আজ আমি লিখছি http://www.getafreelancer.com এ আমার অভিজ্ঞতা নিয়ে। শুরুতেই আমি ধণ্যবাদ জানাচ্ছি জাকারিয়া ভাইকে তিনি যদি ফ্রি ল্যান্সিং সাইটগুলো আমাদের কাছে তুলে না ধরতেন তাহলে আমরা হয়তো অনেকে জানতামইনা ব্যাপারটা। সাইটগুলো সম্পর্কে নতুন করে কিছু বলার নেই তিনি অনেক আগেই এগুলো সম্পর্কে বিস্তারিত আমাদের কাছে তুলে ধরেছেন http://freelancerstory.blogspot.com/ আমি শুধু আমার অভিজ্ঞতা টা জানাবো। তবে শুরু করিঃ
ম্যাগাজিনে জাকারিয়া ভাইএর লেখা দেখে প্রথম ফ্রি ল্যান্সিং সাইট সম্পর্কে জানলাম। ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আয় করবো ভাবতেই অন্যরকম লাগছিলো। যা হোক ওগুলোর মধ্যে আমার getafreelancer.com সাইটটি overall ভালো লাগলো। তাই রেজিষ্টার করে ফেললাম। করেই ঘাটাঘাটি শুরু করলাম কোন কাজের জন্য বিড করা যায়। বিড করলামও কিছু প্রজেক্টে ( আমার প্রাফিক্স ডিজাইনিং এবং ফটো রিটাচিং এ হাত রয়েছে তাই সেগুলোতে বিড করলাম )। এর পর অপেক্ষা কবে কাজ পাবো। ১দিন জায় ২দিন যায় এমন করে দু সপ্তাহ পেরিয়ে গেল কাজ পেলাম না কোন 🙁 মন খারাপ হল। তবে হাল ছাড়িনি যে কাজ গুলো আমার পক্ষে করা সম্ভব সেগুলোতে বিড করেই গেলাম এবার একটা পদ্ধতি অনুসরণ করলাম । দেখলাম প্রজেক্টে যারা বিড করেছে তারা গড়ে কত মূল্য চেয়েছে তাদের থেকে কম মূল্যে আমি বিড করলাম এবং ক্লায়েন্ট কে PM (Private Massage) তার এটাচকরা সেম্পল ইমেজ কে রিটাচিং করে আমার Best কাজটি বায়ারকে এটাচ করে পাঠালাম।
[ কিছু ছাগল আছে যারা তাদের সেম্পল Project Clarification Board এ দিয়ে দেয় যেটা শুধু বায়ারের সাথে প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে ব্যবহার করা হয় এবং তা সকলের দেখার জন্য উন্মুক্ত এমনকি যারা বিড করছে তারাও ] লক্ষ্য রাখলাম আমার কাজ যেন অন্তত তাদের গুলো থেকে ভালো হয়। ব্যাস এর পর আবার অপেক্ষা কবে রিপ্লাই পাবো........
একদিন হঠাৎ PM এ বায়ারের রিপ্লাই পেলাম যে আমার কাজ তার পছন্দ হয়েছে এবং আমার Bidding ammount ও। ব্যাস রাজি হয়ে গেলাম। বায়ার পেমেন্ট এস্ক্রো করে দিল (এটা সাইটের একটি ফিচার যা কাজ শেষে অর্থ প্রাপ্তির নিশ্চয়তা দেয় বিস্তারিত জাকারিয়া ভাইএর ব্লগে দেখুন) ব্যাস কাজে লেগে পড়লাম যাতে বায়ারের ডেডলাইনের আগেই কাজ কম্প্লিট করতে পারি। এক সময় কাজ শেষ হল, তা ডেডলাইনের আগেই এবং বায়ারের স্ক্রো করা পেমেন্ট পেয়ে গেলাম। হুররে ! আমার ফ্রিল্যান্সিং করে প্রথম আয় । তবে টাকা হাতে না আসা পর্যন্ত আমার তা বিশ্বাস হচ্ছিলো না। এবার পেমেন্ট অপশন থেকে withdraw তে গেলাম এবং উইথড্র অপশনের মধ্যে আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম আমার ডেবিট কার্ড চাই তাই GetAFreelancer.com Debit card অপশনে ক্লিক করলাম। কিন্তু একি!! তারা বলছে "You need to have at least $30.00 to order a card!"
আমার এম্যাউন্ট এর থেকে কম ছিলো। এবার খোজাঁ খুজিঁ শুরু করলাম এই কার্ড টা পেতে আমার কত খরচ হবে । জানলাম কার্ডথেকে প্রথমবার টাকা উইথড্র করার সময় পেয়নিয়ার(যারা এই ডেবিটকার্ড দিচ্ছে) ২০ ডলার শিপিং চার্জ নেবে। হুমম তো ঠিক আছে সিদ্ধান্ত নিলাম আরো কিছু অর্থ উপার্জন করি তারপর না হয় টাকা তোলা যাবে। এরপর এখান থেকে মোটামুটি আয় করার পর প্রথমে কার্ডের অর্ডার দিলাম। প্রায় একমাসের মধ্যে কার্ড পেয়েও গেলাম। আমিতো পুরা পাংখা 😉 ফ্রিল্যান্সিং করে আমার প্রথম উপার্জিত টাকা। স্ট্যান্ডার্ড চার্টাডের এটিএম বুথ থেকে টাকা হাতে হবার পর অবশেষে মনে প্রশান্তির ধারা বয়ে গেল। টাকাটা বাসায় এসে আমার মায়ের হাতে দিলাম। অসাধারণ অনুভূতি কি বলবো.....
এই হলো গিয়ে আমার ফ্রি ল্যান্সিং এ অভিজ্ঞতা এখন নিয়মিত কাজ না পেলেও মাঝে মাঝে কাজ পাচ্ছি
এবার আমি আপনাদের কিছু টিপস দেব যেটা আমি অনুসরন করেছি তবে এগুলো অনুসরন করলেই যে আপনি কাজ পেয়ে যাবেন তার নিশ্চয়তা আমি দিচ্ছিনা তবে হয়তো কাজ পেতে সহায়তা হবে
referral সহ http://www.getafreelancer.com/affiliates/ishtiaqueahmed/
মূল লেখা:
http://foisal.wordpress.com/2009/07/26/getafreelancer-experience/
Ishtiaque Ahmed (Foisal)
আমি darklord। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Share your knowledge with others..........
আমার এক বায়ারের জন্য গ্যাফ এর সাইট রিভিউ তৈরী করেছিলাম দেখতে পারেন
http://www.youtube.com/watch?v=VjKxGR_7h04