mp3 ফাইলে আপনার ছবি যুক্ত করুন : স্ক্রিনশট সহ

আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর লিখলাম। আসলে ভাই ব্যস্ততার কারনে লিখতে পারি না। যাই হোক আমি আজ আপনাদের দেখাব কিভাবে mp3 ফাইলে আপনার পছন্দের ছবি যুক্ত করবেন। কি বুঝতে কষ্ট হচ্ছে? আরেকটু ক্লিয়ার করি।

মনে করুন আপনি দরিদ্র ডট কম থেকে কোন mp3 গান ডাউনলোড করেছেন। যখন এটি আপনার পিসিতে বা মোবাইলে চালানো হয় তখন দেখা যায় দরিদ্র ডট কম এর একটি এ্যাড ভেসে ওঠে। বা যখন আপনি songs.pk থেকে কোন গান ডাউনলোড করেন তখনও একই ব্যাপার ঘটে। নিচে লক্ষ্য করুন।

"how to ad image to mp3 file" "add image mp3 file"

আশা করছি এবার বুঝতে পারছেন। উপরে লক্ষ্য করুন দরিদ্র ডট কম লেখা আছে, তাদের একটি ইমেজ এড রয়েছে, আরও রয়েছে তাদের স্লোগান। এখন ওইখানে যদি আপনার ছবি থাকে, আপনার নাম ও আপনার পছন্দনীয় কোন কথা থাকে তাহলে কেমন হয়? চলুন আরম্ভ করি।

প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

এবার রার ফাইলটি খুললে সেখানে নিচের  মত চিত্র দেখতে পারেন। নিচের চিত্র মত হলুদ রঙে চিন্হিত ফাইল দুটি আপনার ডেস্কটপে পেষ্ট করুন।

"add image to mp3 file"

এবার Tag&Rename.exe ফাইলটিতে দুটি ক্লিক করে খুলুন। নিচের চিত্র লক্ষ্য করুন।

"add image to any mp3 file"

Unlock এ ক্লিক করুন।

এবার Serial ফাইলটি খুলে Name ও Unlock code বসিয়ে ওকে প্রেস করুন। ব্যাস আপনি পেয়ে গেলেন ট্যাগএন্ডরিনেমের একটি ফুল ভার্সন পোর্টেবল সফটওয়্যার। এবার আমরা শুরু করব কারিশমা!

এবার আপনি বামপাশে লক্ষ্য করুন আপনার কম্পিউটারের ড্রাইভ, ফোল্ডার বা বিভিন্ন সাব-ফোল্ডার দেখা যাচ্ছে। আপনি যে ফোল্ডারের গানটি রিনেম ও ইমেজ যোগ করতে চান সেটি সিলেক্ট করুন। শুধু সিলেক্ট করলেই হবে বাকি কাজ সফটওয়্যারের। নিচে লক্ষ্য করুন।

"add image to any mp3 file"

মনে করুন আমরা হাবিবের আহবান এলবামটি দরিদ্র ডট কম থেকে ডাউনলোড করলাম। এবার এ্টিকে আমাদের মত করে রিনেম ও ছবি এড করব। সেক্ষেত্রে যে গানের পরিবর্তন করতে চান সেগুলো সিলেক্ট করে উপরে হাইলাইটকৃত Rename এ ক্লিক করুন। অথবা অনেকগুলো গান একসাথে পরিবর্তন করতে চাইলে কী-বোর্ড থেকে কন্টোল+F4 চাপুন। এবার সবগুলো গান সিলেক্ট করে Edit All Supported Tag Fields এ ক্লিক করুন। এবার নীচের চিত্র লক্ষ্য করুন।

"how to add image mp3"

চতুর্ভজ ঘরগুলোতে টিক চিন্হ দিয়ে আপনি যা বসাতে চান বসিয়ে নিন। এবার ডান দিকে Add এ ক্লিক করে আপনার ১১০X১১০ ইমেজটি বসিয়ে নিন। সবশেষে Save এ ক্লিক করুন। ব্যাস হয়ে গেল। এবার আপনি গানগুলো আপনার পিসি বা মোবাইলে চালিয়ে দেখুন। মজাই মজা তাই না?

টিউনটি পূর্বে এখানে প্রকাশিত।

Level New

আমি M4H3D1 H454N। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 283 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষের কল্যানে ভালো কিছু করার ইচ্ছে আছে জীবনে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, এটাও কাজের। তবে windows media player দিয়েই এটা সম্ভব।

    ভাই উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দিয়ে কিভাবে এটা সম্ভব বললে আমাদের উপকার হত…

    টিউনার ভাইকে অনেক ধন্যবাদ টিউনটি করার জন্য, আমার কাছে সফটওয়ারটির সিরিয়াল নম্বর ছিল না আর আপনি সুন্দরভাবে উপস্থাপন করে টিউনটির সাথে সফটির সিরিয়াল দিয়ে দিলেন এজন্য আরেকবার ধন্যবাদ।

    নেন ভাই কষ্ট করে এই লেখাটা পড়ে দেখেন, উপকার হলেও হতে পারে।
    http://windows.microsoft.com/en-US/windows-xp/help/windows-media-player/11/album-art

    Level New

    অদ্ভুত ভাই আপনার কমেন্টের জবাব দিয়ে দিয়েছেন সৈকত ভাই।
    ধন্যবাদ আরিফ ভাই ও সকলকে কমেন্ট করার জন্য।

    Level 0

    সৈকত ভাভ ধন্যবাদ লিংকটি দেওয়ার জন্য । তবে কাজের কথা হলো মিডিয়া প্লেয়ার দিয়ে ওটা করা গেলের কিছু সীমাবদ্ধতা আছে । যেমন এক সাথে একাধিক ছবি অ্যাড করতে গেলে অনেক সময় পিসি স্লো করে ও ঠিক সবগুলো গানে ছবি অ্যাড হয় না । এছাড়া ও কিছু সীমাবদ্ধতা আছে…………

উঃফ , অনেক সুন্দর ।

Level 0

ধন্যবাদ, এটা আমার কাজে লাগবে……….

    Level New

    আপনাদের কাজে লাগলেই টিউন সার্থক।
    ধন্যবাদ।

Level 0

আমার আপনার কাছে প্রশ্ন ছবিটা আবার কি যে কেও change করতে পাবে কি না ??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

দারুন হয়েছে 🙂

আরিফ ভাই windows media player দিয়ে কিভাবে করা যায় বলবেন কি প্লিজ…।? অন্য কারো জানা থাকলে বলেন প্লিজ।?

    আমার জানা আছে।…………:D

    http://windows.microsoft.com/en-US/windows-xp/help/windows-media-player/11/album-art

    এইখানে 'Add the album art of your choice manually' সেকশনটা পড়ে দেখেন সব বুঝতে পারবেন আশা করি।

    Level New

    ধন্যবাদ রানার ভাই টিউন পড়ার জন্য।
    আপনার উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন?

    ধন্যবাদ সৈকত ।
    M4H3D1 H454N আপ্নাকেও ধন্যবাদ ।

জটিল হইছে!!! ধন্যবাদ। চালিয়ে যান।

    Level New

    ধন্যবাদ আব্দুল মালেক ভাই।
    ভালো থাকবেন।

Nice bro..ami new member.mobile taik website te bangla front likhar ki kono software achai?mobile te adope reader te kono bangla ebook pora jai na?anyone?help me

এই software টা আমি অনেক দিন ধরে খুজছি , Thank you

    Level New

    আপনাদের জন্যই তো সবকিছু।
    ধন্যবাদ।

আমি কিন্তু আপনাকে ধন্যবাদ দিচ্ছি না! কারন আমি আরেক টিউনার কে দিয়ে ফেলেছি 🙂

বেশ কিছুদিন আগে এই নিয়ে টিউন হয়েছিলো।

তারপরেও ধন্যবাদ

    Level New

    ধন্যবাদ আমিন ভাই।
    লিংকটা দিয়ে দিলে ভালো হত। আমি একটু পরখ করতাম।
    যদিও কোনভাবেই ওটা আমার চোখে পড়েনি।
    ধন্যবাদ।

    এইযে দাদা নেন https://www.techtunes.io/other/tune-id/10872/

    ভাইজান আমাদের ব্লগে আপনার আমন্ত্রিত একান্ত ভাবে কামনা করছি।

    http://bdrong.com/

ধন্যবাদ এমন একটি জিনিস দেয়ার জন্য

    এই software টা আমি অনেক দিন ধরে খুজছি

    Level 0

    hi sikdehttp

    Level New

    ধন্যবাদ সুমন ভাই ও সাইফুল ভাই।

টউনের জন্য ধন্যবাদ

    Level New

    টিউন পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ রাশেদ ভাই।

অনেক ধন্যবাদ ।

    Level New

    আপনাকেও অনেক ধন্যবাদ দেলোয়ার ভাই।
    অনেক ভালো থাকবেন।

Level 0

Ame Windows Media Player 11 Dea Album Art Dete Pare But Windows 7 A Partase Na. Ae Soft Ta Ke Windows 7 A Cholbe ؛‎)‎

    Level New

    windows 7 e software ti run hoy vai.
    Tasara soft ta portable.
    Enjoy.

Level 0

সবই ঠিক আছে টিউন সুন্দর ! কিন্তু মনে কষ্ট লাগে তখুনি , যখন আমাদের সাইট টেকটিউনস কে ২য় চয়েছ হিসাবে দেখা হয়। তার কারন হলো মেহেদী ভাই অন্য একটি সাইটে এই টিউনটি প্রকাশ করেছে 14 Jun 2011 05:34 AM আর আমাদের টায় , ১৫ জুন, ২০১১ ।। টেকটিউসকে আমি অনেক ভালোবাসি তাই বলছি …………………………….

    Level New

    টিউন পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

এটাই দরকার ছিল।ধন্যবাদ

টিউনটা প্রিয়তে নিয়ে নিলাম,
অনেক সুন্দর হয়েছে টিউন,ধন্যবাদ টিউনের জন্য।

    Level New

    ধন্যবাদ আতাউর রহমান ভাই

আর মোবাইল দিয়ে অনলাইনে কাজটি করতে পারবেন http://www.bdsongclub.wapka.mobi/site_188.xhtml
এখান থেকে ।

Level 2

M4H3D1 H454N apnake onek onek dhonnobad. Ata amai onekdin dhore khujchilam..

    Level New

    Apnakeo dhonnobad tune porar jonno Zahid vai.
    Stay connected with Techtunes.

ভাই,দয়া করে কেউ একজন আমাকে সাহায্য করেন ।rar. ফাইল গুলো আমি দেখতে পারতেছিনা ।আমাকে কি করতে হবে????

Level 0

Thanks M4H3D1 H454N Ame Akhone Download Kortase 🙂

একটু সময় নিয়েছে বটে,তবে আমি আমার পিসির সবগুলি গানে একসঙ্গে পিকচার এড করেছি windows media player দিয়ে।তবে আমি কাউকে নিরুৎসাহিত করছিনা।সব ধরনের ব্যবহার ই জানা থাকা দরকার।তবে windows 7 এ windows media player দিয়ে এটা হবে না।

M4H3D1 H454N ভাই , আপনাকে অনেক ধন্যবাদ।একটা সফট ডাউনলোড করে .rar file পড়তে পারতেছি কিন্তু ভাই এগুলো তো trial version,full version পাওয়া যাবে কি ? ভালো থাকবেন।

হুম, জটিল হইছে ।

Level New

ভাই পারছি।জটিল হইছে ।আর ও নতুন টিপস এন্ড ট্রিকস চাই।অনেক ধন্যবাদ ।