আজ আমি আপনাদের বলব কি করে আপনার windows 7 কে Genuine করবেন.

আজ আমি আপনাদের বলব কি করে আপনার windows 7 কে Genuine করবেন. সকালে নাস্তা করে কম্পিউটার চালু করে দেখি একটা ERROR মাথা আর কাজ করে না.আপনারা বলেন ধাম ধাম ERROR আসলে কি মাথা কাজ করে বলেন.এখানে ওই খানে এদিক ঐদিক খুজা খুজি করে কম্পিউটার টা কে ঠিক করলাম আপনার ও হতে পারে এই প্রবলেম তাই আপনাদের কে বলে দিতে চাই কি করে ঠিক করবেন আপনার windows 7 কে. খুজা খুজি করা যে কি কষ্ট কর কাজ..... তাই আপনাদের যেন কষ্ট না করাতে হয় তার জন্য এ টিউনস আশা করি আপনাদের ও কাজে আসবে..কোন কিছু যদি বুজতে প্রবলেম হয় আমাক বলবেন. আমি যদি আপনাদের জন্যে কিছু করতে পারি আমার ভালো লাগবে তাই আশা করি আপনারা comment করবেন.

এখন নিচের ছবি গুলা দেখেন টা হলে বুজতে পারবেন.......

voi pase

কি ভাই এমন error আসলে কমন লাগবে  আপনারা বলেন?

nh

এখন বুজলাম আমার windows 7 Genuine না ...........আপনার ও কি আমার মত অবস্তা ?

এখন বলি কি করে কি করবেন ................
নিচের ছবি গুলা ভালো করে দেখেন বুজতে পারবেন কি করে করতে হবে.....

software ti download করে open করলে এমন দেখাবে....

এখন আপনি Remove WAT এ click করেন .....

কাজ শেষ হলে restart  করেন ।এখন আপনার Windows 7 Genuine .........

আপনি যদি মনে করেন Genuine করবেন না.....আগের মত চান আপনার  computer কে তাহলে

বব

Restore WAT এ click করেন.......তাহলে আপনার computer আগের মত চলে আসবে......

Download Link:http://www.multiupload.com/20PZP4MRVQ

এই software visual basic দিয়া বানানো তাই আপনার কম্পিউটার এ  dotNet থাকতে হবে......
dotNet Microsoft  software........
যাদের নাই তারা এখান থেকে Download করেন...

Level 0

আমি Henju। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ami kiso jantam na techtune amak onek kiso shekhaise.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা কি সফটওয়্যার (উইন্ডোজ) পাইরেসীকে উস্কে দেয়ার মত টিউন নয়? এটা কি টেকটিউনসের নীতিমালার সাথে সাংঘর্ষিক নয়?

মনে হইতাছে চিল্লাপাল্লা কইরা কুন লাভ নাইক্কা 🙁

    Level 0

    ভাই আমরা গরিব মানুস পাইরেসী করা ছারা উপাই নাই

    এত মন খারাপ কইরেন না ভাই। আমাদের জন্যও উপায় আছে। ওপেন সোর্স এবং ফ্রী সফটওয়্যারগুলো ব্যবহার করুন।

    শামীম ভাইয়ের সাথে একমত। পুরোপুরি একমত। আর পাইরেটেড জিনিস যে শেয়ার করলেও বদনাম সেটা বুঝলাম ইদানিং কিছু টিউনারের সাথে পাল্লা দিতে কিছু সফটওয়্যার বিষোয়ক বাজে টিউন করে। কেউ না কেউ অসন্তস্ট হবেই। সবাইকে পাইরেসি দিয়ে সন্তুষ্ট করা যায় না।

    শামিম ভাই আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। আমি নিজেও লিনাক্স ইউজ করি তবে সাথে উইন্ডোজও ইউজ করি। আমার ইয়াহু মেসেন্জার ইউজ করা জরুরি কারন আমি এতে ওয়েবক্যাম ব্যবহার করে ভিডিও চ্যাট করি। এখন আপনি বলুন লিনাক্সে এমন কোন সফট যাতে আমি আমার মেসেন্জার ফ্রেন্ডদের সাথে ভিডিও চ্যাট করতে পারব?

    @Saon A Menz
    এই বিষয়টা নিয়ে কখনও ঘাটাঘাটি করি নাই, কারণ আমার নেট ক্যাম নাই আর অত স্পিডের ইন্টারনেটও নাই 🙁 ঘাটাঘাটি করলে আছে কি না সেটা নিশ্চিতভাবে জানাতে পারতাম।

    Level 0

    @ Saon A Menz, Kopete দিয়ে লিনাক্সে yahoo ভিডিও চ্যাট করা যায়।

উইন্ডোজ ৭ এ ডটনেট ফ্রেমওয়ার্ক বিল্টইন থাকে।

আমার কাছে CW_0.9 আছে। এটা দিয়ে খুব সহজে উইন্ডোজ-৭ জেনুইন করা যায়। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে জাষ্ট ইন্সটল করলেই হবে।
আর একটি কথা ইন্সটল করার আগে অবশ্যই উইন্ডোজ এর সকল আপডেট বন্ধ করে নিবেন।
ডাউনলোড লিঙ্ক :- http://www.mediafire.com/?zpgok03ck8xlndh

    Level 0

    vai ae software dia suja kiso kora lage na……onno sob gulae jamela ase….onek kiso kore korte hoi..
    kintu ae software a kiso kora lage na…..tai aeta best………

vai sob link dilen kintu mediafire link koi?

Level 0

ধন্যবাদ এটা প্রকাশ করার জন্য। তবে এটা আমি আগেই ব্যবহার করেছি।

Level 0

ভাই, যারা Windows 7 Enterprise use করেন তাদের কারও যদি দরকার হয় আমি Key দিতে পারি। কয়েক সেকেন্ডে পুরা জেনুইন ।

কি দিলেন ভাই এভিরা এটাকে ভাইরাস হিসাবে ধরে।

ভাই রে, অনেকদিন ধইরা এইরাম জিনিস খুজতাসি, পাই কিন্তু কাজ করেনা। আইজকাও পাইলাম, আপনি দিলেন কিন্তু অবস্থা আগের মতই। অ্যাভাস্ট এন্টি-ভাইরাস টা কয় threat has been detected 🙁 ভাই, কিভাবে genuine করমু একটা proper way বইলা দেন।

ভালো লাগলো

Remove WAT হইল আমার দেখা windows 7 Genuine করার সবছেয়ে কার্যকরি সফট,
ধন্যবাদ শেয়ার করার জন্য।
*যাদের সমস্যা হইতেছে উনারা এন্টিভাইরাস বন্ধ করে তারপর এইটা ক্লিক করেন,পিসি রি-ইষ্টার্ট হওয়ার পর দেখেন কাজ হইছে এইটা আমিও ব্যবহার করেছি পরিক্ষিত।

Level 0

Henju

Level 0

Henju vai…
jodi paren tobe windows 7 carbon edition k ki vabe genuine korte hobe aktu bolben plz………

    Level 0

    ইটা কোন কোম্পানির?

এইটা Windows এর WAT (windows activation technology) যা কিনা windows এর একটা core ফাইল, সেটাকে রিমুভ করে দেয়। এর থেকে DAZ অথবা napalm এর activator ইউজ করা ভালো। এরা জেনুইন উইন্ডোজের SLIC এবং bios emulate করে যা কিনা যথেষ্ট নিরাপদ। Google এ সার্চ দিলেই পাওয়া যায়।
ধন্যবাদ 🙂

আমার কম্পিউটার এ কিছুক্ষন পর পর একটি মেসেজ আসে যাতে বলা হয় আপনার উইন্ডোজ টি genuine না। তারপর ২ ঘন্টা পর পর pc restart হয়। এর থেকে মুক্তির উপায় কি? কারো জানা থাকলে kindly একটু share করবেন।।