আমাদের প্রতিনিয়ত অনেক অডিও ফাইল আপলোড করে ফেসবুক গ্রুপ বা ব্লগ এ শেয়ার করতে হই।। সেখান থেকে যদি কেউ ডাউনলোড করতে চাই তবে ৪ শেয়ার্ড এ ওয়েট করতে হই এবং মোবাইল থেকে বলতে গেলে কেউ পারেই না বলা যাই।
মিডিয়াফায়ার এর লিঙ্ক কিছুক্ষণ পর অটো Change হই তাই লিঙ্ক রিফ্রেশ করতে হই।। মোবাইল থেকে যারা ডাউনলোড করেন তাদের জন্য মহা জ্বালা এটা 🙁
৪ শেয়ার্ড এ একটা সুবিধা আছে যে অডিও ফাইল ডাউনলোড এর আগে প্লে করে শোনা যাই।।
এখন ওটা প্লে করে আইডিএম (Internet Download Manager) এ অডিও ফাইলটি ওয়েট না করেই ডাউনলোড করা যাই।। অবশ্য এটা রিজুম সাপোর্ট করে না।। এম্নিতেও ৪ শেয়ার্ড এ রিজুম সাপোর্ট করে না।।(Without premium account)
এখন ,
মজার ব্যাপার হল
আইডিএম এর কনভার্ট করা ওই ডাউনলোড লিঙ্কটা কখনো Change হই না 🙂
তাহলে আপনি যদি ওই লিঙ্কটি ব্যাবহার করতে পারেন তাইলে ত কথাই নেই।।
এটার লিঙ্ক অন্য লিঙ্ক গুলির
মতন Change হয়ে যাবে না।। তাই এটা ফেসবুক থেকে শুরু করে সব জাইগাই ইউস করতে পারবেন।। এবং মোবাইল ইউজার রা এটা সরাসরি ডাউনলোড করেতে পারবে কোন কষ্ট ছাড়াই।।
যদি মনে করেন লিঙ্কটি বড় হয়ে গেছে তাইলে এমন সর্ট করতে পারেন
এবং শেয়ার করতে পারবেন।। কেউ জাষ্ট ক্লিক করলেই ডাউনলোড হওয়া শুরু হইয়ে যাবে।।
ফেসবুক এ ডিরেষ্ট এমপি ৩ লিঙ্ক শেয়ার করলে তা প্লে করে শোনা যাই।। এবং এটি চিরস্থায়িভাবেই থাকবে।।
আপনি এটা আজিবন ডিরেক্ট লিঙ্ক হিসাবে ইউস করতে পারবেন এবং শেয়ারকরতে পারবেন।।
মোবাইল থেকে সরাসরি ডাউনলোড করানোর এটি একটি উত্তম প্রসেস।।
******* আর আমি সকলের দোয়া প্রার্থি*******
আমি ফাইয়াদ ইফতিখার রাফী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 199 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার স্বপ্ন পূরনে ই-কমার্স বিজনেস Luxury-Ventures এখন বাংলাদেশে মাসে 12,000$ হাজার ডলার আয় করুন
More Details Visit http://bdlvcinfo.blogspot.com/