইরাস। নিচের মতো করুন।
• § প্রথমে স্টার্ট মেনু থেকে রানে যান।
• § এবার cmd লিখে এন্টর করুন। তাহলে কমান্ড প্রোম্পট খুলবে।
• § এবার নিচের কোডটি লিখুনঃ
del c:\autorun.*/f/s/q/a
• তারপর এন্টার দিন।
• § তাহলে ফাইল মুছা শুরু হবে, এবার আবার নিচের লাইনটি লিখুনঃ
del d:\autorun.*/f/s/q/a
• তারপর এন্টার দিন।
• § এখানে দেখুন C এবং D লিখলাম। এখানে C ও D হচ্ছে ড্রাইভ লেটার। আরেকটা কথা del শব্দটির পর এটা স্পেস দিয়ে ড্রাইভ লেটার লিখবেন।
সর্বশেষ আপনার সিস্টেমটি রিস্টার্ট করুন। এখন দেখবেন অটোরান সমস্যা নেই।""
আজকে আমি চেষ্টা করছিলাম যে এইভাবে আমার পিসি থেকে সব অটোরান ভাইরাস গুলোকে মুছে দিব। সেই উদ্দেশ্যে আমি কাজও শুরু করি। কিন্তু যখন আমি এই কাজটা সম্পন্ন করলাম তখন আমি দেখলাম যে আমার পিসি তে আর কোন ফাইল নেই। সব কেন যেন অটোমেটিক ডিলিট হয়ে গেছে। আমার পিসিতে খুবই জরুরী ফাইল ছিল, যা ছাড়া বলতে গেলে আমি অচল। আজকাল তো অনেক ফাইল রিকভারী সফটওয়্যার পাওয়া যায়। আমার প্রশ্ন হল, আমি কী আমার ফাইল গুলোকে ফেরত পাবো। যদিওবা পাই কিভাবে? প্লিজ কেঊ আমাকে সাহায্য করেন।ধন্যবাদ।"
ভাইয়া এর সমাধান কি হবে?
ধন্যবাদ 🙂

    সানি৯৯৯৯>>>>> আপনি কি উপরের নিয়মে করেছিলেন নাকি আপনার D ড্রাইভ ফরমেট দিয়েছিলেন। আমি হাজার হাজার কম্পিউটারে এটা করেছি কিন্ত কোনো কম্পিউটারের দেখিনি অটোরান ফাইল ছাড়া অন্য ফাইল ডিলিট হতে, আর আপনি বলছেন আপনার কম্পিউটারের সব ফাইল চলে গেছে।সেটা কি করে সম্ভব …………? আপনি অন্য একটি কম্পিউটারে আবার চেস্টা করে দেখেন। ধন্যবাদ সবাইকে

    apnar jodi amon hoya thake je..windows start hoycce tobe apni apnar onno drive-er Data paccen na..

    1/ tobe apni ({Easy Data Recovery compressional)}Install kore ae somossar somadan korte paren.ate apni cayle hardisk format korar por o file pire pete paren.aee software ar subida holo''ate apnar file somuher file conversion thik takbe.jemon doron Ms-Word,Ms-Excel,etc.ak kothay sob..onno software di a recovery korte paren tobe ta Microsoft file format poriborton kore day jate apni oee data recovery kore kono lab nay. ..
    //jodi apnar windows na cole tobe
    2/ apni Hard dsik ta onno pc te lagiya Aee software di a Recovery calate paren..sobsomoy onno pc te lagano balo.ate disk balo thake.
    Note:khub sabdane kaj korben Disk a kono somossa na hoy..ok?

@sany9999 aponar pc te virus attack korece, apni folder option a giye hide option tule den sob ferot paben,ar baki tuku aktu karigori korte hobe,

"Easy Data Recovery compressional" 'Easy Data Recovery Pro' hobe

"Hossain Ahmed" apni sotorkota kicu likhle parten..jak hoyto..command kono bul cilo..
balo tune.

    ভাই ওনার কম্পিউটারে মনে হয় ভাইরাসে সব ফাইল হাইড করে দিয়েছে আর সে না বুঝে দোষ দিচ্ছে অন্যের

ভাল টিপস,
ধন্যাবাদ শেয়ার করার জন্য।

    আপনাকেও অনেক ধন্যাবাদ

ভয় পাছছি….

autorun আছে কি না বুঝব কিভাবে?

    উপরে কিছু লক্ষণ দেওয়া আছে দেখে নিন।