“গায়েবী ফোল্ডার” শুনে চমকে গেলেন নাকি? 😀 নাহ, চমকানোর কিছু নেই। আসলে, “গায়েবী ফোল্ডার” দ্বারা আমি “অদৃশ্য ফোল্ডার” বুঝিয়েছি। এই পদ্ধতি ফোল্ডার গায়েব তথা অদৃশ্য করতে কোনো আলাদা সফটওয়্যার এর দরকার হবেনা।
চলুন দেখে আসি কিভাবে ফোল্ডার গায়েব করতে হয় 😀
( বোঝার সুবিধার জন্য আমি Screen shot গুলোতে New Folder ও New folder (2) ব্যবহার করছি যার মধ্যে New folder (2)-কে আমি গায়েব করব ও New Folder-টি অপরিবর্তিত রাখব )
১. প্রথমে আপনি যে ফোল্ডারটি কে অদৃশ্য করতে চাচ্ছেন, সেটির উপর right mouse button click করে rename সিলেক্ট করুন।
২. এবার, ফোল্ডারটির নাম সম্পূর্ন মুছে ফেলুন এবং মোছা শেষে press করুন “Alt + 0160” (0160 num pad থেকে) এবং Enter চাপুন। দেখবেন নামহীন একটি ফোল্ডার তৈরী হয়েছে।
৩. নাম গায়েব শেষ। এবার, ফোল্ডারটি গায়েব এর পালা। ফোল্ডারটি গায়েব এর জন্য ফোল্ডারটির উপর right mouse button click করে Properties এ যান এবং Customize tab থেকে change icon বাটনে click করুন।
৪. এবার, নতুন যে window open হয়েছে, সেখানে আপনি অনেক icon দেখতে পাবেন। একটু খুজলেই দেখতে পাবেন কিছু Blank space (screen shot এর সাহায্য নিন)। আপনি এখন এই Blank space এর যেকোন একটিকে নির্বাচন করুন এবং Ok বাটনে Click করুন।
৫. এবার, Apply ও তারপর Ok বাটনে Click করে দেখুন আপনার কাংখিত ফোল্ডারটি গায়েব তথা অদৃশ্য হয়ে গেছে।
(কোন ধাপ বুঝতে সমস্যা হলে screen shot গুলোর সাহায্য নিন)
এবার আপনি আপনার অদৃশ্য ফোল্ডারে double click করে প্রবেশ করুন এবং ব্যবহার করুন সাধারণ অন্য যেকোন ফোল্ডারের মতই শুধু দেখতে অদৃশ্য ।
আমি একজন নতুন টিউনার এবং এটি আমার প্রথম টিউন। তাই, ভুলভ্রান্তি হতে পারে। এজন্য, আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। 🙂 এরপর নতুন কোন টিঊন নিয়ে হয়তো আবার হাজির হব।
~ ধন্যবাদ ~
আমি ahsan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks for sharing