যারা ক্রোম নিয়ে আমার আগের টিউন দুটি পড়েন নি তারা একটু পড়ে নিবেন
ক্রোম ইউজ করবেন না ? করাইয়া ছারমু, ফায়ারফক্স এইবার পালাবি কুথায়?
ক্রোম ইউজ করবেন না ? করাইয়া ছারমু ।। অ্যাটাক অন ফায়ারফক্স কন্টিনিউড 😉
আজকে আপনাদের সাথে ক্রোমের আরও কিছু প্রয়োজনীয় এক্সটেনশন শেয়ার করব
প্রথমেই ক্রোমের ২ টি ইউনিক সুবিধা
১. ক্রোমে সার্চ করার জন্য কোনও সার্চ বার বা সাইটে যাবার প্রয়োজন নেই, শুধু এড্রেসবারে যা সার্চ করতে চান লিখে ইন্টার চাপুন, আপনার সার্চ রেসাল্ট চলে আসবে
২. ক্রোমে এক্সটেনশন ইন্সটল/আনইন্সটলের পর শিয়ালের মত রি-স্টার্টের প্রয়োজন নেই, ইন্সটল আর কাজ শুরু
IE Tab Classic : অনেকেই অভিযোগ করেন কিছু কিছু সাইট ক্রোমে ভালো আসেনা , আবার কিছু কিছু সাইট আছে যা একটি ব্রাউজারে দেখা যায়তো অন্য ব্রাউজারে দেখা যায়না , এই ধরনের সমস্যার সমাধানের জন্য এই এক্সটেনশন। এটির মাধ্যমে আপনি ক্রোমের ভিতরেই ইন্টারনেট এক্সপ্লোরারের ট্যাব খুলতে পারবেন। প্রথমে এক্সটেনশন ইন্সটল করুন, আপনার এড্রেসবারে ছবির মত ইন্টারনেট এক্সপ্লোরারের আইকন দেখতে পারবেন, এখন আপনি যেই সাইট ইন্টারনেট এক্সপ্লোরারে খুলতে চান সেখানে গিয়ে আইকনে ক্লিক করলেই সাইটটি ইন্টারনেট এক্সপ্লোরারে ওপেন হবে ক্রোমের ভিতরেই
FlashBlock : আমরা অনেক সাইতেই ঢুকলেই শুরু হয়ে যায় ফ্লাশ কন্টেন্টের নাচানাচি, তাছাড়া অনেক সাইট প্রচুর ফ্ল্যাশরিচ হওয়ায় লোড হতে অনেক সময় নেয়। এই সকল সমস্যার সহিহ সমাধান হলও এই মাস্টহেভ এক্সটেনশন। এক্সটেনশনটি ইন্সটল করুন, উপরের ছবিতেই দেখুন ইন্টারনেট এক্সপ্লোরারের আইকনের পাশে লাল রঙের f লিখা আইকন আছে, এইরকম আইকন আসবে। ওখানে রাইটক্লিক করলে এটি আসবেএখান থেকে আপনি যেকোনো সাইটে ফ্ল্যাশ এনাবেল, ডিজেবল করতে পারবেন। আর ইনাবেল করা থাকলে কোনও সাইটে গেলে ফ্লাশ কন্টেন্টগুলু কালো দেখাবে, আপনি তার উপরে গিয়ে F লিখা যায়গায় ক্লিক করলেই দুষ্টু ফ্ল্যাশ ভিডিওটি দেখতে পারবেন।
Speeddial : বেশ কয়েকজন অভিযোগ করেছেন ক্রোমে স্পীডডায়াল নাই, তাই অপেরা ইউজ করি। হা হা দেখেন অপেরার চেয়ে ক্রোমের স্পীডডায়াল কত সহজ। এই এক্সটেনশনটি ইন্সটল করুন, এবার আপনি নতুন ট্যাব ওপেন করলেই আপনি একটি + বাটন দেখতে পাবেন, ক্লিক করুন, এই ছবির মত আপনার সাইট এড করুনকিল্লা ফতে।তাছাড়া সবচেয়ে সহজে যেকোনো লিঙ্কে রাইট ক্লিক করে স্পিডডায়ালে গিয়ে add current page সিলেক্ট করুন, কাজ শেষ। এবার আপনি যত নতুন ট্যাব ওপেন করবেন, আপনার স্পীডডায়াল হাজির।
WOT (web of trust) : এটি নিরাপত্তামুলক এক্সটেনশন, যারা শিয়াল ইউজ করেন তারা এমনিতেই পরিচিত। যারা জানেন না তাদের জন্য বলি, আমরা যখন নেটে ব্রাউজ করি, তখন অনেক লিঙ্কেই ভাইরাস, স্পাম ইত্যাদি থাকে, এছারাও অনেক সাইট আছে যেগুলু ভাইরাসে ভরা, এই এক্সটেনশনটি ইন্সটল করা থাকলে আপনি সহজেই বুঝতে পারবেন আপনি যেই লিঙ্ক/ সাইটে যাচ্ছেন তা নিরাপদ কিনা।ইন্সটলের পরেই দেখবেন সবুজ রঙের গোল একটা আইকন এসেছে, এখন আপনি যেকোনো সাইটে যান, লিঙ্কগুলুর পাশে এই আইকন পাবেন, আইকনে মাউস নিলেই আপনি সাইটটির বিশ্বাসযোগ্যতা, নিরাপত্তা সব তথ্য পাবেন। আপনি চাইলে সবুজ রঙের গোল আইকনে গিয়ে রাইট ক্লিক করে এটি ডিজেবল করতে পারবেন ।
proxy switchy : প্রক্সি কি কেন ইউজ করতে হয় তা আগের টিউনেই বলছি, আবার বলি, আমরা অনেক সাইট ব্রাউজ করতে পারিনা কারন অনেক আই।এস।পি সাইটগুলু ব্লক করে রাখে, এছাড়া আমার মত যারা কিউবি ইউজ করেন তারা ব্লগস্পট সাইটগুলুতে ঢুকতে পারেন না, এছারাও অনেকে অভিযোগ করেছেন আমি যেই এক্সটেনশন গুলু দিয়েছি তা তারা ইন্সটল করতে পারছেন না, এসব সমস্যার সমাধান প্রক্সি ইউজ করা, কিভাবে করতে হয় তা আমার আগের টিউনেই আছে। এই এক্সটেনশনটি প্রক্সি ম্যানেজমেন্টের জন্য বেস্ট। এক্সটেনশনটি ইন্সটল করুন, উপরে দেখবেন একটি আইকন আসবে, আগে এই সাইটে যান ,দেখেন দিন দুনিয়ার কত প্রক্সি দেয়া আছে, http+https আছে এবং ভালো স্পীড আছে এমন প্রক্সি আর পোর্ট নাম্বার নিবেন, তারপর proxy switchy-এর আইকনে ক্লিক করে অপশনসে যান, তারপর ছবির মত
এইভাবে ভিন্ন ভিন্ন প্রক্সি দিয়ে কয়েকটা প্রোফাইল বানিয়ে রাখেন, যখনি প্রক্সি ইউজ করার দরকার হবে, proxy switchy-এর আইকনে ক্লিক করে অই প্রোফাইল সিলেক্ট করবেন, আর প্রক্সি ইউজ না করতে চাইলে direct connction সিলেক্ট করবেন, ছবির মত
আর যদি নির্দিষ্ট সাইটের জন্য প্রক্সি ইউজ করতে চান তাহলে add new rule এ গিয়ে ছবির মত সেটআপ করে নিন
আশাকরি এক্সটেনশনগুলো আপনাদের কাজে লাগবে, আর যারা এখনো শিয়াল শিয়াল করতেছেন, তারা একটু ক্রোম ট্রাই করে দেখুন। ভার্সিটি অফ থাকায় এই কয়দিন ক্রোম নিয়ে এত কষ্ট করলাম, আসলে যাকে ভালোবাসা যায় তার জন্য অনেক ত্যাগও স্বীকার করা যায়। আমি টেকি লাইনের কেউ না, শুধু একজন নগণ্য ইউজার মাত্র। সবাই আমার জন্য দোয়া করবেন।
আমি ইসমাইল টিপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজির তেমন কিছুই জানিনা, যতটুকু বুঝি তাই শেয়ার করি
খুব সুন্দর আর গুছানো একটা টিউন।
ভালো লাগলো টিউনটা পড়ে।
ধন্যবাদ শেয়ার করার জন্য।