VLC মিডিয়া প্লেয়ার (পার্ট-১) : জেনে নিন কিভাবে ভিএলসি (VLC) প্লেয়ার ব্যাবহার করে ওয়েবক্যামের মাধ্যমে ভিডিও রেকর্ড করা যায়

কাজের কথায় আসা যাক আজ টেকটিউনসে দেখলাম সবাই সবার প্রিয় মিডিয়া প্লেয়ার নিয়া টিউন করছে। তো আমার ও ইচ্ছা হইল যে আমি ও আমার পছদের ভিএলসি (VLC) প্লেয়ারটি নিয়া একটা টিউন দেই। আজ আমি যেই বিষয় টা নিয়া টিউনাইবো সেটা হয়তো অনেকেই জানেন কিন্তু এমন ও তো আছেন যারা ব্যাপার টা ক্লিয়ার না। আর আমার টিউনটা কিন্তু ভাই তাদের জন্যই।আজ আমি দেখাবো ভিএলসি (VLC) প্লেয়ার ব্যাবহার করে ওয়েবক্যাম থেকে কিভাবে ভিডিও রেকর্ড করা যায়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক...

ভিএলসি (VLC) প্লেয়ার ব্যাবহার করে ওয়েবক্যামের মাধ্যমে ভিডিও রেকর্ডঃ

প্রথমে ভিএলসি (VLC) প্লেয়ারটি রান করুন। এবং এটির মিডিয়া (Media) মেনু থেকে ওপেন কেপচার ডিভাইস (Open Capture Device) এ ক্লিক করুন। অথবা আপনি মেনু থেকে Converter / Save  (Cont + R) এ ক্লিক করে Capture Device অপশনে যেতে পারেন।

এখন আপনি ওপেন মিডিয়া (Open Media) নামে একটা ডায়ালবক্স পাবেন, যেখানে আপনি ভিডিও ডিভাইস (ওয়েবক্যাম, ইন্টেগ্রেটেড ওয়েবক্যাম প্রভৃতি) ছাড়াও অডিও ডিভাইস (মাইক্রোফোন, লাইনইন ইত্যাদি) সিলেক্ট করে দিতে পারবেন।

প্রথমে ই ভিডিও ডিভাইসটি সিলেক্ট করার জন্য ডিফল্ট (Default) এ ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে আপনার ডিভাইস টি সিলেক্ট করে নেন... এখানে আমি উদাহরণ স্বরুপ ইন্টেগ্রেটেড ওয়েবক্যাম টা ব্যাবহার করলাম।

একি ভাবে ভিডিও ডিভাইস এর মতো করেই অডিও ডিভাইস টা ও সিলেক্ট করে দিন।

আপনি চাইলে কনফিগার (Configure) বাটনে ক্লিক করে বিভিন্ন কনফিগার আপনার মন মত করে নিতে পারেন যেমন Brightness, Contrast, Hue, Saturation প্রভৃতি, এখন এপ্লাই দিয়ে ওকে করেন।

এছারাও আপনি যদি চান তবে কেমেরা কন্ট্রল (Camera Control) এ ক্লিক করে আরও অন্যান্য সেটিংস গুলোও যেমন জুম বা ফোকাস ইত্যাদি ব্যাপার গুলো সেট করে নেন এবং  এপ্লাই দিয়ে ওকে করেন।

আবার পুনরায় ওপেন মিডিয়া (Open Media) ডায়ালবক্সে ফিরে আসুন, দেখুন নিচের দিকে প্লে (play) অপশন আছে ওখানে ড্রপ ডাউন মেনু থেকে কনভার্ট (Convert) এ ক্লিক করুন।

এখন কনভার্ট (Convert) ডায়ালবক্স টা চলে আসবে এখানে Destination file এর জাগায় Browse বাটনে ক্লিক করে আপনার ভিডিও ফাইল টি কোথায় সেভ হবে সেই লোকেশনটা সিলেক্ট করে দিয়ে প্রফাইলে আপনার ভিডিও টার ফরমেট টাও সিলেক্ট করে দিন আর নিচের দিকে Dump Raw Input এর স্থানে ক্লিক করে দিন এবং উপরেরে কাজ শেষ হলে এখন Start বাটনে ক্লিক করুন।

আমি এখানে দেখানোর জন্য .mp4 format টা নিয়েছি।

এবং এখন VLC আপনার ওয়েবক্যামটা কে ব্যাবহার করে ভিডিও করা শুরু করবে, ভিডিও করা শেষ হলে নিচের দিকে Stop বাটনে ক্লিক করুন।

ব্যাস আপনার কাজ শেষ। আপনার সিলেক্ট করা নির্দিস্ট ফোল্ডার সেভ হয়ে গেলো আপনার ভিডিও টি। এখন ভিএলসি (VLC) প্লেয়ারের মাধ্যমে আপনি যখন খুশি দেখতে পারেন আপনার ভিডিও টি।

ভিএলসি (VLC) প্লেয়ার টি ডাউন লোড করতে চাইলে

ডাঊনলোড করুন

ধন্যবাদ সবাইকে সময় নিয়া টিউনটা পড়ার জন্য। আর টিউনটা কেমন হল সেই সম্পর্কে মতামত জানাতে ভুলবেন না যেন। ভালো থাকবেন সবাই।

Level 0

আমি আবু তাহের সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 1212 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তাহের অনলাইন উদ্যোক্তা এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্রেটেজিস্ট হিসাবে কাজ করছি দীর্ঘ ১দশক যাবত। ২০১৭'তে প্রতিষ্ঠা করি ' আওয়ামাহ টেকনোলজিস লিমিটেড ' বর্তমানে এর প্রধান নির্বাহি কর্মকর্তা হিসেবে কর্মরত। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ইংরেজি ব্লগ 'ক্লিক করুন' । ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানাছিল তবে অসাধারন একটি প্লেয়ার ………….ধন্যবাদ সুমন সাহেব

    রাসেল ভাই ওয়েলকাম আপনাকে…
    ভাই সুমন সাহেব বানাইয়া ফেললেন !!!

নিয়ে আসেন কার কতগুলো আছে ।

    ভাই বুজলাম না কি বললেন !!!
    যাই হোক ধন্যবাদ আপনাকে।

    Level 0

    আমার মনেহয় আমি ’’জি এম পারভেজ-liT ‘’ ভাইয়ের কথা বুঝেছি ! উনি চোরাই ভিডিওর কথা বলেছেন ! হি হি, ভাই, এইটাতো চোরাই ভিডিওর জন্য না, জাষ্ট ল্যেপির ওয়েভ ক্যামের জন্য।

    Taher Chowdhury Sumon ভাই, অসাধারন।

    Triple A ভাই হয়তো আপনি জি এম পারভেজ-liTu ভাইয়ের কথা ঠিকি ধরতে পারছেন।
    আপনাকে ও অসংখ্য ধন্যবাদ A ভাই সময় নিয়া টিউনটা পড়ার জন্য।
    ভালো থাকবেন।

চমৎকার লিখেছেন!

    সাজানো থেকে শুরু করে টিউন টা করা সহ প্রথমে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট সময় লাগছে আমার… রাতে যখন টিউন টা পাবলিশ দিয়া ১ম বার দেখতে গেলাম সব ঠিক ছিলো পড়ে আবার লোড দিয়া দেখি নিচের দিকের ছবি সহ ৫ টা স্টেপ নাই… কি সব উল্টা পাল্টা লেখা !!! মাথা গরম হয়ে গেলো… ইডিট পোস্টে গিয়া দেখি মেহেদি ভাই পোস্ট ঠিক করতাছে কিন্তু মনে হয় উনার ঐ খান থেইইকা ঠিক করা সম্ভব হয় নাই (হয়তো প্রর্যাপ্ত উপকরণ না থাকার কারনে)। আর তাই নিজেই নেমে পরলাম ঠিক করতে।

    শাওন এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনার মন্তব্য টা দেখে ভালো লাগছে মনে হচ্ছে কষ্ট টা সফল হইলো।
    ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

    সুমন ভাই বুঝতে পারছি আপনার কষ্ট। একবার কি হয়েছিল জানেন, বিশাল একটা টিউন লেখার পর পাবলিশ দেওয়ার পর দেখি সার্ভার এর্। মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করে আরকি! তারপর থেকে সাবধান। আমি এখন আগে নোটপ্যাডে লিখি, আমার গুগল সাইট এ ইমেজ হোস্ট করি, তারপর টিটি তে লিখি। পাবলিশ এ ক্লিক করার আগে অন্য ট্যাবে টিটি তে ঢুকে দেখি যে সার্ভার ঠিক আছে কিনা। হাহা।

    আপনার ট্রিক কিন্তু বেশ কাজের। ভিএলস দিয়ে আরো মজার কাজ করা যায়, বিভিন্ন ভিডিও এর লিঙ্ক বসিয়ে ইচ্ছামত সিক করে দেখা যায়। আমি ইউএসবি দিয়ে ভিডিও ক্যামেরা থেলে ৩২০*২৪০ এ ক্যাপচার করতাম, ভিএলসি দিয়ে ৭৬০*৪৮০ এ করি, চমৎকার!

    শুভ কামনা রইল 🙂

    আরে ভাই VLC মিডিয়া প্লেয়ার একটা চরম জিনিস। এতো এতো সব ব্যাপার করা যায় যা অন্য গুলাইনে কম ই হয়।
    হ্যা শাওন ভাই আমি VLC প্লেয়ার নিয়া আরও কিছু ট্রিকস শেয়ার করার জন্য এই টিউন টাকে সিরিয়াল টিউনে রুপান্তর করলাম VLC মিডিয়া প্লেয়ার নাম দিয়া। আপনাদের সারা পাবো আশা করি। ধন্যবাদ আপনাকে।

    আমরা একটা টিউন করতে কতো হিসাব নিকাশ কইরা লই আর এখন টেকটিউনস এ প্রথম দিন আইসাই রেফারেল লিংক সহ ইন্টারনেটে আয় করুন শিরোনামে আজে বাজে টিউন দিয়া বসে পাবলিক। আমার আর ভাই কি কষ্ট হয় !!! আপনে ভাই যেই খাইটা টিউন দেন… মাশাআল্লাহ।

    করে যান। আছি তো সাথেই 🙂

    শুনে অনেক ভালো লাগলো 😉

Level 0

ধন্যবাদ। VLC আমার ও সবচেয়ে প্রিয় একটি player.

    CAJ Turjo আপনাকে ও ধন্যবাদ ভাই…
    VLC ছাড়া আমি অন্য কোন মিডিয়া প্লেয়ারে মজা পাইনা।
    আর সত্যি কার অর্থেই VLC মিডিয়া প্লেয়ার টা চরম জিনিস

Level 0

সুন্দর করে উপস্থাপন এর জন্য ধন্যবাদ।

    আপনাকে ও অসংখ্য ধন্যবাদ মুকুট ভাই।
    ভালো থাকবেন।

ভাল হয়েছে। তবে vlc এর ডাউনলোড লিংকটা দিলে ভাল হত। যাদের কাছে এই চমৎকার player টি নাই তারা ডাউনলোড দিতে পারত। সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ।

    ওকে ভাই আমি VLC প্লেয়ারের ডাউনলোড লিংকটা Add করে দিচ্ছি।
    আপনাকে অসংখ্য ধন্যবাদ কাওসার আলম ভাই…

অসাধারণ হয়েছে সুমন ভাই… অনেক কষ্ট করেছেন টিউনটির জন্য বোঝা যাচ্ছে…

    ধন্যবাদ ডিজে কে। কষ্ট… হ্যা তাতো একটু করতে হইছেই রে ভাই।
    তবে এই কষ্ট রে কষ্ট মনে হয় না যখন সবাই বলে…
    " অসাধারণ হয়েছে সুমন ভাই "

Level 0

সিস্টেম টা জানা ছিল না
টিউনটির জন্য ধন্যবাদ।

    আপনাদের কাজে লাগলেই আমার লেখা সার্থক।
    ধন্যবাদ ব্রাদার 🙂

accha yahoo/skype theke video chat er video kivabe save korte pari ta bolte parben plzzzzzzzzz?

    আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
    হ্যাঁ Yahoo এবং Skype দুটো দিয়াই ভিডিও রেকর্ড করতে পারবেন,
    তবে এর জন্য আপনাকে এক্সট্রা সফটওয়্যার ব্যাবহার করতে হবে।
    নিচের লিংকে যান তবে ক্লিয়ার হয়ে যাবেন।

    Skype এর জন্য http://www.record-skype.net/recordskype

    Yahoo এর জন্য http://windows.podnova.com/software/505718.htm

আসাধারন 🙂

    কষ্ট রে কষ্ট মনে হয় না যখন সবাই বলে…" অসাধারণ হয়েছে "
    ধন্যবাদ তানভীর ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
    ভালো থাকবেন।

Level 0

চালিয়ে যান ভাই।আপাতত দরকার নাই। তাই প্রিয়তে রাখলাম।যখন দরকার হবে দেখব। আপনাকে ধন্যবাদ।

    প্রিয়তে নিলেন শুনে ভালো লাগলো।
    আপনাকে ও অসংখ্য ধন্যবাদ saky ভাই সময় করে টিউনটা পড়ার জন্য।
    ভালো থাকবেন।

Level 0

awesome bro nice tune, amar kaje lagbe.

    আপনার কাজে লাগছে কথা টা শুনে মনের ভেতর খুব ভালো লাগতাছে… আমার লেখা সার্থক।
    মন্তব্যের জন্য আপনাকে ১০০+ ধন্যবাদ

দারুন কাজের পোস্ট। থ্যাংকস।

    এস বাসার ভাই ওয়েলকাম আপনাকে…
    ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
    ভালো থাকবেন।

অতি সুন্দর ভাবে আপনি বিষয়টা ফুটিয়ে তোলাতে টিউনটা খুব সুন্দর হইছে,
ধন্যবাদ আপনাকে সুন্দর টিউনটির জন্য।

    অবশেষে আমার বড় ভাইয়ের কমেন্ট টা পাওয়া গেলো।
    ভাই ওয়েলকাম আপনাকে। দোয়া করবেন যেন আরও ভালো লিখতে পারি…
    আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

Level New

খুব সুন্দর, জানা ছিল না। Thanx

    আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।
    ভালো থাকবেন।

পরেরগুলান কই? :@