তাসের জাদু. নির্দিষ্ট কোনো তাস বলে দেয়া. যত সংখা হবে তত নাম্বার তাস আপনি বলে দেবেন.

কেমন আছেন সবাই? আপনাদের সবার সমর্থন নিয়ে শুরু করলাম তাসের জাদুর আসর. আমি জানিনা এই majic টা কে কে জানেন. কেও যদি আগে এটা জেনে থাকেন তবে তার কাছে আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আপনি কোনটা জানেন আর কোনটা জানেন না সেটা আমার পক্ষে জানা সম্ভব না. আর আমার তাসের majic সংক্রান্ত Tune গোলো মোলত যারা জানেন না তাদের জন্য. তাই যারা জানেন তারা দয়া করে বাজে কোনো মন্তব্য করবেন না. তো চলোন আর কথা না বাড়িয়ে majic টা শিখে নেই.

প্রথমে যাকে/যাদেরকে আপনি খেলা টা দেখাবেন তাদের সবাইকে এই মাজিক আর নিয়ম টা ভালো করে বোঝিয়ে নিন. এক পাকেট এর ৫২ টি তাস নিবেন. এর K ,Q , J প্রত্যেকটির মান হলো ১০. A এর মান হলো ১  এবং ২ থেকে ১০ পর্যন্ত সংখা যার মান যা তাই. নিচের ছবিগোলো দেখুন.

**এর প্রতিটির মান হলো ১ করে.

**এর প্রতিটির মান হলো ১০  করে ..

**একই ভাবে K & Q এর মান ১০ করে ..

এবার তাকে মান বোঝানোর পর তাস গুলু  তার হাতে দিয়ে বলুন  তার ইচ্ছে মত ওলট-পালট করে দিতে. তারপর তাস গুলু আপনার হাতে দিলে আপনি সেখান থেকে ২৬ টি তাস (দেখে দেখে ) আলাদা করে এক জায়গায় রেখে দিন.

**তাস গুনা হচ্ছে..

**এখানে ২৬ টি তাস আলাদা করে রাখা হলো..

বাকি ২৬ টি তাস তাকে আবার ওলট-পালট করে দিতে বলুন  তার বিশ্সাস অর্জনের জন্যে. আবার আপনি সবার উপরের  তাস টা দেখে টেবিল এর উপর রাখুন. দেখোন ওটার মান কত.

**উপরের তাস টি রাখছেন..

**মনে করণ এর মান হলো ৮. তাহলে আপনাকে এর পরবর্তী তাস দুটু রাখতে হবে. কারণ সর্ত হলো প্রত্যেক লাইন এ ১০ পূরণ  করতে হবে. একটা তাস রাখার পর বাকি সব মান ১ করে. মনে করুন  প্রথমে যেটা রাখলেম ওটা A . মানে হলো এর মান ১. তাহলে আপনাকে পরবর্তী ৯ টি তাস রাখতে হবে. সেই ৯ টি তাসের মধ্যে Q ,Q ,J ,১,৭  যাই পরোক না কেন সবার মান ১ করে. প্রথম লাইন এ ১০ হয়ে গেলে একই ভাবে এর একটি তাস নিয়ে দ্বিতীয় লাইন এ  রাখুন. এভাবে ওই লাইন টাকেও ১০ পরন  করুন. তারপর তৃতীয় লাইন.
নিচের ছবিটি লক্ষ্য করুন.

**আমাদের ৩ টি লাইন এই ১০ করে মান হয়েছে.. উপরের ছবিটি খেয়াল করুন. প্রথমে ৮ পরেছিল. তাই তারপর আরো ২ টি তাস রেখেছি. মানে ৮,৯,১০. তারপর পরেছিল ৬. তাই আরো ৪ টি তাস রেখেছি. মানে ৬,৭,৮,৯,১০. অভাবে তৃতীয় লাইন এ প্রথম এই ১০ পরে গেছে. তাই এর রাখতে পারব না. কারণ সর্ত হলো প্রত্যেক লাইন এ ১০ পূরণ  করতে হবে. এবার যে তাস গোলো আপনার হাতে বেশি থাকলো সেগুলো আগের যে ২৬ টি তাস আলাদা করে রেখেছিলেন তার উপর রাখুন.এবার তাকে বলুন ৩ লাইন এর সবার উপরের তাসের মান গোলো যোগ করতে..

**সে ও আপনি যোগ করে দেখলেন যে ২৪ হলো. এখন আপনি তাকে বলবেন প্রথমে আমি ২৬ টি তাস রেখেছিলাম. কোনটা তাস টা কোথায় ছিল তা তুমি ওলট-পালট করে দিয়েছিলে. তাই আমার নিশ্চই অতগলো তাস মনে রাখা সম্ভব  না কোনটার আগে পরে কোনটা আছে (আসলেই মনে রাখা সম্ভব না ). তার উপরেও এবার কতগুলু তাস রেখেছি. সেখানে কতগুলু ছিল আমি তাও গুনে রাখিনি. আমাদের যোগ ফল হলো 24 আমি বাকি তাস গোলো থেকে বলতে পারি 24 নাম্বার তাস টা হলো হার্টস  এর ৯. আপনি (তাস ) উল্টো থাকা অবস্থায়-ই গোনা শুরু করলেন. 24 নাম্বার তাস টা সত্যি-ই হার্টস  এর ৯. এবার তাকে আপনি বলুন উপরের ৩ টি তাসের যোগফল যে 24 হবে সেটা তো এর আমি আগে থেকে জানতাম না. যোগফল  ২২ হলে আমি তোমাকে ২২ নাম্বার তাস টাই বলতে পারতাম. ২৮ হলেও বলতে পারতাম. এমনকি সবার উপরে ১০,১০,১০ পরে ৩০ হলে সেটাও বলতে পারতাম. এবার ১,১,১, মোট ৩ হলে ৩ নাম্বার তাস তাই বলতাম. সে নিশ্চই অবাক হবে. এভাবে বেস কয়েকবার করে দেখান. তাহলে সে আরো অবাক হবে. কারণ উপরের তিনটা তাসের যোগফল যা হচ্চে আপনি সেই নাম্বারের তাস তাই বলে দিচ্ছেন.

**এবার চলোন মাজিক এর ট্রিকস টি শিখে নেয়া যাক. সে যতই তাস উলট-পালট করে দিক আপনি যখন ২৬ টি তাস আলাদা করে রাখবেন তখন ২০ নাম্বার তাস টি কি আপনি সেটা দেখে রাখবেন. মনে করুন ২০ নাম্বার তাস টি হলো হার্টস এর ৯. তাস গুনার সময় একটু সাবধানে গুনবেন. ২০ নাম্বার তাস এ এসে কিন্ত থামবেন না. তাহলে সে বোঝে যেতে পারে. একই ভাবে গুনে যান. Just ২০ নাম্বার তাস টা মনে রাখুন. তারপর তাস গুলো উল্টো করে রাখন.

**কালো মার্ক করা তাস তা  হলো ২০ নাম্বার তাস.

এবার প্রতি লাইন এ ১০ পূরণ করার পর বাকি তাস গুলু ওই ২৬ তার ওপরে রাখবেন. এবার সবার উপরের ৩ টা তাস যুগ করে যোগফল ১০,১৬,২৩,২৭,৩০ যাই হোক না কেন আপনার সেই দেখে রাখা হার্টস এর ৯ ওই তাস টি-ই বেরোবে. তাহলে সে নিশ্চই অবাক হবে. কারণ উপরের ৩ টি তাসের যোগফল কত হবে সেটা তো এর আপনি আগে থেকে জানেন না . অথচ প্রতি বাড়ি ঠিক ঠিক তাস বলে দিচ্ছেন..

আগে একটু একা একা চেষ্টা করে দেখোন তো পারেন কিনা..

অনেক সময় নিয়ে Tune টা করলাম.  সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের বোঝাতে. জানিনা বোঝাতে পেরেছি কিনা. যদি বোঝাতে পারি, আর আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রাত জাগা সার্থক হবে.

আপনাদের কেমন লাগলো আর পরবর্তী Tune করব কিনা মন্তব্যের মাধ্যমে টা জানাবেন সে আশায় রইলাম. সবাই ভালো থাকবেন.

Level 2

আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ। আমি চেষ্টা করব।

    Level 2

    Chesta koron. Sofol hole kintu amake misti khaowate hobe. Prothom montobber jonne apnake dhonnobad..

Level 0

Zahid ভাই অনেক সুন্দর হইছে। একটা জাদু শিখে গেলাম।আরো পাবার অপেক্ষায় থাকলাম।অনেক ধন্যবাদ।

    Level 2

    Dhonnobad Faroque vai otsaho molok montobber jonno. Nischoi aro paben..

ধন্যবাদ আপনাকে কস্ট করে টিউন করার জন্য । এরকম আরও টিউন আশা করছি আপনার কাছ থেকে 🙂

    Level 2

    Ami chesta korbo sofi vai. Montobber jonne dhonnobad..

    Level 2

    Dhonnobad Sufi vai. Apnara pashe thakle nischoi aro korbo..

এই জাদু টা আমি জানি…
যাই হোক চালায়া যান।
পরবর্তি টিউনের অপেক্ষায়।
ধন্যবাদ আপনাকে।

    Level 2

    Taher Chowdhury Sumon vai k dhonnobad.. Sumon vai amra Techtunes ar sobai to akta poribar jara sobsomoy ak sathe thake. Sathe thakon, hoyto pore kokhono apar ojana akta share korte parbo..

    হ্যা জাহিদ আপনি ঠিক বলেছেন আমরা টেকটিউনস একটা পরিবার।
    যেখানে আছে আছে আত্মার টান আর স্নেহ ভালবাসা এবং আন্তরিকতা।
    আমি তাসের জাদু বলতে শুধু এটা ই জানি…
    আর মাঝে মাঝে অনেক দিন পর বন্ধুরা একসাথে হলে বসে যাই খেলতে… 🙂

যাদু টা জানা ছিল আমার । এই যাদু দেখালে দর্শক অবাক না হয়ে পারবে না । সাজিয়ে লেখার জন্য ধন্যবাদ ।
যা হোক, নতুন অজানা যাদু আরো দেখতে চাই ।

    Level 2

    জি এম পারভেজ vai ar jadu ta jana chilo jene valo laglo. Thik bolechen vai. Ai jadu dekhale dorsok obak na hoye parbe na. Ar ata dhore felao karo saddher baire. ki, thik bollam to?

ভাই একটু কষ্ট করে pdf দিতে পারবেন। save করার জন্য…………
খুব ভালো হচ্ছে। আসা করি শেষ পর্যন্ত যাবেন………

    Level 2

    হলুদ কষ্ট vai, apnar email id din. Ami pathia debo.. Apnara pashe thakle nischoi ses porjonto jabo na. Mane apnara pase thakle ses hobe na. Tune kortei thakbo..

Level 0

আজকেই এক প্যাকেট তাস কিনা প্র্যাক্তিস করমু।

    Level 2

    gramerpola vai, practise sese amake result janiyen kinto?

আরে ভাই টিউন করার সময় এত hagitation এ থাকেন কেন ? আপনার মত আপনি করে যান ভাল খারাপ কিছু ত একটা হবে নাকি !
এত কষ্ট করে টিউন করলেন এটাই বড় কথা ।

    Level 2

    smart papon onek dhonnobad. Apnara amon Utsajo den bolei sahos pai. Asa kori pashe thakben.

জটিল লাগল বস । তবে আমার একটু প্রব্লেম আছে । আমি এটা ট্রাই করতে পারব না কারন বাপ যদি জানতে পারে আমার হাতে তাস তা হলে ……….. 😆 ভাই জলদি গায়েব হইয়া যাওয়াও শিখাই দেন তার পর এটা ট্রাই করে দেখব । হাহাহা

    Level 2

    S.M.Jobayer Alam vai, Gopone try kore akdin babake dekhiye din. Tahole baba sikhte chaibe. Tokhon babake bestota dekhaben. Aj na kal, kal na porso. Dekhben baba apnar pechone ghorche. Tokhon babake sorto din ata sekhate pari, tahole amake Card khelar permision dite hobe.

    he he he. Just moja korlam. S.M.Jobayer Alam vai, frnd ar basay jeye to practise korte paren..

    এস এম জোবায়ের আলম ভাইয়ের জন্য পরামর্শ । গায়েব হতে চান ? এই লেখাটি দেখুন http://techtweets.com.bd/uncategorized/gm-parvez/7120?nomobile

    পারভেজ ভাই এই ধরনের ফাইজলামী না করলেও পারতেন

ভাই এর কুন ভিডিও থাকলে ভাল হত কারন
আমার বুজতে কষ্ট হয়েছে…।।

    Level 2

    এন্টিভাইরাস vai bisoy ta amio vebechi J ONEKER BOJHTE PROBLEM HOTE PARE. TAI AMI BISTARITO LIKHAR CHESTA KORECHI. Ar ami Tune ti korar age video korechi jate apnader khela ta bojhte sobidha hoy. Kinto golo rate ami upload korte pari ni. Aj chesta korbo mediafire a upload kore dite..

    এন্টিভাইরাস vai kosto holeo ses porjonto bojhte parechen ki?

খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ। আমার অতি প্রিয় বিষয় নিয়ে টিউন করছেন দেখে খুব ভালো লাগলো। এই ম্যাজিকটা আমি আগেই জানতাম। কিন্তু আমারটা সব কিছুই আপনারটার মতই শুধু এক জায়গাতেই ভিন্ন। আপনার বেলাতে ২০ নং তাশ দেখতে হয় আর আমার বেলাতে ৭ নং তাশটি দেখে রাখতে হয়।

চালাইয়া যান…দারুন হইছে… 🙂

    Level 2

    Thanks brother..

Level New

খুব ভালো হইছে, চালায় জান।
আমরা আছি আপনার সাথে।

    Level 2

    Pase thakar jonno dhonnobad..

Level New

Tasae Ai Niome ta video kora —you tube upload kora or —Mediafire upload kora link dila aro valo hoto.good job

    Level 2

    Vaiaa chesta korbo diye debar jonno..

যেই তাস গুলা সাজালাম ওই গুলার মধ্য যদি হার্ট এর ৯ হয়?

    Level 2

    No problem.Ota to just akta example diyechi. Hearts ar 9 astei pare. ahole setai berobe.

আপনার tune টি খুব গোছানো হয়েছে। ভাল লেগেছে। Thanks

    Level 2

    Apnakeo Thanks..

হো হো হো ! বুঝতে পেরেছেন তাহলে জোবায়ের আলম ভাই । শুধু মজা করার জন্য পোষ্টটা করেছিলাম। হঠাত বুদ্ধিতে লিখেছিলাম । যা হোক, বোঝাতে পেরেছি তাহলে। ফাইজলামী কথাটা বুঝতে কষ্ট হচ্ছে । "ফাইজলামী" কে যদি সন্ধিবিচ্ছেদ করে দেখালে ভাল হত ।

দেখি চেষ্টা করে।মনে হয় সোজাই।ধন্যবাদ শেয়ারের জন্য।

    Level 2

    Apnakeo dhonnobad Naim vai..

Level 0

ভাইআপনের tune টা দেখে খুব ভাল লাগছে। আমি আজ এক সেট don কিনছি। মাজিক টা শিখেগিছি। ভাই আরও new চাই। pdf থাকলে আমার মেইল এ সেন্ড করেন please.
email: [email protected]

Level 0

ভাইআপনের tune টা দেখে খুব ভাল লাগছে। আমি আজ এক সেট don কিনছি। মাজিক টা শিখেগিছি। ভাই আরও new চাই। pdf থাকলে আমার মেইল এ সেন্ড করেন please.
email: [email protected]

ধন্যবাদ

Level 0

আরও new majic tune চাই . জলদি দান ।

Level 0

আরও new majic tune চাই . জলদি দেন ।