আপনার কম্পিউটার কে লক করে রাখুন আপনার পেন ড্রাইভ দিয়ে।

এই টিউটোরিয়াল টির মাধ্যমে জানতে পারবেন কি করে একটি সাধারন পেন ড্রাইভ দিয়ে আপনার পিসি কে লক করে রাখা যায়। আমি আগেই বলে দিচ্ছি এই লক ভাঙ্গা তেমন সহজ নয় তবে প্রকৃত বদ্ধারা ঠিকি উদ্ধার করতে পারবেন। যাই হোক আপনার পার্সোনাল পিসি আপনি এর মাধ্যমে খুব সহজে লক করে unwanted user এর হাত থেকে রক্ষা পাবেন। তো আসুন শুরু করা যাকঃ

১. এই কাজ টি করার জন্য আপনার মাদার বোর্ড কে ইউএসবি বুট সাপোর্ট করতে হবে। চেক করে নিন আপনার মাদার বোর্ড ইউএসবি বুট সাপোর্ট করে কি না ?

২. যে পেন ড্রাইভ টি ব্যাবহার করবেন সেটি ফরম্যাট করে নিন।

৩. Windows explorer ওপেন করে Tools>Folder Options (এক্সপির জন্য) / Organize > Folder ans Search option (ভিস্তা / উইন্ডোজ 7 এর জন্য)।  View Tab এ গিয়ে View hidden file and Folder এ টিক মার্ক দিন এবং Hide protected system files কে uncheck করে দিন আর ওকে ক্লিক করে দিন।

৪. C: > Windows (অথবা আপনার উইন্ডোজ যে ড্রাইভ এ ইন্সটল দিয়েছেন) গিয়ে boot.iniNTDETECT.COM এবং ntdlr কে কপি করে পেন ড্রাইভ এ পাঠিয়ে দিন। এবং হার্ড ডিস্ক এর boot.ini ফাইল টিকে রিনেম করে boot.bak করে দিন।

৫. এবার পিসি রিস্টারট দিয়ে BIOS থেকে First Boot from USB এনাবেল করে দিন।

এবার আপনার পিসি পেন ড্রাইভ ছাড়া বুট করবে না। কারন ওর বুট করার ফাইল গুলো পেন ড্রাইভ এ আছে। আপনার পেন ড্রাইভ এখন থেকে আপনার পিসির চাবি হিসাবে কাজ করবে।

কেমন লাগলো জানাবেন। আমার লেখা আরও টিউন এর জন্য আমার সাইটি থেকে ঘুরে আসতে পারেন। নিচে লিঙ্কটি দিলাম।

ডাউনলোড করুন মুভি, গেম, ফুল সফটওয়্যার, ই বুক, ম্যাগাজিন একদম ফ্রী হাতেমতাই ডট কম থেকে

Level 0

আমি opurbo.somoy3। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনবৃত্তান্ত কি দেব দেবার মত আশুলে কিছু নেই...... চেষ্টায় আছি একটা সুন্দর জীবনবৃত্তান্ত লেখার ক্ষমতা অর্জন করার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানা ছিলো টার পর ও ধন্যবাদ আপনাকে…
আপনার কাছ থেকে আরও ভালো ভালো টিউন আশা করছি…
চালিয়ে যান… আপনার জন্য শুভ কামনা রইলো।

Level 2

শেয়ার করার জন্য ধন্যবাদ।

সুন্দর টিউন।ধন্যবাদ

Level 0

good

ধন্যবাদ…

বুদ্ধি ভাল কিন্তু পেনড্রাইভ এমন একটা জিনিস যার কাজ হারিয়ে যাওয়া।

    জি যেমন চাবিও আমরা হারিয়ে ফেলি।

Level 0

ভাইজান ভাল হয়ছে কিন্তু পেন ড্রাইভ হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে তখন কি করবো? পেন ড্রাইভ ছাড়া কিভাবে pc অন করতে পারবো জানাবেন প্লিজ.

    খুব সহজ আপনি চাইলে পেন ড্রাইভ এর ওই তিনটি ফাইল কে কোন সিডি তে রাইট করে রাখতে পারেন। আর বুট করার সময় বুট ফ্রম সিডি রুম করে দিয়ে একি কাজ চালাতে পারেন। আর যদি এটা বন্ধ করতে চান তবে পিসি বুট হবার পর হার্ড ডিস্ক এর boot.bak ফাইল টাকে আবার রিনেম করে boot.ini করে দিন। ব্যাস পিসি আবার ওকে।

ধন্যবাদ। কাজে লাগবে

    আপনাকেও ধন্যবাদ টিউনটি পরার জন্য।

Eto valo valo lock korar jinis thakte pendrive e kora takotota jukti songoto ?!!!!!
However, Thanks for the Tume.

    সফটওয়্যার দিয়ে পিসি লক করা একটা কমন ব্যাপার । আর টেক টিউনে একটু আন কমন জিনিষ দেয়া উচিত তাই না ?

জাতি জানতে চায় যে পেন ড্রাইভ হারিয়ে গেলে বা নষ্ট হলে অথবা পেনড্রাইভে থাকা তথ্য মুছে গেলে কি করতে হবে? (জাতি জানতে চায় ,আমি নই)

    উপরের কমেন্ট এ জাতিকে জানানো হল। 😀

    ভাইয়া পেন ড্রাইভ শুধ হারায়া বা নষ্ট না যদি পেনড্রাইভে থাকা তথ্য মুছেও যায় তবুও কম্পিউটার ওপেন করা সম্ভব। প্রসেস আছে। এটা নিয়া বলতে গেলে একটা টিউন করা লাগবে। যাই হোক এক সময় করবো।

Level 0

জাতি টা কে ভাই?

জাতি " টা " হবে না গো । প্রশ্ন করুন "জাতির অন্তর্ভুক্ত কারা? "ঠিক আছে ?

দারুন পোস্ট,এরকম পোস্ট আরো চাই,
অনেক অনেক ধন্যবাদ…।।

    জি ভাই আর পাবেন ইনশাল্লাহ।

ধন্যবাদ , ভাল লিখেছেন।

Level New

ধারুন হয়েছে তো। এমন আরও চাই। Unliited Uuuuuuuuuerfwvefwdsfsdঅনেক অনেক ধন্যবাদ।

AMAR SOTTI VAI VALO LEGESE .KINDLY AMANI PARLE AREKTA TUNE DUBE.JODI AMADER PENDRIVE TA HARIE JAY TAHOLE KI KORTE HOBE.

    সহজ হিসাব। তালার চাবি হারালে কি করেন ? তালা ভাংবেন, মানে নতুন করে উইন্ডোজ দিবেন…… হা হা হা। না ভাই আপনি চাইলে পেন ড্রাইভ এর ওই তিনটি ফাইল কে কোন সিডি তে রাইট করে রাখতে পারেন। আর বুট করার সময় বুট ফ্রম সিডি রুম করে দিয়ে একি কাজ চালাতে পারেন। আর যদি এটা বন্ধ করতে চান তবে পিসি বুট হবার পর হার্ড ডিস্ক এর boot.bak ফাইল টাকে আবার রিনেম করে boot.ini করে দিন। ব্যাস পিসি আবার ওকে।

Level 0

Nice tunes. Also see…

Level 0

পেনড্রাইবের ফাইল ৩ টি যদি হারিয়ে যায়, এবং অপর কোন কম্পউটার থেকে দেয়া হয় তবে কি কাজ করবে?

টিউনটি ভালো। অপুর্ব ভাইকে ধন্যবাদ জানাই এই কৌশলটি লিখার জন্য। তবে কমেন্টরদের মাঝে দেখছি কেমন যেন একটা সন্দেহ বা দ্বিধাদ্বন্দ কাজ করছে “পেনড্রাইভ বা সিডিরম হারিয়ে গেলে কি করতে হবে“।
আপনার যদি আপনার পেনড্রাইভ বা সিডিরম হারিয়ে ফেলার সম্ভাবনা থেকে থাকে তাহলে একটা কাজ করুন। NTLDR এবং BOOT.INI ফাইল দুটোকে পেনড্রাইভে কপি করার পর হার্ড হিস্কের ফাইল দুটোকে রিনেম করুন অন্য নামে যাতে করে আপনি পরে চিনতে পারেন। যেমন ntlder.bak ও boot.bak. এখন আপনি যখন আপনার পেনড্রাইভ হারিয়ে ফেলবেন তখন আপনার হার্ডডিস্কটা কম্পিউটার থেকে খুলে অন্য কম্পিউটারে লাগাবেন। তারপর সেই কম্পিউটার চালু করে আপনার সি-ড্রাইভে (কিংবা আপনি যে ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করেছিলেন) ঢুকে NTLDR.BAK কে রিনেইম করে NTLDR এবং BOOT.BAK কে রিনেইম করে BOOT.INI করে দিন। এবার হার্ডডিস্কটা খুলে আবার আপনার কম্পিউটারে লাগিয়ে নিন। ফলে আগের মতই পেনড্রাইভ ছাড়াই হার্ডড্রাইভ থেকেই আপনার কম্পিউটার বুট করবে।
না বললেই নয় – আপনার যদি মনে হয় যে হার্ডডিস্ককে অন্য কম্পিউটারে লাগানো একটা ঝামেলার ব্যাপার (কারণ এক্ষেত্রে কেসিং এর সাইড কাভার খুলে মাদারবোর্ডের পোর্টে লাগাতে হয়) তাহলে আপনি ব্যাবহার করতে পারেন R-Driver. এর সাহায্যে SATA এবং PATA/IDE উভয় প্রযুক্তির হার্ডডিস্ককে কম্পিউটার রানিং অবস্থায় USB পোর্টের মাধ্যমে সংযোগ দেওয়া যায় এবং কম্পিউটার রিবুট করা ছাড়াই অপারেটিং সিস্টেমের ফাইল ব্রাউজারে সংযোগকৃত হার্ডড্রাইভের পার্টিশনগুলো দেখাবে।
আই এইচ কমল বলেছেন, উইন্ডোজ সেভেন এ NTLDR, BOOT.INI এইসব ফাইল নেই। আপনি ঠিকই ধরেছেন। হতাশ হওয়ার কারণ নেই। সমাধান আছে ।এইসব ফাইলের কি কাজ সেটা ব্যাখ্যা করে ঝামেলা বাড়াবো না। শুধু এটুকু বলব – উইন্ডোজ সার্ভার ২০০৮, উইন্ডোজ ভিস্তা এবং উইন্ডোজ সেভেন এর বুট সিকুয়েন্স এদের পূর্ববর্তী কোন অপারেটিং সিস্টেমের সাথে মিলবে না। আপনাকে জাস্ট জানতে হবে নতুন এই অপারেটিং সিস্টেমগুলোয় NTLDR এবং BOOT.INI ফাইলগুলোর পরিবর্তে কি BOOTMGR এবং এবং ওখানকার BOOT নামের ডিরেক্টরিতে BCD (Boot Configuration Database) নামে একটি ফাইল আছে। এরাই হলো আপনার জন্য নতুন ভিলেন।

অপুর্ব ভাই সহ সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ