বন্ধুরা আপনারা সবাই নিশ্চই Illegal শব্দটির অর্থ এবং এর ব্যবহার সম্পর্কে জানেন।
কারণ হয়ত আপনি নিজেই Illegal এর উপর ভর করে আমার টিউনটি পড়ছেন। আমাদের দেশের কম্পিউটার User রা যে সকল Operating System ব্যবহার করে থাকেন তার মধ্যে Windows user সবচেয়ে বেশি এবং এটি একটি সম্পূর্ণ Illegal সফ্টওয়ার। হয়ত অনেকে Legally purchase করা windows os use করে থাকতে পারেন কিন্তু তা অতি নগণ্য। আপনি যদি মনে করে থাকেন যে, আপনি install করার সময় Serial code use করেছেন কিন্তু সেটিও আপনার মত হাজার user ৪০ টাকা দিয়ে কিনেছেন।
একটি Legally Purchase Windows OS এর দামে বাংলাদেশে নতুন কম্পিউটার ক্রয় করা যায়। এছাড়াও আপনি আপনার PC তে যত Software use করছেন তার অধিকাংশ illegal (examples-microsoft word,excel). সবগুলোর Purchase করা দামে আপনি আশা করি আপনি আরেকটি নতুন Laptop কিনতে পারবেন।
কিন্তু এভাবে কতদিন? আপনার Windows OS এর Terms & Agreements ভাল করে পড়ে দেখুন। ওখানে সুন্দর ভাবে বলা আছে ২০১৪ সাল পর থেকে Microsoft বাংলাদেশের মত দেশে ব্যবহৃত তাদের তৈরী সফটওয়ার কেউ illegally ব্যবহার করলে তার উপর আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।
তখন কি করবেন? সুতরাং আমাদেরকে এখনই সতর্ক হয়ে যেতে হবে এবং Windows এর Alternative OS ব্যবহার করায় অভ্যাস করতে হবে। Alternative মানে এই নয় যে আপনি অন্য আরেকটি illegal os use করা শুরু করবেন।
বর্তমানে প্রচুর Open Source OS রয়েছে যারা Linux, Unix নামে পরিচিত। যেমন: ubuntu,fedora,mint ইত্যাদি। এদের মধ্যে কিছু কিছু আছে যা Windows Seven কে ছাড়িয়ে যাবে। যেমন: Kubuntu. কিছু কিছু খুব কম RAM ও নিম্নমানের Processor চলে।
কিন্তু আমরা অভ্যাসের দাশ। হঠাৎ করে Windows ছেরে Linux ব্যবহার করা আমাদের পক্ষে খুবই কঠিন একটি কাজ।
বন্ধুরা আমার বকর বকর শেষ পর্যায়ে, কাজের কথায় আসছি,
এত কথা বলার পেছনে আমার প্রথম উদ্দেশ্য Open Source OS ব্যবহারে উৎসাহিত করা এবং দ্বিতীয় উদ্দেশ্য নিম্নের Software সর্ম্পকে আপনাদের বলা :
সফটওয়ারটির নাম Oracle VM VirtualBox. এটি দিয়ে আপনি Windows এর পাশাপাশি একসাথে অন্য আরেকটি OS চালাতে পারবেন। অর্থাৎ, Windows ব্যবহার করতে করতে Linux OS or Unix OS ব্যবহার করতে জানতে ও শিখতে পারবেন।
এটি চালাতে আপনার Minimum 1gb RAM প্রয়োজন 2gb হলে সবচেয়ে ভাল। যদি 1gb ram হয় তাহলে অবশ্যই background এ Running Software যেমন: Anti Virus off বা exit রাখবেন। পুর্ণ System Perfomance পাওয়ার জন্য।
Free Download From Here-http://download.virtualbox.org/virtualbox/4.0.8/VirtualBox-4.0.8-71778-Win.exe
আমি এখন কিভাবে সেটি করবেন তার সম্পর্কে বলছি-
প্রথম ধাপ:
১/ প্রথমে Software টি Install করে ফেলুন
২/ আপনার নতুন OS এর জন্য New click করুন
৩/ এখন নতুন বার থেকে Next কিল্ক করে আপনার পছন্দের OS category সিলেক্ট করে OS version সিলেক্ট করুন
৪/ এখন আপনার virtual os এর জন্য RAM memory নিধার্রন করুন।
৫/ এখন আপনাকে একটি Virual Disk তৈরী করতে হবে। এই ডিস্ক আপনি কম্পিউটারের যে কোন জায়গায় রাখতে পারবেন।
এই ডিস্ক দুই প্রকারের, Dynamically expanding & Fixed-size. প্রথমটি আপনার OS এর প্রয়োজন অনূযায়ী বাড়তে থাকবে
এবং দ্বিতীয়টি ডিস্ক এর সাইজ একেবারে ফিক্স হয়ে যাবে। Dynamically টা Best.
৬/ প্রথম ধাপ Finnish কিল্ক করে শেষ করুন।
দ্বিতীয় ধাপ:
৭/ এখন Start কিল্ক করে আপনার Os, Virtually রান করুন। আপনি ইচ্ছে করলে আপনার Setup রিভিউ অংশ থেকে দেখে নিতে পারেন।
৮/ শুরুতে একটি নতুন BAR ওপেন হবে, Bar টিতে আপনার OS এর Setup disk চাইবে। যদি আপনার Setup disk আপনার কম্পিউটার Drive এ
থাকে তাহলে Host Drive সিলেক্ট করুন নতুবা ISO file দেখিয়ে দিন। এবং কাজ Finnish করুন।
৯/ বন্ধুরা এখন OS Setup শূরু হবে। OS setup সম্পূর্ণ করে একটি Os এর মধ্যে অন্য আরেকটি Os virtually চালানো শুরু করুন।
১০/ আরও সাহায্যের জন্য Help try করুন।
কেউ যদি HD Quality Free Hollywood Movie Download করতে চান তাহলে freemovies-bd.blogspot.com স্বাগতম।
আমি আবু মোর্শেদ জুলাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hi, I am Julash and I am a student doing diploma in computer technology.
Terms & Agreements এর লিংকটা দেন, পড়ে দেখি