আমার প্রিয় মানুষদের একজন অন্যতম হলেন প্রবীর ঘোষ (ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি) র প্রতিষ্ঠাতা ।
বছর চারেক আগে ওঁনার ” যুক্তিবাদীর চ্যালেঞ্জাররা ’’ নামে একটি বই পড়েছিলাম । ওঁনার নামের সাথে সেই আমার প্রথম পরিচয় । বইটি পড়ার পর আমার ভিতরে সবকিছু যেন বদলে গেল । আমি জিন, ভূত, তাবিজ-কবজ এসবে বিশ্বাস করতাম না কিন্তু তারপরেও মনের ভিতর কেমন যেন একটা ঝাপসা ভাব ছিল, স্পষ্ট হতে পারতাম না । কারন সেই ছোটবেলা থেকে জিন-ভুতের কত গল্প শুনেছি কখন বাবা-মা কখন দাদা-দাদি আবার কখন পাড়া প্রতিবেশিদের কাছ থেকে । তারা এমনভাবে গল্পগুলো বলতো যেন সেগুলো তাদের চোখের সামনেই ঘটেছে । সুতরাং বিশ্বাস না করার কোন উপায় ছিল না । এমনকি আমি নিজেও কিছু অলৌকিক ঘটনা দেখেছি । তবে সব চেয়ে বড় সমস্যা হল এমন কিছু লোক আছে যাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করি, সম্মান করি এবং জ্ঞানী বলে মনে করি । তারা শিক্ষিত, বড় বড় পোস্টে চাকুরি করে, জ্ঞানী জ্ঞানী কথা বলে তারা যখন এসব গল্প সুন্দর করে বলে এবং বিশ্বাস করে তখন আমাদের মত সাধারণ মানুষদের বিশ্বাস না করার আর উপায় থাকে না ।
সব মিলিয়ে এমন অবস্থা দড়াল যে আমি সেই ঝাপসা জগত থেকে বেরিয়ে আসতে পারলাম না কেউ আমাকে স্পষ্ট করে ব্যাখ্যাও দিতে পারল না । এই ঝাপসা জগত থেকে যিনি আমাকে মুক্তি দিয়েছিলেন যিনি আমাকে আলোতে নিয়ে এসেছিলেন তিনি হলেন
প্রবীর ঘোষ
কেউ যদি দাবি করে যে তার অলৌকিক ক্ষমতা আছে এবং সেটা প্রমাণ করে দেবেন বলে চ্যালেঞ্জ করে তাহলেও এই প্রবীর ঘোষ সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন । এরকম অনেক চ্যালেঞ্জই তিনি গ্রহণ করেছেন এবং এখনও করছেন এবং সেসব চ্যালেঞ্জের যথাযথ মোকাবিলা করে এখনও টিকে আছেন ।
যে মোহাম্মদ আলির মত বিখ্যাত মুষ্টিযোদ্ধাও দাবি করেন যে তিনি শূন্যে ভাসতে পারেন এবং স্বয়ং ঈশ্বর তাকে এ ক্ষমতা দিয়েছেন সেই বিখ্যাত লোকের অলৌকিক ক্ষমতাকেও এই প্রবীর ঘোষ লৌকিক বলে প্রমাণ করেছেন ।
এই ঘটনাটি পাবেন প্রবীর ঘোষের “ অলৌকিক নয় লৌকিক-২য় খন্ড ’’ বইটির শেষের দিকে ।
টাইটেল: “ বিশ্বাস, বিশ্বাসই সব, বলেন আলি ’’
আমার মত যারা বই পড়ুয়া আছেন তাদের বেশির ভাগই ওঁনার নাম কখনও শোনেননি । বইগুলো পড়ার পর আমার কেন যানি মনে হয়েছে ওঁনার নাম সকলেরই জানা উচিত এবং বইগুলো পড়া উচিত । আপনার, আমার, এই বাংলার মুক্তির জন্য তার মত প্রবীর ঘোষের খুবই দরকার ।
উল্লেখ্য: স্বাধীন দেশে বাস করলেও সত্যিকার অর্থে আমরা স্বাধীন নয়, মুক্ত নয় ।
বইগুলো পড়ার জন্য আপনাকে কিছু টাকা খরচ করতে হবে । ভাল ভাল লাইব্রেরিগুলোতে খোজ করলেই পাবেন । বইগুলো পড়ে চেষ্টা করলে আপনি নিজেও একজন ম্যাজিশিয়ান হতে পারবেন । সর্বপ্রথম আমি যে বইগুলো পড়তে বলব তা হল :
***. “ অলৌকিক নয় লৌকিক ১ম-৫ম খন্ড ’’
এছাড়াও ওঁনার আরও বেশকিছু বই আছে খোজ করলেই পাবেন ।
###. এই লেখক সম্পর্কে জানতে ভিজিট করুন : http://www.prabirghosh.com/
বিশেষ দ্রষ্টব্য : দয়া করে ভাববেননা যে আমি এই লেখকের হয়ে দালালি করছি অথবা বিঞ্জাপন দিচ্ছি । এই লেখাই আমি শুধুমাত্র আমার অনুভূতি এবং আমার ইচ্ছার কথাগুলো তুলে ধরেছি । সে স্বধীনতাটুকু অবশ্যই আমার আছে ? তবে আমি জোর দিয়ে বলতে পারি বইগুলো পড়ে আপনি যা পাবেন তা হয়ত সারা জীবনেও পাবেননা এবং আমার কথা সারা জীবন মনে রাখা লাগবে ।
আমি এলোমেলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am working at Freelancer.com for 2 years as a WordPress theme developer and also have 6 years experience on blogger. html, css, jQuery, bootstrap, responsive design expert.
তার ৮টা বই পড়েছি।তবে তার সব কথার সাথে একমত না।ইসলাম সম্পর্কে তার ধারনা খুবই কম।