জেনে নিন, আপনি কতক্ষণ পিসি তে আছেন!!!

টেকটিউনস এ এটাই আমার প্রথম পোস্ট। আশা করি আপনাদের কাজে লাগবে।

আজ আমি আপনাদের যে সফটওয়্যারটির কথা বলব, তার কাজ হল, আপনি কতক্ষণ পিসি চালু রাখেন, তার হিসাব রাখা।

এর মাধ্যমে আপনি যা যা জানতে পারবেনঃ

১. আপনি গত ৩ সপ্তাহে প্রতিদিন কত ঘণ্টা আপনার পিসি চালু রেখেছিলেন।

২. কয়টা থেকে কয়টা পর্যন্ত চালু রেখেছিলেন।

৩. গত ৩ সপ্তাহে আপনি প্রতিদিন গড়ে কত ঘণ্টা পিসির পেছনে ব্যয় করেছেন।

মজার এই সফটওয়্যার টি আকারে খুবই ছোট, মাত্র ২৭৭ কিলোবাইট

এখনই ডাউনলোড করুন আর আবিষ্কার করুন কিছু অজানা তথ্য!!

ডাউনলোড করতে কষ্ট করে এখানে ক্লিক করুন !!

 

Level 0

আমি ডাঃ সুজন পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেক টিউনে আপনাকে স্বাগতম। ছবি দিলে ছবি দিলে বুঝতে সুবিধা হয়। পরবর্তীতে ছবি সহ টিউন করবেন, আশা করি ।

    এই সফটওয়্যার এ বোঝার কিছু নাই। পোর্টেবল সফটওয়্যারটি ডাউনলোডের পর ডাবল ক্লিক করলেই রেজাল্ট পেয়ে যাবেন। তাই আর ছবি দিলাম না। ভবিষ্যতে অবশ্যই ছবিসহ টিউন করব।
    আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টে কমেন্ট করার জন্য। আমি এখন প্রতিদিন ১০ ঘণ্টা পিসি চালাই। আপনার রেজাল্ট জানাবেন কিন্তু…

    আমি সফটওয়্যার ছাড়াই বলে দিতেপারি… হাসি। দিনে ১৮ ঘণ্টা। ভয় পেয়েন না কিন্তু । যা বলছি একেবারে সত্য বাস্তব।

thank u 12.00AM TO 12.00 PM

    ভাই কি রাত্রিকালীন ইন্টারনেট প্যাকেজ ইউজ করেন?? আমিও এই সময়টাই বেশি ব্যবহার করি। কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

    আমি ব্রডবেন্ড ইউজ করি
    ধন্যবাদ

eita to bai trail verson……………….

    এটা সারাজীবনই গত ৩ সপ্তাহের হিসাব আপনাকে দেখাবে। এর মেয়াদ কখনো ফুরাবে না। সেই অর্থে এটা ট্রায়াল না। কিন্তু সারা বছরের হিসাব আপনি পাবেন না, আপনি নিকট অতীতে কতটুকু সময় পিসিতে দিচ্ছেন, তা জানতে পারবেন। সেই অর্থে এটা ট্রায়াল। আমার মনে হয়, এর চেয়ে বেশি কিছু নরমাল হোম ইউজারদের দরকার নাই। কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

ধন্যবাদ। তবে আমি নিজেই জানি আমারটা ২৪ ঘন্টা চলে 🙂 যেমন আজ আপনার সফটওয়্যার এর হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত ২১ ঘন্টার কিছু বেশি হয়েছে। রাত ১২ টার সময় ২৪ ঘন্টা পুরন হবে।

    সাইফুর রহমান ভাই আপনি কোন দেশে থাকেন ? এতোক্ষন কারেন্ট থাকে আপনার ওখানে ?

    আপনার তো তাহলে এটা কোন কাজেই আসবে না !! কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ! ভাল লাগল ।

    কমেন্টের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

আমি আগে ১৫ ঘন্টা বসতাম | এখন ১৩ ঘন্টা | আমার মা প্রতিদিন এটা নিয়ে বকা-ঝকা করে | বলে, "দেখে আয় তো, তোর মতো কে এতক্ষণ পিসির সামনে বসে থাকে ?! "
আপনাদের করা কমেন্ট গুলো কাল সকালে মাকে দেখাবো |
🙂

    মা-বাবা কেন যেন বুঝতে চায় না, পিসি ছাড়া আমাদের দিন কাটে না !! কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

একটানা 13 – 14 ঘন্টা !! আমারতো ভাই কারেন্ট-ই থাকে না । আমিও পিসি তে বেশী সময় ব্যয় করি , খাইতে দেরী হয় এর জন্য আব্বা খুব রাগারাগী করে । আর ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য । কিন্তু আমি এখনো ডাউনলোড করতে পারিনি । মোবাইলে ডাউনলোড লিংক পাচ্ছি না । পিসি দিয়া ট্রাই করে দেখবো ।

    আমি অবশ্য ল্যাপটপ ইউজার। তাই সারারাত ইউজ করতে পারি। ডাউনলোড করে নিন তাড়াতাড়ি। কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

Level 0

ভাই আমাকে তো ভুল সময় দেখায়
কিন্তু স্ফট টা ভালো
ধন্যবাদ

    ভুল সময় দেখায় নাতো। আপনার কম্পুর ঘড়ি অনুযায়ী পিসি কতক্ষন খোলা ছিল, সেই সময় টুকু দেখাবে। কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

ধন্যবাদ শেয়ার করার জন্য

    কমেন্টের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। এটা সবার পিসিতেই থাকা উচিৎ।

Thanks. Cnet theke download korte partesina. Help me please. Send it to me via email if you can [email protected].

Level 2

vai download to korte parina ……….. mediafire link dile valo hoto

Level 0

Start > Run > Type cmd and Press Enter
Type systeminfo and Press Enter
Now You Can Show System Running Time and more….

Thanks Everybody