ইংলিশ মুভি হা করে দেখতে হবে না, দেখুন dubbing করা মুভি(ফাউল টিউন)

এটা একটা আনাড়ি টেকনিক ,আমার মত আনাড়ি pc user -দের জন্য 😉
হিন্দি ডাবিং এ কেম্নে মুভি দেখবেন তার টেকনিক বলছি

প্রথমে এ moviearena.org যান

এখানে dubbed hollywood movies section এ যান

আপনার পছন্দের movie টি ডাউনলোড করুন,মুভি ফরম্যাট সাধারণত avi বা 3gp হয়,তাই বেশি টাইম লাগবেনা ডাউনলোড হতে(যদি রবি ইন্টারনেট হয় তাহলে অন্য কথা :D)

এবার torrentz.eu তে গিয়ে dvdrip quality-সেই মুভিটি download করুন

Vlc player এ dubbed movie টা চালান আর একই সাথে Cyberlink অথবা যে মাল্টিমিডিয়া প্লেয়ার আপনি useকরেন তা দিয়ে dvdrip quality মুভিটা চালান

এবার হিন্দি ভাষায় মুভি উপভোগ করুন

আমার প্রথম টিউন...... আগে থেকেই সরি জানিয়ে রাখলাম

**আপনি যে ধরণের ডিসপ্লে নেম দিয়েছেন টেকটিউনসে সেটা গ্রহণযোগ্য  না, চেঞ্জ করে ফেলার জন্য জানানো হলো...

Level 0

আমি Kabir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস এ আপনাকে স্বাগতম।
আরো বিস্তৃত টিউন করুন, প্রয়োজনে আরও সময় নিয়ে টিউন করুন।
আপনার জন্য শুভ কামনা রইলো। ভালো থাকবেন।

    আমরা কী ইংরেজীর থেকে হিন্দিটাই বেশী বুঝতেছি না-কী ? আনিসুল হক (১ম আলোর উপসম্পাদক) তার এক সম্পাদিকয়ীতে লিখিছিলেন, আজ থেকে ৫-৭ বছর পর আপনি যদি বাংলাদেশের রাস্তায় হিন্দিতে কথা বলতে না পারেন তখন সবাই অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে ভাববে, আশ্চর্য, এই লোক বাংলাদেশে বাস করে অথচ হিন্দি জানে না!!!!! মনে হচ্ছে সময়টা খুব বেশী দূরে না । সৃষ্টিকর্তা আমাদের কে রক্ষা করুন। বলেন, আমিন ।
    [ রায়হান ভাই রাগ করো না, আমি হিন্দি বিদ্বেষী কেউ না, তবে হিন্দি যেহেতু মাতৃভাষা বা আন্তর্জাতিক ভাষা না এটা আমি তাই শিখতে পারিনি । তোমার টিউন যারা অনুসরণ করবে তাদের নিশ্চয় অনেক ভালো হিন্দি জানতে হবে । দুঃখিত । ]

    hindi আমিও ঘৃণা করি , আমার মোবাইল এ দেখেন, একটাও হিন্দি গান নেই । কিন্তু ওদের ডাবিং ভাল হয় এটা মান্তেই হবে @ রাজু bro

ইংলিশের চেয়ে কি হিন্দি ভালো বিকল্প মনে হলও আপনার কাছে, এইযে বাংলা ব্লগ গুলু, এগুলু কিন্তু বাংলার বিস্তারের জন্য। যাইহোক যেইসব দর্শকের হিন্দি বুঝার ক্ষমতা আছে কিন্তু সাবটাইটেলে ইংলিশ বুঝার ক্ষমতা নেই তাদের কথা আলাদা। কষ্ট করে টিউন করেছেন, ধন্যবাদ।আপনার জন্য শুভ কামনা রইলো। ভালো থাকবেন।

Level 0

ফাউল টিউন নাম দিয়ে টিউনটার মর্যাদা নষ্ট করে দিলেন।আপনার টিউন টি যদি খারাপ ও হয় সমস্যা নাই।ভালো টাইটেল দিন।।সুন্দর লাগবে।কিছু মনে করবেন না।
ডাবিং মুভি দেখতে হলে ২টা একসাথে চালাতে হবে?হাহাহাহা।
আরেকটা মজার ব্যপার বলতে চাই।moviearena.org এই সাইট এ যেয়ে শয়তান মুভি টা ডাউনলোড করতে যেয়ে দেখি লিঙ্ক আছে কিন্তু ফাইল নাই।

আপনার এই টিউনটি পড়ে লগইন না করে পারলাম না ।
ইংলিশ মুভি দেখে বাঙালি একটু আদটু ইংরেজি শিখবে সেটাও কি আপনার সহ্য হচ্ছে না ? মিয়াঁ ভাই কি নিয়ে টিউন করলেন এটা ।

হিন্দি র চাইতে ইংলিশ অনেক ভাল । হিন্দি তো বুজিই না ।

যাউকগা মিয়াঁ ভাই মাইন্ড লইএন না।

হিন্দি ডাব শোনার চেয়ে সাবটাইটেল দিয়া রাশিয়ান শোনা ভাল।

মুভির আসল মজা পাইতে চাইলে অবশ্যই ডিফল্ট ভাষাতেই দেখা উচিত।

কথাটা ১৭-১৮ বছর আগের হলে মানাত, কিন্তু এখন কথাটা অন্তত এই জায়গায় মানানসই নয়। কথটা স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষদের জন্য প্রযোজ্য। আমি অভ্র ইউজ করছি ২ দিন যাবত কিন্তু ভাই বানান ভুল করি নাই কোন পোস্টে, অভ্র ফনেটিক দিয়ে খুব সহজে বাংলা লেখা যায় বিধায় এ দিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে লিখব সেটা তো ঠিক নয়, কথাটা সবার জন্য প্রযোজ্য (আমার জন্যও)।
ধন্যবাদ

    সানি ভাই খেয়াল কইরেন, এই টিউন কিন্তু ১০ জন প্রিয় টিউনসে যুক্ত করছে, আর ৪ টা থাম্বস আপ আছে, ভাইরে কোন দেশে আছি, ইংরাজি বাদ দিয়া হিন্দিরেই বাংলাদেশের 2nd এমনকি 1st ল্যাংগুয়েজ করার দাবী খুব শিঘ্রই উঠতে পারে 🙁

    অভ্র ফনেটিক দিয়ে খুব সহজে বাংলা লেখা যায় বিধায় এ দিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে লিখব সেটা তো ঠিক নয়, কথাটা সবার জন্য প্রযোজ্য
    এটা আমার জন্য বেশি প্রযোজ্য, আমি বোধহয় বানান ভুল খুব বেশি ই করি 🙁

Level New

হতে পারে এটা কাজের টিউন কিন্তু আমি এর তীব্র প্রতিবাদ করতেছি। ইংরেজী জানি না আমরা অথচ হিন্দী জানি- এইটা ভাবতেই মেজাজটা খারাপ হয়ে যাইতেছে।

ভালো হোৈসে…..

ভাই…খুব ভাল টিউন করেছেন… জাতির ব্যাপক উপকার হইবে… এমনিতেই বাচ্ছারা ডরেমন নামক কার্টুন এর জন্য বাংলা ভুলতে বসেছে… এখন আপনি আসছেন হিন্দিতে মুভি দেখাতে…বাহ বাহ…!!!

Level 0

আমি ইংরেজি শিখেছি হলিউডের মুভি দেখে ।। আমার হিন্দি ডাবিং করা মুভি দেখার অনেক সুযোগ থাকলেও আমি দেখিনি । যদি তাই দেখতাম তবে আমি আজ ইংরেজি জানতাম না । কষ্ট করে সময় নিয়ে সাবটাইটল সহ মুভি দেখে আর কেউ না হলেও অন্তত আমি সীমাহীন উপকৃত হয়েছি ।। হিন্দি খুব ভাল জানি । তাই বলে কোনদিন ইংলিশ মুভি হিন্দি তে দেখিনি । ভাল লাগেনি ।

Level 0

তেরা কাসাম. মে হিন্দি নেহি জান্তা. 😉