কাজের কথায় আসা যাক আজ টেকটিউনসে দেখলাম সবাই সবার প্রিয় মিডিয়া প্লেয়ার নিয়া টিউন করছে। তো আমার ও ইচ্ছা হইল যে আমি ও আমার পছদের ভিএলসি (VLC) প্লেয়ারটি নিয়া একটা টিউন দেই। আজ আমি যেই বিষয় টা নিয়া টিউনাইবো সেটা হয়তো অনেকেই জানেন কিন্তু এমন ও তো আছেন যারা ব্যাপার টা ক্লিয়ার না। আর আমার টিউনটা কিন্তু ভাই তাদের জন্যই।আজ আমি দেখাবো ভিএলসি (VLC) প্লেয়ার ব্যাবহার করে ওয়েবক্যাম থেকে কিভাবে ভিডিও রেকর্ড করা যায়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক...
প্রথমে ভিএলসি (VLC) প্লেয়ারটি রান করুন। এবং এটির মিডিয়া (Media) মেনু থেকে ওপেন কেপচার ডিভাইস (Open Capture Device) এ ক্লিক করুন। অথবা আপনি মেনু থেকে Converter / Save (Cont + R) এ ক্লিক করে Capture Device অপশনে যেতে পারেন।
এখন আপনি ওপেন মিডিয়া (Open Media) নামে একটা ডায়ালবক্স পাবেন, যেখানে আপনি ভিডিও ডিভাইস (ওয়েবক্যাম, ইন্টেগ্রেটেড ওয়েবক্যাম প্রভৃতি) ছাড়াও অডিও ডিভাইস (মাইক্রোফোন, লাইনইন ইত্যাদি) সিলেক্ট করে দিতে পারবেন।
প্রথমে ই ভিডিও ডিভাইসটি সিলেক্ট করার জন্য ডিফল্ট (Default) এ ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে আপনার ডিভাইস টি সিলেক্ট করে নেন... এখানে আমি উদাহরণ স্বরুপ ইন্টেগ্রেটেড ওয়েবক্যাম টা ব্যাবহার করলাম।
একি ভাবে ভিডিও ডিভাইস এর মতো করেই অডিও ডিভাইস টা ও সিলেক্ট করে দিন।
আপনি চাইলে কনফিগার (Configure) বাটনে ক্লিক করে বিভিন্ন কনফিগার আপনার মন মত করে নিতে পারেন যেমন Brightness, Contrast, Hue, Saturation প্রভৃতি, এখন এপ্লাই দিয়ে ওকে করেন।
এছারাও আপনি যদি চান তবে কেমেরা কন্ট্রল (Camera Control) এ ক্লিক করে আরও অন্যান্য সেটিংস গুলোও যেমন জুম বা ফোকাস ইত্যাদি ব্যাপার গুলো সেট করে নেন এবং এপ্লাই দিয়ে ওকে করেন।
আবার পুনরায় ওপেন মিডিয়া (Open Media) ডায়ালবক্সে ফিরে আসুন, দেখুন নিচের দিকে প্লে (play) অপশন আছে ওখানে ড্রপ ডাউন মেনু থেকে কনভার্ট (Convert) এ ক্লিক করুন।
এখন কনভার্ট (Convert) ডায়ালবক্স টা চলে আসবে এখানে Destination file এর জাগায় Browse বাটনে ক্লিক করে আপনার ভিডিও ফাইল টি কোথায় সেভ হবে সেই লোকেশনটা সিলেক্ট করে দিয়ে প্রফাইলে আপনার ভিডিও টার ফরমেট টাও সিলেক্ট করে দিন আর নিচের দিকে Dump Raw Input এর স্থানে ক্লিক করে দিন এবং উপরেরে কাজ শেষ হলে এখন Start বাটনে ক্লিক করুন।
আমি এখানে দেখানোর জন্য .mp4 format টা নিয়েছি।
এবং এখন VLC আপনার ওয়েবক্যামটা কে ব্যাবহার করে ভিডিও করা শুরু করবে, ভিডিও করা শেষ হলে নিচের দিকে Stop বাটনে ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ। আপনার সিলেক্ট করা নির্দিস্ট ফোল্ডার সেভ হয়ে গেলো আপনার ভিডিও টি। এখন ভিএলসি (VLC) প্লেয়ারের মাধ্যমে আপনি যখন খুশি দেখতে পারেন আপনার ভিডিও টি।
ভিএলসি (VLC) প্লেয়ার টি ডাউন লোড করতে চাইলে
ধন্যবাদ সবাইকে সময় নিয়া টিউনটা পড়ার জন্য। আর টিউনটা কেমন হল সেই সম্পর্কে মতামত জানাতে ভুলবেন না যেন। ভালো থাকবেন সবাই।
আমি আবু তাহের সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 1212 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি তাহের অনলাইন উদ্যোক্তা এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্রেটেজিস্ট হিসাবে কাজ করছি দীর্ঘ ১দশক যাবত। ২০১৭'তে প্রতিষ্ঠা করি ' আওয়ামাহ টেকনোলজিস লিমিটেড ' বর্তমানে এর প্রধান নির্বাহি কর্মকর্তা হিসেবে কর্মরত। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ইংরেজি ব্লগ 'ক্লিক করুন' । ধন্যবাদ।
জানাছিল তবে অসাধারন একটি প্লেয়ার ………….ধন্যবাদ সুমন সাহেব