Computer নতুন করে set up দেয়ার সময় কিছু করনীয় Important কাজ। যা না েদখেলই নয়।

প্রতিবার যখন আমরা নতুন করে Computer  set up দেই ভাবি এবার আজেবাজে কোন software set up  দেব না। কিন্তু প্রতিবারই আমরা আমাদের প্রতিজ্ঞা ভাঙ্গি, ফলে আমাদের Computer হয়ে যায় slow.  ফলে আবার set up দেই। এব্যাপারে আমার কিছু মতামত আছে যা আজকে তুলে ধরার চেস্টা করেছি:

1. অপারেটিং System:

অনেক Blog এ দেখেছি যে বাজারে যে CD/DVD পাওয়া তা  Windows XP ও Windows Vista এর modify করে install করার আগ্রহ তৈরী করার চেস্টা করে। এসব modify CD/DVD তে কিছু আকষর্নীয় থিম দেয়া থাকে আর থাকে কিছু software এর পুরাতন version. এসব থিমের লোভে পড়ে modified Windows XP বা Windows Vista install দিয়ে পড়ে মাথা চাপড়ান। কারন এত আপনার Computer এর performance  কমে যায়। এসব অপারেটিং System এ এমনও হয় যে, কোন program খোলা না থাকলেও কয়েকশত মেগা RAM খেয়ে বসে থাকে। তাই এধরনের modified Windows XP বা Windows Vista install দেয়া থেকে বিরত থাকুন। শুধুমাত্র original Windows XP বা Windows Vista install  দিন। এবং অবশ্যই খেয়াল রাখবেন Windows XP বা Windows Vista টি যেন  latest হয়। যেমন: Windows XP service Pack 3 বা Windows Vista service Pack 1.

2. ব্রাউজার:

Internet Explorer  হল আদি ব্রাউজার এবং এটি ধীর গতি সম্পন্ন । একই সাথে এটি ভাইরাসের FREE Rider. আর Mozilla Firefox দ্রুত এবং নিরাপদ। একই সাথে আছে আরো অনেক add on  সুবিধা। এছাড়াও আপনি Opera  ব্যবহার করতে পারেন।

Download:

3. WinZip / WinRAR:

প্রশ্ন হল আপনি কোনটা install দিবেন? নাকি দুইটাই? উত্তর হল WinRAR কারণ এটি দিয়ে আপনি Zip ও RAR ফাইল খুলতে পারবেন। কিন্তু WinZip দিয়ে আপনি Zip খুলতে পারবেন। আরো ভাল হয় যদি 7zip ব্যবহার করেন।

Download:

4. কিছু জরুরী software:

Windows set up দেয়ার পর আপনি কিছু software এর অভাব অনুভব করবেন। এগুলো হল: Adobe flash player, adobe shockwave, java directX. আমরা অনেকেই একটা জিনিস জানিনা তাহল Internet Explorer  ও Mozilla Firefox এর জন্য Adobe flash player আলাদা version. মনে রাখরেন Adobe flash player না থাকলে আপনি Youtube , Facebook এর মত জনপ্রিয় সাইটগুলোতে কার্যত কিছুই করতে পারবেন না। Computer এ সবসময় এগুলোর latest version install  দিন।

Download:

5. পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম:

Computer পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে CCleaner  এর জুরি নেই। এটি নিমিষেই অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলে। এচাড়াও আপনি নিচের  registry cleaner গুলো ব্যবহার করতে পারেন।

6. Internet Speed  বৃদ্ধি:

কারো সাধ্য নেই আপনার আপনাকে ISP আপনাকে যে Speed দিবে তার থেকে  নেটের Speed বাড়িয়ে দিবে। তবে তার পূর্ন ব্যবহার করা সম্ভব। আপনি যদি জেনুইন Windows XP বা Windows Vista এর মালিক না হন তবে অটোমেটিক আপডেট CTN বন্ধ করে রাখেন। না হলে এটি automatic update নেয়। ফলে আপনার Internet Speed  কমে যায়। আর যদি এটি বন্ধ করে না রাখেন তবে একদিন দেখবেন নিচের  Message দেখাবে :

You may be victim of software counterfeiting. This copy of Windows is not genuine.

এই software টি install  করে এ সমস্যার সমাধান করতে পারবেন।  ভাল  Antivirus ব্যবহার করুন। পারলে Antivirus কিনে ব্যবহার করুন। কারন আপনি যত বছরেরই  free Antivirus use  করেন না কেন তা আপনাকে সঠিক সুরক্ষা দিবে না। এবং Antivirus আবশ্যই automatic update দিয়ে রাখবেন।

7. আজাইড়া software set up দেয়া থেকে বিরত থাকুন:

আমরা অনেকেই power DVD বা WinDVD এর মত ভারী software set up  দেই। আপনার গ্রাফিক্স কার্ড কি HD? আপনি কি  Blu-ray ডিক্স বা HD DVD চালাবেন? নাহলে এসব software set up  করা থেকে বিরত থাকুন। এগুলো আপার PC  কে slow করে।

আপনি VLC Player বা KMP Player ব্যবহার করতে পারেন। তাহলে আর অন্য কোন Player এর দরকার হবে না।

Adobe PDF Reader ব্যবহার করা থেকে বিরত থাকুন। কারন Adobe PDF Reader 7 virsion এর পর থেকে এটি  slow হয়ে গেছে। আপনি Foxit PDF Reader  ব্যবহার করতে পারেন।

ACDSee হলো আরেকটি আকাইমা software. এর চাইতে ছোট ও কাজের অনেক ‍ software আছে। যেমন:  IrfanView.

Download:

8. Antivirus ব্যবহার ও সুরক্ষা:

Free antivirus  ব্যবহার করলে Avast বা Avira ব্যবহার করাই ভাল। ভাল  Antivirus ব্যবহার করুন। পারলে Antivirus কিনে ব্যবহার করুন। কারন আপনি যত বছরেরই  free Antivirus use  করেন না কেন তা আপনাকে সঠিক সুরক্ষা দিবে না। এবং Antivirus আবশ্যই automatic update দিয়ে রাখবেন।

  1. এতো কিছুর পরও আপনার Computer  slow:

Computer চালু করার সময় কিছু অপ্রয়োজনীয় software একসাথে চালু হয়। সেগুলোর অনেকটিই আবার  Task Bar এ ঘাপটি মেরে বসে থাকে। তাই অপ্রয়োজনীয় software গুলো যাতে Computer চালু করার সময় open না হয় তার ব্যবস্থা নিন। এ জন্য Start Manu থেকে Run গিয়ে লিখুন msconfig এবং enter চাপুন।

Startup নামক  tab থেকে Computer চালু করার সময় যে সকল software open করতে না চান সেগুলো থেকে টিক উঠিয়ে দিন।

10. সবশেষে:

Desktop এ যতটা সম্ভব কম Icon রাখুন। দরকার হলে আলাদা আলাদা  folder  এ short cut icon গুলো রাখুন। folder গুলো categories  অনুযায়ী নাম রাখুন। যেমন:  Internet Software, Utility Software, Player and Converter . Internet থেকে যা পাবেন তাই  download দিবেন না। যাচাই বাছাই করে নিবেন।

Mozilla Firefox ব্যবহার করলে Adblock add on টি ব্যবহার করুন।

অপারেটিং System যে ড্রাইভে আছে ঠেকায় না পড়লে সে ড্রাইভে Software Install দিবেন না। সব Important  file অপারেটিং System ড্রাইভে বা C Drive ব্যতিত অন্য কোন Drive এ রাখুন।

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। এই নিরস লেখা পড়ে অনেকেই হয়ত জিমিয়ে পড়েছেন।

তাই আপনাদের জন্য একটি ছোট কেীতুক :

এক লোক রাস্তায় দাড়ানো আর এক লোক কে জিজ্ঞেস করল,

ভাই বলেন তো রাস্তাটির দৈর্ঘ্ যদি হয় 20 মিটার

এবং রাস্তাটি পার হতে আমার সময় লাগে যদি 5 মিনিট

তাহলে আমার বয়স কত?

লোকটি হাসি মুখে জবাব দিল আপনার বয়স 24 বছর।

প্রথম লোকটি এবার জিজ্ঞেস করল, কিভাবে ঞল?

2য় লোকটি জবাব দিল- আমার এক ভাই আছে half পাগল , তার বয়স 12 বছর । আর আপনি full  পাগল , সুতরাং

আপনার বয়স তার দ্বিগুন।

আর একটি বিশেষ কথা :

আমার এই  Blog টি Microworkers এ Article Writing এর কাজে ব্যবহার করতে চাই । এজন্য Page Rank দরকার। । আপনারা যদি একবার করে দেখে আসেন তাহলে Page Rank কিছুটা বাড়বে। তাই  Please আমার Blog টি একবার হলেও দেখে আসবেন।

এখান থেকে সাইটটিতে যান।

Level 0

আমি abusufian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Windows XP sp3 এর থেকে sp2ভালো। কারন এটা তে অনেক সমস্যা হয়।যেমন ইন্টেল মাদারবোর্ড এ সাউন্ড আসেনা।

লেখা টি সুন্দর ভাবে স্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    Level New

    Mukut ভাই, আমি আপনার সাথে একমত না । কারন আপনি বলেছেন যে Windowss XP sp3 এর থেকে sp2ভালো না। আমাদের কম্পানির অফিসের সকল Computer এ অনেক আগে থেকে sp3 ব্যবহার করতাছি। আমাদের কোন প্রবলেম হয় না। আপনি যদি Windowss XP sp3 ব্যবহার করেন তাহলে windows Update করে জেনিয়ন করতে পারবেন। কিন্তু Windowss XP sp2 আমার মনে হয় পারবেন না।
    আর আপনি বেলেছেন যে ইন্টেল মাদারবোর্ড এ সাউন্ড আসেনা, কিন্তু এ Problem আমি কখন পাই নাই Windowss XP sp3 তে। বরং উইন্ডোজ ৭ তে এ Problem হয়। গতকাল ও উইন্ডোজ ৭ এ মাদারবোর্ড এর সাউন্ড Problem হয়েছে। কিন্তু Windowss XP sp3 আজও এ প্রবলেম হয় নাই। তবে Windowss XP sp3 instal করার পর Update করে নিলে ভাল হয়। এতে Insternet Explorer 6 টাও Update হয়ে Insternet Explorer 8 হয়ে যাবে।
    ভাল থাকবেন।

    ভুল হলে মাফ করবেন।

    mukut ভাই একটা অপ্রাসঙ্গিক কথার অবতারনা ও ভুল মন্তব্য করেছেন। সবাইকে ভুলটিকে পাত্তা না দেবার জন্য অনুরোধ করছি

    Level 0

    আমি ও একটি ভুল ও অপ্রাসঙ্গিক মন্তব্য করছি যা নিয়ে আমি নিজে ও কনফিউজড version2010…..sp3বাজার থেকে কিনে সেটাপ করছি ,, কিন্তু পুরো সেটাপ দেওয়ার পর . মাই কম্পিউটার থেকে প্রোপার্টিস গিয়ে দেখি /version2002…..sp2 (যা সার্ভিস প্যাক ২ মোডিফাই করা ) কিন্তু প্যাকেটের গায়ে sp3 লেখা ।

    সাধারনভাবে sp3 বলতে আমরা যে টা বুঝি যে কিছু কিছু অ্যাছেনসিয়্যাল সফট্য , সাউন্ড অটোমেটিক ইনিস্টল হয়ে একটি পূনাঙ্গ উনডোস তৈরী হয় ।

    কেউ কি আমাকে বলবেন sp3 কত ভার্সন বাজারে পাওয়া যায় । যা মাই কম্পিউটার থেকে প্রোপার্টিস গিয়ে দেখি sp2 /version????….. দেখতে পাব।

    আমি মনেকরি , সার্ভিস প্যাক ২ এর পরে xp কোন উনডোস নেই , আর যদি থাকে আমাকে জানাবেন (আমি কনফিউজড)

    আর MD.AL MAMUN ভাই এর সাথে আমি কিছুটা ভিন্নমত Windowss XP sp২ব্যবহার করে windows Update করে জেনিয়ন করা যায় । এতে Insternet Explorer 6 টাও Update হয়ে Insternet Explorer 8 হয়ে যাবে।

    Level 0

    দিহান ভাই……।।আপনার সমস্যা টা কি?আপনি আমার পিছু লেগেছেন কেনো?আমি ভুল বললাম কোথায়?আমি SP3 নিইয়ে অনেক বড় বিপদে পড়েছিলাম।আমি আমার বন্ধু এবং পরিবারে কম্পিউটার বিষয়ে ভালো জানার জন্য পরিচিত।আমি এই SP3 সিডি দিয়ে আমার ৪ জন বন্ধুর কম্পিউটার এ সেটআপ দিয়ে ভিসন ঝামেলায় পরে গিয়েছিলাম।আমার পিসি তে কোনো সমস্যা হয়নি।কারন আমার মাদারবোর্ড VIA. কিন্তু আমার বন্ধুর যে কয়জন আছে তাদের সবার ই ইন্টেল ।যখন সেটাপ দিলাম,সব ঠিক কিন্তু সাউন্ড আসেনা।আমার মান-সম্মান তো পাংচার হওইয়ার অবস্থা।পরে IDB তে যেয়ে জিজ্ঞাসা করলাম।তারা বললো যে SP3 টা ভাল না।হয় SP2 অথবা Vista অথবা 7 সেটআপ দিতে হবে। এর পর থেকে আমি SP3 দিয়ে কাজ করতে ভয় পাই।

    মামুন ভাই……আপনি বললেন আপডেট দিতে।আমি তো পাইরেট কপি ব্যবহার করি।আপডেট দিলে তো মহা ধরা খাবো।

abusufian bhai ফিরেফক্সে adblock ad on এর কাজ কি খুলে বলবেন

Level 0

ধন্যবাদ, আমাকে একটু সাহায্য করুন প্লিজ। আমার লেপটপে অটরান এ জ্বালায় ভাল লাগেনা। প্রতিটা ড্রাইভে/ফোল্ডারে autorun.inf file আছে, টিটি থেকে সাহায্য নিয়ে অনেক চেষ্টা করেছি ডিলেট বা রিমুভ করতে পারছিনা। কেউ কি বলতে পারেন এই autorun.inf file কি করে রিমুভ করবো।

    প্রথমে ফোল্ডার অপশনে গিয়ে VIEW ট্যবে গিয়ে SHOW HIDDEN FILES AND FOLDER এবং
    HIDE PROTECTEF OPERATING SYSTEM FILES(RECOMMENDED) চেক বক্সএ টিক তুলে দিন।
    তারপর হার্ডডিস্ক এর প্রতিটি পারটিশনে গিয়ে AUTORUN ফাইল পাবেন তা মুছে দিন।
    এটি ভাইরাসের কারনে হয়েছে
    BITDEFENDER এন্টিভাইরাস ইউজ করতে পারেন
    ধন্যবাদ

Level 0

ভাইয়া দারুণ লিখেছেন……

    টিটিও চোরের কারখানা! এই টিউনটা সামুর নাফিস ইফতেখার ভাইয়ের একটি অনেক জনপ্রিয় পুরনো টিউন । আপনারা যদি লিঙ্ক চান তবে দিতে পারি । এমনকি এই টিউনটা অনেক দিন আগে একবার টিটিতে পোস্ট হয়েছিল এবং নাফিস এটার প্রতিবাদ করেছিল ।

Level 0

ভাইয়া চরম একটা টিউন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ । আমার PC তে প্রথমে AVAST! Free Antivirus use করতাম, পরে একটা টিউনের পাল্লায় পরে ৮৮ বছরের license সহ Norton Internet security install দেই । তারপর ১ দিন যেতে না যেতেই এই ৮৮ বছর শেষ হয়ে যায়! তারপর Avast Internet Security, Avast Pro ছাড়াও Avast Free টা দেয়ার চেষ্টা করেছি, কিন্তু কোন লাভ হয়নি । শেষমেষ PC Tools Internet security install দিয়েছি । এটা কাজ করছে মোটামুটি ভালই কিন্তু আমার RAM অনেক কমে গেছে । যেমন আগে দেখাত প্রায় ৬০-৭৫% খালি আর এখন দেখায় মাত্র ৪০-৫০% খালি।
আপনি কি এ ব্যাপারে আমাকে একটু সাহায্য করতে পারবেন?
P L E A S E…….

    kaspersky or norton or bit defender use koren trial reset kore…Soft gulo full and updated version e thakbe, kintu mashe mashe khali trial reset kore diben. TorrentZ.com e gia trial reset likhe search din er download korun. readme file ta te tutorial peye jaben. Anti virus soft gulo site theke direct download korun. Thnx…

    Level 0

    ৮৮ বছর হলে কি হবে।আপডেট দিলেই ধরা খাবেন।

    আপনি AVIRA Free ব্যবহার করুন,এটা ফ্রী Antivirus এর মধ্যে সবচেয়ে জনপ্রিয়।আপনি প্রথমে কম্পিউটার সেটআপ দিন।এর পর AVIRA ইন্সটল করে স্ক্যান দিন।আশা করি সব ঠিক হয়ে যাবে।

আমিও আপনার মতো টিপস অনুযায়ী কাজ করআর চেস্টা করি। ৬ মাস হয়েসে কোন প্রব্লেম হয় নি।

ধন্যবাদ
দারুন টিউন

Level 0

উপকারী টিউন।

Level 2

Onek sundor tune. Onek kisu janlam. akhane kew bolte parben Windows Xp3 er valo maner cd kotha theke collect korte parbo. Market er maximum cd gulo khub valo na, modified kora abar kokhono kokhono data mosing thake. plz janaben…………

ধারণা সংশোধন করুন… 😉 পেজ র‍্যাঙ্ক কেউ ভিজিট করলে বারে না, পেজ র‍্যাঙ্ক বাড়ে আপনার ব্যাকলিঙ্কের পরিমাণ এবং ভ্যালুর উপর। এই লিঙ্কটি কে সহায়িকা হিসেবে দেখতে পারেন… http://en.wikipedia.org/wiki/PageRank

    খুলে বলুনতো? ব্যাপারটা ভালো বুঝলাম না।

    উইকিপিডিয়ার যে লিঙ্কটা দিয়েছি সেখানে গেলেই বিস্তারিত পাবেন…

জটিল লাগলো ভাই । আপনাকে অনেক ধন্যবাদ ।

Level 0

murkho naki windows service pack-3 use korben ne keu korley dhora khaben

অনেক ভালো লিখেছেন, ধন্যবাদ…

Level 0

এই বিষয়ের উপর অনেক টিউটোরিয়াল টিপস আছে আসা করি বিষয় টি জানার কথা । আর যাদেরে জানা নেই তাদের অবশ্যই কাজে লাগবে।

সংগ্রহে রাখার মতন একটি টিউন,
আপনাকে অনেক ধন্যবাদ টিউনটিকে সুন্দর ভাল সাজিয়ে লেখার জন্য।

টিটিও চোরের কারখানা! এই টিউনটা সামুর নাফিস ইফতেখার ভাইয়ের একটি অনেক জনপ্রিয় পুরনো টিউন । আপনারা যদি লিঙ্ক চান তবে দিতে পারি । এমনকি এই টিউনটা অনেক দিন আগে একবার টিটিতে পোস্ট হয়েছিল এবং নাফিস এটার প্রতিবাদ করেছিল । এমনটা আশা করা যায়না ।

    Level 0

    তাই নাকি?সুফিয়ান ভাইয়ের উচিৎ ছিলো অরিজিনাল লেখকের লিঙ্ক ও নাম দেয়া।

    আর আপনাকে বলছি্‌্‌্‌্‌্‌, আপনি একজনের জন্য সবাইকে চোর বলতে পারেন না।আগে আপনার মুখের কথা ঠিক করুন।

আপনার ব্লগটা ভালো লাগলো…..

khub kajer tune vai thanks…….

Level 0

ভাই আপনার লেখা ভাল লাগল…একটা কথা ভাই মাইক্সো ওয়ার্কাস এ পিআর জব কিভাবে করে তা নিয়ে টিউন্স থাকলে /লিঙ্ক দিলে ভাল হত…ধন্যবাদ

valo laglo