ইন্টারভিউ দিতে গিয়ে অনেক তরুণ-তরুণী জানা জিনিস গুলিয়ে ফেলেন কিংবা করে ফেলেন ছোটখাটো ভুল। অথচ কয়েকটি বিষয়ের প্রতি সচেতন থাকলে, ইন্টারভিউয়ে সাফল্য পাওয়া যায়। এসব বিষয়ের কয়েকটি নিচে দেয়া হলো
০ চেয়ারে বসার সময় আলতোভাবে বসবেন। চেয়ার একটু সরিয়ে বা শব্দ করে বসা একদম চলবে না। চেয়ারের পিঠে আলগা করে হেলান দিয়ে শিরদাঁড়া সোজা করে স্বস্তিকর ভঙ্গিতে বসুন।
০ চেয়ারের পিঠে কাঠ কাঠ ভঙ্গিতে অথবা আরাম কেদারায় বসার মতো হাত পা ছড়িয়ে বসবেন না। বসে পা নাচাবেন না। অতিরিক্ত নড়াচড়া করবেন না।
০ কাগজপত্রের ফাইলটি টেবিলের ওপর রাখুন। প্রয়োজনীয় কাগজপত্র ফাইলে ধারাবাহিকভাবে সাজিয়ে রাখুন। যেমন- পরীক্ষার সার্টিফিকেট, মার্কস শিট, অভিজ্ঞতার সার্টিফিকেট ইত্যাদি। ইন্টারভিউ বোর্ডের কোনো সদস্য কাগজপত্র দেখতে চাইলে সহজেই একের পর এক পাবেন।
০ হাঁচি পেলে রুমাল বের করে মুখে ঢেকে হাঁচি দিবেন। কাশি পেলে মাথা ঘুরিয়ে হাত দিয়ে মুখ ঢেকে কাশি দেবেন। হাঁচি বা কাশির পর মুহুর্তেই সরি বলবেন।
০ কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে আমতা আমতা করবেন না। সরাসরি স্মার্টভাবে বলুন, সরি এটা আমার জানা নেই। প্রশ্নকর্তা অপেক্ষায় রেখে কোনো প্রশ্নের উত্তর মনে করার চেষ্টা থেকে বিরত থাকুন।
০ ইন্টারভিউয়ের শেষে কখনোই প্রশ্ন করতে যাবেন না। যে চাকরিটি আপনার হবে কি? এতে ইন্টারভিউ গ্রহণকারীরা দুবলর্তা হিসেবে গ্রহণ করতে পারেন।
০ ইন্টারভিউ দেবার সময় পরনে ফর্মাল পোশাক থাকাটাই ভালো।
আমি মোহিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 158 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Anek onek thanx.