এখন আপনার বন্ধু বা যে কারো PC এর control থাকবে আপনার হাতে। TeamViewer এর সাহায্যে।

আজকে আমি আপনাদের PC  এর  control  নিয়ে মজার একটি টিউন করব। আপনি নিজের বাসায় বসে আপনার বন্ধুর বা যে কারো PC  এর  control  করতে পারবেন। মাত্র ছোট্ট একটি  software দিয়ে এ কাজটি আপনি করতে পারবেন। এই software দিয়ে আপনি যা যা করতে পারবেন:

  1. অন্যের PC  এর সব  documents  দেখতে পারবেন।
  2. যেকোন  folder  এ ঢুকতে পারবেন।
  3. অন্যের PC  এর সব  documents  আপনার PC  তে নিয়ে আসতে পারবেন।
  4. অন্যের PC  থেকে  Internet ব্যবহার করতে পারবেন। আরো অনেক কিছু।

তাহলে দেখা যাক কিভাবে তা কাজ করে:

প্রথমে software টি download করে নিন। a. Installer download b. portable download

.exe file টিতে ডাবল click করুন। নিচের মত দেখা যাবে।

Install option এ click করে নিচের  next button এ click করুন।

এবার  personal/ Non commercial use  এ click করে নিচের  next button এ click করুন।

এবার I accept the terms of the License Agreement  এবং I agree that I will only use TeamViewer for non commercial and private use বক্সে টিক চিহ্ন দিন এবং next button এ click করুন।

এবার  choose installation type dial box আসবে। সেখান থেকে No (default) অখবা Yes বাছাই করুন। অবশ্য পরবর্তীতে এটি পরিবর্তন করা যাবে।

এবার Desktop থেকে  Team Viewer টি  open করুন।

সেখানে আপনি Id এবং password দেখতে পাবেন। আপনার বন্ধু ও একইভাবে Id এবং password দেখতে পাবেন । সেটি সংগ্রহ করুন। এবং এটি নিদ্র্দিস্ট স্থানে বসান।

এভাবেই আপনার বন্ধু বা যে কারো PC  এর  control নিতে পারবেন। এতে অবশ্যই তার সম্মতি লাগবে।

Download :

Installer file

Portable file

পূর্ব প্রকাশ আমার blog এ । চাইলে আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন আর সংগ্রহ করতে পারেন মজার মজার টিপস।

Level 0

আমি abusufian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

OLD

Level 0
Level 0

পুরান কাহিনী!! 🙂 🙂 🙂 🙂

Level 0

"এখন আপনার বন্ধু বা যে কারো PC এর control থাকবে আপনার হাতে"

আপনার Title টি যুক্তিযুক্ত নয়.
এটি কোনো প্রকার Trick নয়,

TeamViewer Software টির কাজ ই হচ্ছে এই ধরনের সুবিধা দেয়া. তো এটা কোনো ভাবেই Tricks এর আওতায় পড়তে পারে না.

ETA KI NAK GURIYE DEKHANO HOYE GELO NA ? !!!!!

ভাইজান টিউন কইরা চিপায় পইরা গ্যছে…:P

ভাইজান, এই সফটওয়্যার নিয়ে এর আগে অনেক বার টিউন হইছে।পারলে নতুন কিছু নিয়ে টিউন করেন। কষ্ট করে টিউন করেছেন, এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

Level 0

অন্যের অনুমতি ছাড়া পিসি কন্ট্রোল করা যায় এমন কোন পদ্ধতি জানা থাকলে জানান ।

যারা জানেনা তারা আপনার পোস্ট থেকে নতুন করে জানতে পারবে। ধন্যবাদ।

Level 0

valo laglo.Thank you.

Level 0

ভাইজান………আপনি তো দেখি কিছুই লিখলেন না।আপনি তো নিজেই কাচা।অন্য কে কিভাবে শিখাবেন?

https://www.techtunes.io/download/tune-id/70406/

এই লিঙ্ক টা দেখেন।এখানে আমি এর সম্মন্ধে অনেক বিস্তারিত ভাবে লিখেছি।

"""""""এবার Desktop থেকে ঠডৃম Team Viewer টি open করুন।"""""""" ঠডৃম মানে কি?

    Level 0

    Mukut ভাই,আপনার তো ISpros net line.আমার বন্ধুর ISpros net line 128/kbps কিন্তু ডাউনলোড স্পীড(emuel) 350/kbps!!!আপনি কত speed পান?

    Level 0

    age chilo.ekhon ISP holo Akij online. ami 256kbps use kori.D/L: 30-38 U/P:25-30.

    অন্যের পিসি থেকে নেট চালানো কি সত্যিই সম্ভব? আমি যদি দেশের বাইরে থাকি তবুও কি সম্ভব?? প্লিজ একটু বিস্তারিত বলেন।

Level 2

ভাই আপনার Tune এর Title হওয়া উচিত ছিল "এখন আপনার বন্ধু বা যে কারো PC এর control থাকবে আপনার হাতে. তবে যদি সে অনুমতি দেয়.."

বস এইটা দিয়ে কি সত্যিই অন্য কারো ইন্টারনেট ইউজ করা যাবে?? এতে কি আমার কোন ডাটা খরচ হবেনা? আর যদি হয়ও তবে কতটুকু হবে? প্লিজ একটু পরিষ্কার করুন। আর হা আমি অন্য কোন দেশ থেকে কি বিডি তে ইন্টারনেট কানেক্ট করতে পারব? প্লিজ উত্তর দিন।

    Level 0

    internet ছাড়াতো এটা ব্যবহারই করা যায় না।