গুগলের ওয়েবভিত্তিক ই-মেইলআদান-প্রদানের সেবা জিমেইল জিমেইলে থিম ব্যবহারের সুবিধা অনেক আগেই ছিল, সঙ্গে ছিল নিজস্ব থিম ব্যবহারের সুবিধা। সম্প্র্রতি নিজস্ব থিমে নিজস্ব ছবি রাখার সুযোগ দেওয়া হয়েছে।ফলে ব্যবহারকারীরা জিমেইলে নিজের পছন্দের ছবি ব্যবহার করতে পারবে।
এ জন্য জিমেইলে ঢুকে Mail Settings-এ ক্লিক করুন। এবার Themes ট্যাবে ক্লিক করে নিচে Create your own theme-এ ক্লিক করুন, তাহলে পপআপ উইন্ডো চালু হবে। এবার মূল অংশে (ওপরে) ক্লিক করলে Main Background নামে একটি রঙের চার্ট আসবে, যার নিচে Background Image-এর Select-এ ক্লিক করলে একটি পপআপ উইন্ডো আসবে। এখানে পিকাসা অ্যালবাম থেকে ছবি পছন্দ করে অথবা কম্পিউটার থেকে JPG, GIF বা PNG ফরম্যাটের ছবি আপলোড করে সেট করুন। এভাবে ফুটারের ছবিও যুক্ত করতে পারেন। সব শেষে Save বাটনে ক্লিক করে দেখুন জিমেইলে ছবিটি দেখা যাচ্ছে।
আরো কিছু টিউটোরিয়ালঃ
১. s60 ফোনের ফন্ট creator
২. opera mini ব্রাউজারে বাংলা পড়ুন
৩. XP এর জন্য Win7 থীম
৪. কিছু বই
৫. সফটওয়্যার এর ট্রায়াল পিরিয়ড আর শেষ হবে না। চলতেই থাকবে।
৬. মোবাইলের দরকারি জাভা অ্যাপ্লিকেশন চালান আপনার কম্পিউটারে
৭. ভুলে যান ইন্টারনট ডাউনলোড ম্যানেজারের রেজিস্ট্রেশন এর কথা। রেজিস্ট্রেশন ছাড়াই আজীবন ব্যবহার করুন।
৮. তৈরি করুন আপনার নিজের পছন্দের রান কমান্ড
৯. আনুমতি ছাড়া আর কেউ কম্পিউটারের ইউ এস বি পোর্ট কোন কাজে ব্যবহার করতে পারবে না! আপনার নিরাপত্তা আপনি নিশ্চিত করুন।
১০. মাউস ক্লিক করে অন করুন আপনার কম্পিউটার
চাইলে এখান থেকে একটু ঘুরে আসতে পারেন। কিছু তথ্য পাবেন, হয়তো আপনার আজানা।
ধন্যবাদ।
আমি মুনীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ারের জন্য ধন্যবাদ