আমরা সবাই Refresh Button ক্লিক করে করে ক্লান্ত। আমি এই tradition টা পরিবর্তন করতে পারব না, তবে এটার নতুন একটা স্বাদ দিতে পারি। Refresh Button এর নাম পরিবর্তন করুন খুব সহজেই।
কিভাবে Refresh Button এর নাম পরিবর্তন করবেন?
প্রথমে Resource Hacker সফটওয়্যারটা ডাউনলোড ও ইন্সটল করুন
C:\WINDOWS\system32 এ যান এবং shell32.dll খুলুন (খেয়াল করুন Resource Hacker দিয়ে খুলছে কিনা, না খুললে Resource Hacker ওপেন করে shell32.dll ফাইলটি ওপেন করুন)।
মেনু ট্যাবে ক্লিক করুন 215 তে ক্লিক করে 1033 এ ওপেন করুন।
ওখানে খুঁজুনঃ
MENUITEM “Refresh”, 28931, MFT_STRING, MFS_ENABLED
MENUITEM “”, 65535, MFT_SEPARATOR, MFS_ENABLED
এবং ওটার পরিবর্তে নিচের টা বসানঃ
MENUITEM “GenerousTroopers.Com“, 28931, MFT_STRING, MFS_ENABLED
MENUITEM “”, 65535, MFT_SEPARATOR, MFS_ENABLED
Refresh এর স্থানে আপনার ইচ্ছা মত নাম বসান, Compile Script এ ক্লিক করুন।
Save as করে shell32_new.dll নামে সেভ করুন (খেয়াল রাখবেন ফাইলটি C:\WINDOWS\system32 এই ফোল্ডারেই সেভ করতে হবে), Resource Hacker বন্ধ করুন।
এইবারে Replacer সফটওয়্যারটা ডাউনলোড করে unzip করুন (সবকয়টা ফাইলই unzip করুন)।
Replacer.cmd ফাইলটা ওপেন করে, shell32.dll (c:\WINDOWS\system32) ফাইলটা ড্রাগ করে Replacer এর উপর দিয়ে Enter চাপুন।
এবার shell32_new.dll (যেটা আগে বানালেন) ফাইলটা ড্রাগ করে Enter চাপুন। যে কোন key চেপে বেরিয়ে আসুন।
আপনার কম্পিউটার Restart দিন, কম্পিউটার ওপেন হলে পরিবর্তন খেয়াল করুন।
কিভাবে refresh button কে উপরে নিবেন?
একই পদ্দতি অবলম্বন করে,
MENUITEM “”, 65535, MFT_SEPARATOR, MFS_ENABLED
POPUP “Arrange &Icons By”, 28673, MFT_STRING, MFS_ENABLED, 0
এটার স্থানে নিচেরটা বসিয়ে দিন
MENUITEM “”, 65535, MFT_SEPARATOR, MFS_ENABLED
MENUITEM “GenerousTroopers.Com”, 28931, MFT_STRING, MFS_ENABLED
POPUP “Arrange &Icons By”, 28673, MFT_STRING, MFS_ENABLED, 0
এই একইভাবে ভাবে Arrange Icon By, Paste, Paste Shortcut, New, Properties এর নামও পরিবর্তন করতে পারবেন। এটা Windows XP তে ব্যবহার করেছি, কাজ হচ্ছে অন্য কোন OS এ কাজ হবে কিনা জানি না।
টিউনে কোন ভুল হলে ক্ষমা করবেন, মারাত্মক ভুল হলে বকাবকি কইরেন না প্লিজ। বুঝায়ে দিয়েন।
আমি মুন্সি জাহাঙ্গীর জিন্নাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সেই সর্বাপেক্ষা জ্ঞানী, যে নিজে শিখে ও অপরকে শেখাই...
ভাল টিউন।টেকটিউনস পরিবারে স্বাগতম।