ছোট্ট একটি গণিত ম্যাজিক!!!

ইদানিং খুব ব্যস্ত হয়ে পড়ার কারণে খুব বেশি টিউন পড়া ও করা হয়না । আজ একটু সময় পেলাম তাই আপনাদের জন্য ছোট্ট একটি টিউন করলাম । জাষ্ট একটু মজা !!

আজ আপনাদের জন্য রয়েছে একটি ছোট্ট গণিতের ম্যাজিক । ম্যাজিক টি হল আপনি মনে মনে তিনটি এক অংকের সংখ্যা ধরবেন আমি সেটা বলে দিব । কিভাবে ? তাহলে নীচের মত কাজ করুন -

  • প্রথমে এক অংক বিশিষ্ট তিনটি সংখ্যা (শূণ্য না হলেই ভাল) মনে মনে ধরুণ ।
  • এবার প্রথম সংখ্যাটিকে ২ দ্বারা গুণ করুন ।
  • গুণফলের সাথে ৫ যোগ করুন ।
  • তারপর প্রাপ্ত যোগফলকে ৫ দ্বারা গুণ করুন ।
  • প্রাপ্ত গুণফলের সাথে দ্বিতীয় সংখ্যাটি যোগ করুন ।
  • এই যোগফলকে ১০ দ্বারা গুণ করণ ।
  • প্রাপ্ত গুণফলের সাথে তৃতীয় সংখ্যাটি যোগ করুন ।
  • যে ফল পেলেন তা থেকে ২৫০ বিয়োগ করলে যে তিন অংক বিশিষ্ট সংখ্যা পাওয়া যাবে তাই হবে সিলেক্ট করা তিনটি সংখ্যা ।

সবাইকে ধন্যবাদ ।

Level 0

আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হমম হয়েছে। মজা পেলাম। ধন্যবাদ 'ছাত্র ও শিক্ষক' ভাই।

Level 0

এটা অনেক পুরানো ট্রিক্স।যখন স্কুল এ পড়তাম তখন এই ম্যাজিক টা নিইয়ে সবাই কে ধরতাম।এখানে তুলে ধরার জন্য ধন্যবাদ স্যার।

    এরকম অনেক গুলোই আছে প্রায় একই ধরণের ।
    ধন্যবাদ ।

    পুরান হইছে তাতে কি? আপনি কি জানেন না যে "পুরান চাইল ভাতে বাড়ে"???

ভাল হয়েছে। ছোট থাকতে অনেক মজা করতাম, এই ম্যাজিক নিয়ে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

অনেক আগে জানা ছিল মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ

ধন্যবাদ সুন্দর ম্যাজিকটি শেয়ার করার জন্য।

ভাই, আমার মাথায় পেজগি লেগে গেছে আপনার অঙ্ক করতে গিয়ে। কাল সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা মাথায় করব। ভাল থাকবেন।

১ ২ আর ৩ ধরসি। হিসাব মিলতেছেনা 😳

    ১গুণ২=২+৫=৭গুণ৫=৩৫+২=৩৭গুণ১০=৩৭০+৩=৩৭৩-২৫০=১২৩
    তাহলে আপনার মনে মনে ধরা তিনটি সংখ্যা হল ১, ২, ৩ । বুঝা গেল ?

    ও আচ্ছা বুঝবার পারসি। আম্মা আমি কেলাসে ফাস্ট হইচি 😀

হাঁয় আল্লাহ মিল্লা গেলো দেখি। জোস টিউন।
ধন্যবাদ মোস্তফা ভাই শেয়ার করার জন্য…

Level 0

স্যার আপনি আপনার tune এর সমালোচনা শুনতে চান তাই একটু সমালোচনা করলাম….. এরকম জিনিস ভালো লাগে না ….. এরকম অসংখ্য জিনিস করা যায়… এটার ব্যাখ্যা হল-

10{5(x*2+5)+y}+z-250

    Level 0

    100x+10y+z

    ক্লাশে পড়ানোর সময় দেখা যায় কিছু শিক্ষার্থী আছে যারা আগে থেকেই পড়ার বিষয়বস্তু সম্পর্কে জানে ফলে যখন ঐ একই বিষয় নিয়ে
    আলোচনা করা হয় তখন তাদের কাছে ভাল লাগেনা । 🙂
    ধন্যবাদ আপনাকে আপনার সমালোচনার জন্য ।

    কেন জানি আপনার সূত্রটা এখানে কিভাবে প্রয়োগ করতে হবে তা বুঝতে পারছিনা । একটু বুঝিয়ে দিলে ভাল লাগত ।

    Level 0

    sorry sir..আমি আসলে একটু fun করলাম….. R স্যার ঐটা আসলে ব্যাখ্যা না just আপনি যেই ধাপগুলোর কথা বলেছেন তাকে equation আকারে লিখলাম …… সত্যিই স্যার আমি seriously বলেনি

Level 0

ভাল লেগেছে

সবার বোধহয় গণিতে প্রবল আগ্রহ আছে। কমেন্টস দেখে বরই আনন্দিত হলাম। গণিত এবং পদার্থ বিজ্ঞান আমার নেশা। তাই ছাত্র ও শিক্ষক ভাই আপনার এই ছোট্ট ম্যাজিককে একটু পরিবর্তন করে দিলাম। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লাগল জানাবেন…………..:)

প্রথমে এক অংক বিশিষ্ট তিনটি সংখ্যা (শূণ্য হওয়া চলবে না) মনে মনে ধরুণ ।
এবার প্রথম সংখ্যাটিকে ২ দ্বারা গুণ করুন ।
গুণফলের সাথে ২০ যোগ করুন ।
তারপর প্রাপ্ত যোগফলকে ৫ দ্বারা গুণ করুন ।
প্রাপ্ত গুণফলের সাথে দ্বিতীয় সংখ্যাটি যোগ করুন ।
এই যোগফলকে ১০ দ্বারা গুণ করুণ ।
প্রাপ্ত গুণফলের সাথে তৃতীয় সংখ্যাটি যোগ করুন ।
যে ফল পেলেন তা থেকে ১০০০ বিয়োগ করলে যে তিন অংক বিশিষ্ট সংখ্যা পাওয়া যাবে তাই হবে সিলেক্ট করা তিনটি সংখ্যা।

ভাল থাকবেন।

উল্লেখ্য আপনারটা [{(X * 2 + 5 ) x 5} + Y] x10 + Z – 250 = X,Y,Z – এই নিয়ম অনুসরন করছে আর আমারটা
[{(X * 2 + 20 ) x 5} + Y] x10 + Z – 1000 = X,Y,Z – এই নিয়ম অনুসরন করছে।

আবারো ধন্যবাদ।

সত্যি অসধারন ।