আমরা আমাদের প্রয়োজনীয় ফাইল যাতে অন্য কেউ না দেখতে পারে সে জন্য আমারা গাইবী ফোল্ডার বা invisible ফোল্ডার তৈরি করে থাকি । কিন্তু সাবধান ভাই আজ থেকে আর এ পথে ভুলেও পা দিয়েননা । কারন এর মাধ্যমে আপনি আপনার মনের অজান্তে প্রয়োজনীয় ফাইলগুলো সবার কাছে উন্মুক্ত করে দিচ্ছেন ।
এখন চলুন দেখি আসি কিভাবে আমরা অন্যের কম্পিউটারের invisible ফোল্ডার ওরফে গাইবী ফোল্ডার খুঁজে বের করবো ।
(আরা যারা invisible ফোল্ডার ওরফে গাইবী ফোল্ডার সম্পর্কে অবগত নয় তারা এই টিউনটি দেখুন )
# প্রথমে ডেক্সটপ এর My Computer এর আইকনে মাউসের রাইট বাটন এ ক্লিক করে সার্চ অপশন এ যাই
# এবার All files and folder এ ক্লিক করুন
# এবার All part of the file name বক্সের মধ্যে alt চেপে ধরে লিখুন 0160
# এবার search বাটন এ ক্লিক করুন এবং দেখুন মজা
# এবার ডাবল ক্লিক করে দেখে আসুন আপনার বন্ধুর গোপন ফাইল
@@@@@@@ আমার টিউনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রিয়তে যুক্ত করুন । @@@@@@@
nice…………..