ডেবিট/ক্রেডিট কার্ড ছাড়া এ্যাপল আইটিউনস এ্যাকাউন্ট খোলার পদ্ধতি

সাইফুল ইসলাম ভাইয়ের আইফোনের উপর কিছু টিউনস দেখে খুব অনুপ্রাণিত হলাম একটা টিউন করার জন্য। তার টিউনে কেউ কেউ প্রশ্ন করেছে কিভাবে আইটিউনস আইডি (এ্যাপল আইডি) পেলো। আমার এই টিউনস তাদের জন্য।

এ্যাপল আইডি খোলার জন্য আপনার যা যা লাগবে:

  • ১. একটা কম্পিউটার।
  • ২. আইটিউনস সফটওয়্যার।
  • ৩. ইন্টারনেট সংযোগ।

আপনার কম্পিউটারে যদি আইটিউনস সফটওয়্যারটি না থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করে নিন।

আউটিউনস ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গেলে তা ওপেন করুন। ওপেন হয়ে গেলে বাম দিকে আইটিউনস স্টোর এ ক্লিক করুন, তারপর এ্যাপস্টোর এ ক্লিক করুন:

তারপর উইন্ডোর ডানপাশে একটু নিচের দিকে গিয়ে Free Apps Pane থেকে যে কোনো একটা এ্যাপ্লিকেশন সিলেক্ট করে নিচের মতো ফ্রি বাটনে ক্লিক করুন:

Sign in to Download from the itunes store নামে একটা উইন্ডো আসবে, সেখান থেকে Create New Account সিলেক্ট করুন:

পরবর্তী উইন্ডোতে Continue বাটনে ক্লিক করুন:

লাইসেন্স এগ্রিমেন্ট উইন্ডোতে প্রথমে I Accept এ ক্লিক করুন, তারপর Continue তে ক্লিক করুন ( দুঃখিত, আমার এখানে আরবিতে দেখাচ্ছে)

এখন যাবতীয় তথ্য দিয়ে Continue বাটনে চাপুন: (পাসওয়ার্ড অবশ্যই ভাল মানের দিতে হবে, যেমনঃ TechTunes2008# )

এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব, পেয়মেন্ট উইন্ডোতে অবশ্যই NONE এ ক্লিক করুন, তারপর বিলিং এ্যড্রেস দিয়ে Continue বাটনে ক্লিক করুন:

ভেরিফাই উইন্ডোতে এসে Done এ ক্লিক করুন। ব্যাস হয়ে গেলো আপনার নিজস্ব এ্যাপল আইটিউনস এ্যাকাউন্ট। কিন্তু আপনার ইমেইলে গিয়ে এ্যাকাউন্ট ভেরিফাই করার আগ পর্যন্ত এই এ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন না।

আপনার যে ইমেইল এ্যাকাউন্ট আপনি এ্যাপল আইডি তৈরী করার জন্য ব্যবহার করেছেন, সেথানে লগইন করে এপলের Please verify the contact email address for your Apple ID. মেইলটি খুলুন এবং নিচের মতো Verify Now এ ক্লিক করুন:

ক্লিক করার পর আপনার ব্রাউজার আপনাকে এ্যপলের সাইটে রিডিরেক্ট করবে। সেখানে আপনার লগইন ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন। ব্যস হয়ে গেলো আপনার নিজের আইটিউনস এ্যকাউন্ট। যা দিয়ে আপনি এ্যাপলস্টোর থেকে যে কোন ফ্রি এ্যাপলিকেশন বা অন্য কোন কনটেন্ট ডাউনলোড করতে পারবেন।

আর একটা ব্যাপার, এই এ্যাকাউন্ট দিয়ে আপনি শুধু ফ্রি কনটেন্ট গুলোই ডাউনলোড করতে পারবেন, যদি পেইড কোন কনটেন্ট ডাউনলোড করতে চান, তখন এ্যাপলস্টোর আপনাকে আপনার ডেবিট/ক্রেডিট কার্ড এর তথ্য দিতে বলবে।

জানি না কতটুকু বর্ণনা করতে পেরেছি আপনাদের কাছে, তবে আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনাদের মন্তব্য আমাকে ভবিষ্যতে আরো টিউন করতে সাহায্য করবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।

Level 0

আমি শামীম রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 345 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিষন্নতা এক নীরব ঘাতক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Good

cydia দিয়ে সব প্রিমিয়াম সফটওয়্যার মাগনা পাওয়া যায় !

    ভাইরে, আমি বলেছি যাদের নেই তাদের জন্য। সবাই মনে হয় জেইলব্রোকেন আইফোন ব্যবহার করে না, যেমন আমি। কিন্তু আমি দেখেছি, Cydia diye kora jao. আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। Cydia সম্পর্কে আপনার ধারনা ভালো, আশা করি এ বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে পারবো খুব শীঘ্রই।

    না ভাইয়া আপনার টিউন তো চমৎকার হয়েছে। আর আসলে ফ্রি এপ্লিকেশন গুলোই ডাউনলোড করে শেষ করা যায় না …
    প্রস্তাবটা ভাল লেগেছে।

ধন্যবাদ শামীম ভাই। 🙂

very nice tune. সুন্দর হয়েচে/ চালিয়ে যান /ধন্যবাদ

Level 0

সম্ভব নয়। যদি সম্ভব হয় তা হয়ত দুবাইয়ের বাইরে।

Level 0

amio aki vabe itune use kori,, age thekei,,,,,,,,,tarporeo samim vai k dhonnobad

Level 2

vai donnobad dea chotto korlam na!!!!!!!!!!!!!!!!

Level 2

ভাই পাসওয়াড ভুল দেখায় কেন। কি নিয়মে পাসওয়াড দিতে হয়। প্রিজ বলেন।

    @Doulat: সাধারন নিয়ম, আপনার পাসওয়ার্ডে অবশ্যই কমপক্ষে একটা নাম্বার, একটা ক্যাপিটাল লেটার রাখুন, কাজ করবে।

এই নিয়মে apple id আর খোলা সম্ভব না, কারণ payment method এর None অপশনটি আর নেই…।
🙁

    @Everything Mars: যেভাবে দেখিয়েছি সেভাবে চেষ্টা করলেই অবশ্যই নান অপশন টা দেখাতো। আপনি মনে হয় “তারপর উইন্ডোর ডানপাশে একটু নিচের দিকে গিয়ে Free Apps Pane থেকে যে কোনো একটা এ্যাপ্লিকেশন সিলেক্ট করে নিচের মতো ফ্রি বাটনে ক্লিক করুন” এই স্টেপটা ফলো করেন নি:@Everything Mars:

sorry, my bad… payment method এর None অপশনটি আছে…

Level 2

I am very great full to you for getting free apple acount
Thank you so much
All the best
have a good life

এ্যত্তো এ্যত্তো শুভ কামনার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ

Level 0

bhai keo parle amake ekta itunes id khule den ,,plzz ,.. email : [email protected]

    @eftee
    : ভাই, একটা আইডি বানানো ব্যাপার না, আপনি নিজে একটু চেষ্টা করেই দেখুন না, খুব সহজ

      @শামীম রাহমান: ভাই আজকাল আর None অপশন আসছে না ।

Level 0

@আলীম ভাই, আমি এই মাত্র আইডি খুললাম। NONE অপশন এখনো আছে। আপনি ভালো করে শামীম ভাইয়ের দেয়া নিয়ম গুলো খেয়াল করুন।
@শামীম ভাই, আপনার দেয়া টিপস ফলো করে সহজেই খুলে ফেললাম এপল আইডি। ধন্যবাদ ভালো থাকবেন।