যে কারো গ্রাভাটার থেকে বড় সাইজের ছবি দেখার উপায়

গ্রাভাটার কি তা সবাই জানেন। এটা হল A Globally Recognized Avatar যার মাধ্যমে যেকোন ফোরাম বা ব্লগ সাইটে নামের পাশে ছবি দেখানোর কাজে ব্যবহার করা যায়। টেকটিউনসও গ্রাভাটার ব্যবহার করে টিউনারদের ছবি দেখায়। অনেক টিউনার বা কমেন্টারের গ্রাভাটারে মজার ছবি দেওয়া থাকে, অথবা পরিচিত মুখগুলোর ছবি দেওয়া থাকে কিন্তু অনেক ছোট আকারে। এখানে এমন একটি উপায়ের কথা বলব যার মাধ্যমে যে কারো গ্রাভাটার থেকে আসল সাইজ বা বড় মাপের ছবি দেখা ও ডাউনলোড করা সম্ভব। চলুন দেখাই -

প্রথমে খুঁজে বের করুন কার গ্রাভাটার আপনার দরকার। যে টিউনে সাসপেক্টের (হাহা) গ্রাভাটার রয়েছে, সেই টিউন ওপেন করুন। তার গ্রাভাটারে রাইট ক্লিক করে Copy Image Location দিন।


এবার ব্রাউজার এর অ্যাড্রেসবারে তা পেস্ট করুন।

এবার দেখুন বিশাল বড় একটা ঠিকানার শেষে s=70 দেওয়া আছে। টেকটিউনস গ্রাভাটারের সাইজ হিসেবে 70x70 পিক্সেল ব্যবহার করে।

আপনি সেটা s=500 করে দিন। চাইলে অন্য সাইজও দিতে পারেন। তবে যার গ্রাভাটার সে যত পিক্সেলের ছবি দিয়ে রেখেছে তার বেশি সাইজ দিলে ছবি ফেটে যাবে। s= এর পর ইচ্ছামত সাইজ বসিয়ে এন্টার চাপুন।

এবার দেখুন কী হয়।

হাহহা। মজার না? এতদিন খালি ছোট্ট ছোট্ট ছবি দেখেছি। হাই ডেফিনিশানের যুগে এখন থেকে বড় বড় গ্রাভাটার দেখব। বাকি কাজ আপনারা করবেন। তবে গ্রাভাটার যেহেতু গ্লোবালি ব্যবহার করা হয়, তাই আশা করি এতে কারো ক্ষতি হবেনা।
ভালো থাকবেন।

Level 0

আমি মো মিনহাজুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 2958 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর ট্রিক্স… শেয়ার করার জন্যে ধন্যবাদ।

অরিজিনাল সাইজ ওপেন করে যদি পেজটা জুম করি, তাহলে কি হবে?!

🙂

আ হা কি মজা [*স্প্যাম লিঙ্ক মুছে দেয়া হলো -মডারেটর]

আপনার টিউনগুলা আসলেই ফাটাফাটি।

ভালো লাগলো শাওন ভাই

আমার গ্রাভাটার এ ছবি ছোট দেখাই কেন? গ্রাভাটার এ বড় ছবি সিলেকট করা আছে।

    বলেন কী! আপনার তো বড়ই দেখলাম। আর টেকটিউনসে ছোট দেখায় কেন সেটা বলছেন? সেটা তো হবেই কারণ ছবির জন্য এত জায়গা দেওয়া সম্ভব না।

অসাধারণ। আমি আপনারটা দেখলাম।

    আমি তো আর আপনারটা দেখতে পাচ্ছিনা কারণ দেখেও লাভ নেই, খালি বর্গ আর ত্রিভুজ 🙁

বাহ। খুবই ভাল একটা ট্রিকস। ধন্যবাদ।

ভাল একটা বুদ্ধি দিলেন তবে যারা ছোট সাইজের ইমেজ ব্যবহার করেছিল তাদেরগুলো অস্পষ্ট দেখা যায় যেমন আপনারটা বা আমারটা… 😀

জটিল টিউন ভাই। আপনাকে বিষেশায়িত করার কোন বিশেষন খুজে পাচ্ছি না। তবে আপনারটা দেখলাম। যা দেখা যাচ্ছে সামনের কয়েকটা দাঁত। ও innocent boy.

Level 0

জটিল হইছে রে ভাই

সুন্দর ট্রিকস,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

good… আপনার চেহারাটা আসলে ভাই রসগুল্লার মত । দেখে খুব মজা লাগল। ফান করলাম মাইন্ড করলে গুনাহ হইবে কইলাম। :d

Level 0

অনেক ধন্যবাদ। তাহলে আজ থেকে আমার ছবিও বড় দেখাবে। এবার চেষ্টাকরি।

ভাই আমার গ্রাভাটারের ছবিটা কেন পরিস্কার দেখায় না?
গ্রাভাটারে ছবি কত সাইজ হলে ভাল দেখায় বললে উপকার হত।

    আসলে এটা টেকটিউনসে বড় করে গ্রাভাটার দেখানোর জন্য না ভাই, এটা কারো গ্রাভাটার থেকে ছবিটা বড় করে আলাদা দেখার একটা ট্রিক 🙂

আমার টা দেইখা কি কিছু বুইঝতে পাইরছো ?
😉

অনেক ভাল লাগল ধন্যবাদ @ মো: মিনহাজুল হক ভাই