আমরা অনেকেই fb তে অনেক উল্টা পাল্টা পোলাপাইনদের friend request পাঠাই। কিন্তু অনেকেই আমাদের এই request accept করেনা। অতিরিক্ত pending request থাকলে fb আমাদের friend request ব্লক করে দেয়।
আমরা খুব সহজেই এই pending request গুলো দেখতে পারব।unfriend নামের একটি প্রোগ্রাম আপনাকে একাজে সহায়তা করবে।প্রোগ্রামটি ইনস্টল করার পর unfriend/awaiting request অপশনে গেলেই আপনি pending রিকোয়েস্টগুলো পাবেন।এবং আপনি সেখান থেকে request গুলো remove ও করতে পারবেন।
> unfriend নামক সফটওয়ার টি এখান থেকে ডাউনলোড করুন
http://www.unfriendfinder.fr/help/download
>ফায়ারফক্স এ প্রোগ্রামটি চালানোর জন্য Greasemonkey নামের addon টি নামান।
এখন unfriend নামক প্রোগ্রাম টী ইনস্টল করলে fb তে unfriend নামক নতুন একটা option পাবেন( profile এর পাসে ) ।
ওখান থেকে সহজেই আপনি আপনার pending request গুলো দেখতে পারবেন। 🙂
//এইটা আমার 1st ব্লগ। so কোন mistake হলে মাফ করিয়েন ! 🙂
আমি trojan_nax। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
🙂 ভাল হইসে