ক্রোম ইউজ করবেন না ? করাইয়া ছারমু ।। অ্যাটাক অন ফায়ারফক্স রি-ডিফাইন্ড ;)

যারা ক্রোম নিয়ে আমার আগের টিউন দুটি পড়েন নি তারা একটু পড়ে নিবেন
ক্রোম ইউজ করবেন না ? করাইয়া ছারমু, ফায়ারফক্স এইবার পালাবি কুথায়?

ক্রোম ইউজ করবেন না ? করাইয়া ছারমু ।। অ্যাটাক অন ফায়ারফক্স কন্টিনিউড 😉

আজকে আপনাদের সাথে ক্রোমের আরও কিছু প্রয়োজনীয় এক্সটেনশন শেয়ার করব

প্রথমেই ক্রোমের ২ টি ইউনিক সুবিধা

১. ক্রোমে সার্চ করার জন্য কোনও সার্চ বার বা সাইটে যাবার প্রয়োজন নেই, শুধু এড্রেসবারে যা সার্চ করতে চান লিখে ইন্টার চাপুন, আপনার সার্চ রেসাল্ট চলে আসবে

২. ক্রোমে এক্সটেনশন ইন্সটল/আনইন্সটলের পর শিয়ালের মত রি-স্টার্টের প্রয়োজন নেই, ইন্সটল আর কাজ শুরু

IE Tab Classic : অনেকেই অভিযোগ করেন কিছু কিছু সাইট ক্রোমে ভালো আসেনা , আবার কিছু কিছু সাইট আছে যা একটি ব্রাউজারে দেখা যায়তো অন্য ব্রাউজারে দেখা যায়না , এই ধরনের সমস্যার সমাধানের জন্য এই এক্সটেনশন। এটির মাধ্যমে আপনি ক্রোমের ভিতরেই ইন্টারনেট এক্সপ্লোরারের ট্যাব খুলতে পারবেন। প্রথমে এক্সটেনশন ইন্সটল করুন, আপনার এড্রেসবারে ছবির মত ইন্টারনেট এক্সপ্লোরারের আইকন দেখতে পারবেন, এখন আপনি যেই সাইট ইন্টারনেট এক্সপ্লোরারে খুলতে চান সেখানে গিয়ে আইকনে ক্লিক করলেই সাইটটি ইন্টারনেট এক্সপ্লোরারে ওপেন হবে ক্রোমের ভিতরেই

FlashBlock : আমরা অনেক সাইতেই ঢুকলেই শুরু হয়ে যায় ফ্লাশ কন্টেন্টের নাচানাচি, তাছাড়া অনেক সাইট প্রচুর ফ্ল্যাশরিচ হওয়ায় লোড হতে অনেক সময় নেয়। এই সকল সমস্যার সহিহ সমাধান হলও এই মাস্টহেভ এক্সটেনশন। এক্সটেনশনটি ইন্সটল করুন, উপরের ছবিতেই দেখুন ইন্টারনেট এক্সপ্লোরারের আইকনের পাশে লাল রঙের f লিখা আইকন আছে, এইরকম আইকন আসবে। ওখানে রাইটক্লিক করলে এটি আসবেএখান থেকে আপনি যেকোনো সাইটে ফ্ল্যাশ এনাবেল, ডিজেবল করতে পারবেন। আর ইনাবেল করা থাকলে কোনও সাইটে গেলে ফ্লাশ কন্টেন্টগুলু কালো দেখাবে, আপনি তার উপরে গিয়ে F লিখা যায়গায় ক্লিক করলেই দুষ্টু ফ্ল্যাশ ভিডিওটি দেখতে পারবেন।

Speeddial : বেশ কয়েকজন অভিযোগ করেছেন ক্রোমে স্পীডডায়াল নাই, তাই অপেরা ইউজ করি। হা হা দেখেন অপেরার চেয়ে ক্রোমের স্পীডডায়াল কত সহজ। এই এক্সটেনশনটি ইন্সটল করুন, এবার আপনি নতুন ট্যাব ওপেন করলেই আপনি একটি + বাটন দেখতে পাবেন, ক্লিক করুন, এই ছবির মত আপনার সাইট এড করুনকিল্লা ফতে।তাছাড়া সবচেয়ে সহজে যেকোনো লিঙ্কে রাইট ক্লিক করে স্পিডডায়ালে গিয়ে add current page সিলেক্ট করুন, কাজ শেষ। এবার আপনি যত নতুন ট্যাব ওপেন করবেন, আপনার স্পীডডায়াল হাজির।

WOT (web of trust) : এটি নিরাপত্তামুলক এক্সটেনশন, যারা শিয়াল ইউজ করেন তারা এমনিতেই পরিচিত। যারা জানেন না তাদের জন্য বলি, আমরা যখন নেটে ব্রাউজ করি, তখন অনেক লিঙ্কেই ভাইরাস, স্পাম ইত্যাদি থাকে, এছারাও অনেক সাইট আছে যেগুলু ভাইরাসে ভরা, এই এক্সটেনশনটি ইন্সটল করা থাকলে আপনি সহজেই বুঝতে পারবেন আপনি যেই লিঙ্ক/ সাইটে যাচ্ছেন তা নিরাপদ কিনা।ইন্সটলের পরেই দেখবেন সবুজ রঙের গোল একটা আইকন এসেছে, এখন আপনি যেকোনো সাইটে যান, লিঙ্কগুলুর পাশে এই আইকন পাবেন, আইকনে মাউস নিলেই আপনি সাইটটির বিশ্বাসযোগ্যতা, নিরাপত্তা সব তথ্য পাবেন। আপনি চাইলে সবুজ রঙের গোল আইকনে গিয়ে রাইট ক্লিক করে এটি ডিজেবল করতে পারবেন ।

proxy switchy : প্রক্সি কি কেন ইউজ করতে হয় তা আগের টিউনেই বলছি, আবার বলি, আমরা অনেক সাইট ব্রাউজ করতে পারিনা কারন অনেক আই।এস।পি সাইটগুলু ব্লক করে রাখে, এছাড়া আমার মত যারা কিউবি ইউজ করেন তারা ব্লগস্পট সাইটগুলুতে ঢুকতে পারেন না, এছারাও অনেকে অভিযোগ করেছেন আমি যেই এক্সটেনশন গুলু দিয়েছি তা তারা ইন্সটল করতে পারছেন না, এসব সমস্যার সমাধান প্রক্সি ইউজ করা, কিভাবে করতে হয় তা আমার আগের টিউনেই আছে। এই এক্সটেনশনটি প্রক্সি ম্যানেজমেন্টের জন্য বেস্ট। এক্সটেনশনটি ইন্সটল করুন, উপরে দেখবেন একটি আইকন আসবে, আগে  এই সাইটে যান ,দেখেন দিন দুনিয়ার কত প্রক্সি দেয়া আছে, http+https আছে এবং ভালো স্পীড আছে এমন প্রক্সি আর পোর্ট নাম্বার নিবেন, তারপর proxy switchy-এর আইকনে ক্লিক করে অপশনসে যান, তারপর ছবির মত

এইভাবে ভিন্ন ভিন্ন প্রক্সি দিয়ে কয়েকটা প্রোফাইল বানিয়ে রাখেন, যখনি প্রক্সি ইউজ করার দরকার হবে, proxy switchy-এর আইকনে ক্লিক করে অই প্রোফাইল সিলেক্ট করবেন, আর প্রক্সি ইউজ না করতে চাইলে direct connction সিলেক্ট করবেন, ছবির মত

আর যদি নির্দিষ্ট সাইটের জন্য প্রক্সি ইউজ করতে চান তাহলে add new rule এ গিয়ে ছবির মত সেটআপ করে নিন

আশাকরি এক্সটেনশনগুলো আপনাদের কাজে লাগবে, আর যারা এখনো শিয়াল শিয়াল করতেছেন, তারা একটু ক্রোম ট্রাই করে দেখুন। ভার্সিটি অফ থাকায় এই কয়দিন ক্রোম নিয়ে এত কষ্ট করলাম, আসলে যাকে ভালোবাসা যায় তার জন্য অনেক ত্যাগও স্বীকার করা যায়। আমি টেকি লাইনের কেউ না, শুধু একজন নগণ্য ইউজার মাত্র। সবাই আমার জন্য দোয়া করবেন।

Level 0

আমি ইসমাইল টিপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজির তেমন কিছুই জানিনা, যতটুকু বুঝি তাই শেয়ার করি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর আর গুছানো একটা টিউন।
ভালো লাগলো টিউনটা পড়ে।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাই, শিয়াল নিয়া আছি এইটা নিয়া ই থাকি। 😛

    থাকেন, শিয়ালের সাথেই হুক্কা হুয়া ডাকেন 🙁
    সময় পাইলে শিয়ালের পাশাপাশি একটু ক্রোমও ট্রাই মাইরেন 😉

চালিয়ে যান দেখা যাক ফায়ারফক্স আর ক্রোম যুদ্ধে কতটা সফল হতে পারেন।
তবে…
যেভাবে পয়েন্ট টু পয়েন্ট চোখে ‍আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন তাতে মনে হয় সফল হতে আর বেশী বাকী নেই।
প্রিয়তে রাখলাম।

ফায়ারফক্স ছাড়া সম্ভব না এখনো সেই সময় আসে নি। ক্রোম বাচ্চাই রয়ে গেছে। সব এড অনের কার্বার। এগুলো শিয়ালে অনেক আগেই ছিল

    ফায়ারফক্সে আগে থেকে থাকবে এটাই স্বাভাবিক, ক্রোম মাত্র যাত্রা শুরু করল, শুরুতেই যেই ধাক্কা শিয়ালরে দিতাসে, তাতে শিয়ালের পশ্চাৎ দেশ হতে বায়ু গমন নিশ্চিত কিন্তু দিহান ভাই 😛 সময় করে ক্রোম ট্রাই করে দেখেন শিয়ালের হুক্কা হুয়া ডাক চিরদিনে ভুইলা জাইবেন 😉

"আগে এই সাইটে যান ,দেখেন দিন দুনিয়ার কত প্রক্সি দেয়া আছে"

ঐ সাইটি ও ব্লক এখন কি করি ?

    ভাইয়া প্রথমে http://proxywebsite.ca/ এখানে যান, Enter the URL Address এর যায়গায় http://hidemyass.com/proxy-list/ এই এড্রেস দিয়ে দিন, আর ব্লক করা যেকোনো সাইট http://proxywebsite.ca/ এটা দিয়েই ব্রাউজ করতে পারবেন। চাইলে আইপি হাইড করার কোনও সফটও ব্যাবহার করতে পারেন। একটা জিনিষ জানতে ইচ্ছা করতেছে-আপনি কি ইন্টারনেট ইউজ করেন? যে সবই ব্লক করে রাখসে 🙁

শুরু থেকেই ক্রোম ইউস করি এটা নিয়েই থাকব ইনশাল্লাহ ।

আপনার টিউনগুলো খুব মজা পাচ্ছি। ইদুর কে হাতির সাথে তুলনাটা অসাধারণ। তবে chrome ও একদিন শেয়ালের সাথে পাল্লা দিতে পারবে তাতে সন্দেহ নাই। chrome এই মুহূর্তে ভালো অবস্থানে আছে কারন অনেক সফটওয়্যার এ এটা যুক্ত করে দেয়া হচ্ছে এমনকি OS এর সাথেও। IE যেমন browser এর বস হয়ে গেছে সেই উপায়ে। chrome কে এগিয়ে নিন হাজার হোক গুগলের কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা। শুভ কামনা। 😀

    ইদুর হাতির তুলনা বোধহয় একটু বেশি হয়ে গেলো ইশতিয়াক ভাই, আপনি যদি ফক্স-কে হাতি বলেন তাহলেতা কোনও ভাবেই মানবোনা, ক্রোমের আর শিয়ালের পারফরমেন্সের তুলনায় অন্তত ইদুর হাতির পার্থক্য চলে না, যদি থেকেই থাকে তাহলে কারন সহ দেখিয়ে দিন, কেন ফক্স হাতি আর ক্রোম ইদুর !!!!!!!! যাইহোক কমেন্টের জন্য ধন্যবাদ

Level 0

ভাই .. extension তো চালু হয় না।লেখা আসে the app is currently unreachable

    ভাইয়া এই সমস্যার সমাধান হলও প্রক্সি ইউজ করা , প্রক্সি কিভাবে ইউজ করতে হয় টা এর আগের টিউনে দেয়া আছে, উপরে দেখুন ওই টিউনের লিঙ্ক দেয়া আছে

Level 0

ভাই হইছে..অস্থির ..মজিলার চেয়ে অনেক ভাল..মজিলা ইউজ করি শুধু এড অন এর জন্য..আমি Browsing এর জন্য Flock ইউজ করতাম। এখন only Chrome । যদি থাকে Photo Zoom and Facebook Photo Album নামানোর Extension টা দিয়েন। ধন্যবাদ।

টিপু ভাই আজকে আপনি টিউনটিতে যে তুলনা করেছেন তা add ons সম্পর্কিত এটাতে কিন্তু শেয়াল chrome এর চেয়ে অনেক অনেক গুন এগিয়ে। আপনি যদি কোন ওয়েব পেজ ডেভেলপ করতে চান এবং সেটা যদি লোকাল ভাবে প্রিভিউ করাতে চান তাহলে শেয়ালের বিকল্প খুজে পাবেন না। chrome এ করে দেখতে পারেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বিপদে পড়বেন অন্য browser এ নিলে পেজ গুলো উল্টা পাল্টা আসবে। (অবশ্য lunascape এ ক্ষেত্রে ভালো বিকল্প) কিন্তু মানুষ শেয়ালই বেশি ব্যবহার করবে। যদি গতিকে প্রধান ধরেন তাহলে বলব দুইটাই খুব কাছাকাছি cache কিছু বাড়লে দুইটাই ভালো কাজ করে বলে মনে হবে এমনকি ওপেরা তো এ ক্ষেত্রে আরও ভাল। 😀

    অপেরা সম্পর্কে আগেই বলেছি, এইটা বাসর রাতের বউয়ের মত, যাকে বাসর রাতেই ভালো লাগে, রাত পেরোলেই এর অনেক সমস্যা। অনেক পুরনো ব্রাউজার হওয়া সত্তেও অপেরা এখনো পুরনাঙ্গ না। ওয়েব পেজ ডেভেলপের ক্ষেত্রে শিয়াল ভালো মানি, আর এডঅনের ক্ষেত্রে ক্রোম এখন আর পিছিয়ে নেই, শিয়ালের এডঅন ডেভেলপাররা এখন ক্রোমের জন্য এডঅন ডেভেলপে মনোযোগ দিছে 😉

    আপনাকে শুধু একটি কথাই বলি, নেটে বিভিন্ন টেকনোলজির সাইটগুলুতে দেখুন, ক্রোম কিভাবে এগুচ্ছে, ক্রোমের ব্যাপক জনপ্রিয়তার কারনে শিয়ালের শেয়ারপ্রাইস পড়ে যাওয়ায় এখন শিয়াল পাগল হয়ে একের পর এক ভার্শন রিলিজ করছে, শিয়ালযে আপনার পিসির প্রচুর রিসোর্স খায় এই বিষয়ে কি কোনও সন্দেহ আছে?

    আপনি বললেন chrome এই মুহূর্তে ভালো অবস্থানে আছে কারন অনেক সফটওয়্যার এ এটা যুক্ত করে দেয়া হচ্ছে-এইটা কি মনে হয়না ভুল বলেছেন? সফটওয়্যারে যুক্ত করে দিলেই কেউ একটা ব্রাউজার ব্যবহার করেনা। IE তারাই ব্যাবহার করে যাদের কাছে ইন্টারনেট মানে হচ্ছে কম্পিউটারের পাওয়ার বাটন টিপ দিয়ে ডেক্সটপ আসলে IE ওপেন করা, তারা শিয়াল, ক্রোম বুঝেনা। আর ক্রোম ওএস এখনো অনেক দুরের ব্যাপার, ওরা ওএস না করে বরং এন্ড্রএড কেই ডেভেলপ করে পিসির জন্য করার সম্ভাবনা অনেক বেশি

    আমি বলছিনা আপনি শিয়াল ছেড়ে দেন, বাট ক্রোম ট্রাই করে দেখতে দোষ কি?

Level 0

ক্রোম ইউজ করে কিছুক্ষন পরপর এই লেখা আসে বিপদে আছি…….

Xmarks Alert
Xmarks has detected an error while synchronizing your bookmarks. Downloading the current snapshot from the server usually fixes this, but will cause you to lose any local changes that have not been synchronized. Would you like to perform a download?

WARNING: If you are using Chrome Sync for bookmarks, it is possible that running both sync services on the same data is responsible for duplicates and Xmarks sync errors.

Learn how to turn off Chrome Bookmark Sync.

ভাইজান উপকার করেন।
Xmarks Bookmark কি ভাবে ব্যাবহার করব বলবেন ।বুঝতে পারতেছি না ৷

    sohel ভাইয়া আমার প্রথম টিউনটাতে Xmarks Bookmark কি ভাবে ব্যাবহার করতে হয় তা বিস্তারিত বলা আছে

    https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/73471/

    আপনি Xmarksটা আনইন্সটল করে আবার ইন্সটল করে দেখতে পারেন, আপনি যেইটা দেখিয়েছেন এইটা সাধারনত হয়না, Downloading the current snapshot from the server usually fixes this-এই অনুসারে আপনি আপনার বুকমার্কগুলুর একটা পেইজ নামিয়ে নিতে পারেন, এভাবে করবেন-http://www.xmarks.com/ এখানে যেয়ে লগইন করে my bookmarks এ যান, ওখানে tools থেকে export bookmarks to html-এ ক্লিক করলে আপনার বুকমার্কগুলুর একটা পেইজ ডাউনলোড হবে। আশা রাখি সমাধান হবে, না হলে একটু জানাবেন।

ভাই আইডিএমতো পাইয় না আর বাংলা লেখা একটার উপর আর একটা এসে পরে
………………………………………………………………………………
এর সমাধান পেলাম না তাই রিমুভ

    ফিরোজ আলম ভাই আপনি বারবার একি সমস্যা বলেতছেন, আমার আগের টিউনেই এই দুইটার সমাধান দিছি, একটু ভালোভাবে পড়েন, দেখেন এই বাংলা লেখা একটার উপর আর একটা আসার কারন হতে পারে সোলায়মান লিপির নতুন ভার্শন, আপনি সোলায়মান লিপির পুরনো ভার্শনটা ইন্সটল করে দেখতে পারেন

    আর আইডিএম এর জন্য টাস্কবার থেকে আইডিএম ওপেন করুন, উপরে দেখেন অপশন আছে অখান থেকে জেনারেলে যান দেখেন একটা কথা আছে capture downloads from the following browses, অইখানে ক্রোম সিলেক্ট করা আছে কিনা দেখুন

    কোনও কিছু পেতে হলে ভাই একটু কষ্ট করতে হয়, যারা প্রযুক্তি ভালোবাসে তারা এত সহজে হার মানে না 🙁

ভালো লাগলো টিউনটা পড়ে।

    শুধু টিউন ভালো লাগলে হবে না ভাইয়া, ক্রোম ট্রাই করে জানান কেমন লাগলো, তাহলেই আমার কষ্ট সার্থক

আমি শুরু থেকেই ক্রোম ব্যবহার করি। কারন চার্জ কম খায়, র‍্যামের উপর তো অনেক কম প্রেশার দেয় ফায়ারফক্সের তুলনায়। আর আমি বহুত addon ব্যবহার করলেও সব ক্রোমেই পাই। আর এখন কেউ পারলে ক্রোমের ওয়েবস্টোরটা দেখে আসেন। অসাধারন। ফায়ারফক্স নকল করছে অবশ্য এখন সেইটা। ডিজাইনটা দেখেন। ক্রোম আগে যে রাস্তায় গেছে ফায়ারফক্স পরে গেছে। যদিও বলব না এটা ক্রোমের আবিষ্কার। অপেরার কৃতিত্ব অপেরাকেই দিব।

    ধ্রুব ভাই আপনি কিছু ধ্রুব সত্য কথা বললেন, ক্রোমের এখনকার ওয়েবস্টোর সম্পর্কে শিয়ালপ্রেমীদের কোনও ধারনাই নেই, তারা না জেনেই অভিযোগ করে, আর ফায়ারফক্সের নতুন ভার্শনতো ক্রোমের অন্ধ অনুকরণ, প্রমান চাইলে ধরিয়ে ধরিয়ে দেখাতে পারব, তবে এইসকল ক্ষেত্রে অপেরার অনেক অবদান, কিন্তু সমস্যা হলও ক্রোম যত তারাতারি নিজেকে পূর্ণতা দিয়েছে অপেরা তা পারেনি, এর একটাই কারন অপেরা ওপেনসোর্স না, ওপেনসোর্স হলে অপেরার পাশে দাড়ানোর মত ব্রাউজার খুজে পাওয়া যেতোনা, অপেরার নতুন ভার্শনটাও অনেক ডেভলপ করেছে, স্লো পিসিতে শিয়াল চালানো বোকামি, স্লো পিসিতে ক্রোম/ অপেরা চালানোই বেস্ট

Level 0

ক্রোম আমার অনেক ক্ষতি করছে তাই ক্রোম ত্যাগ করে শিয়াল মামার সরনাপন্ন হয়েছি,শিয়াল মামার আশ্রয়ে সুখের সাগরে ভাসছি ।

    কি কি ক্ষতি করেছে জানালে খুশি হতাম, এই ধরনের অসম্পূর্ণ কমেন্ট কোনও কিছু সম্পর্কে পাঠকদের ভুল ধারনা দেয় 🙁

Level 0

আমি অন লাইনে কিছু কাজ পেয়েছিলাম কাজ পুরন করে সাবমিট করার সময় crash মারত,ফলে সময়ের ভিতরে কাজ সাবমিট করতে পারতাম না যার কারনে আমি পেমেন্ট পাইনি । Fire fox ব্যবহার করে উপকৃত হয়েছি কারন fire fox এখন পর্যন্ত crash মারেনি । আজ প্রথম চেক পেয়েছি ।

    আপনি সম্ভবত ক্রোমের পুরনো ভারশনের ইউজার, ক্রোমের নতুন ভারশনে এই ধরনের অভিযোগ নেই, আর আপনি যেহেতু ইন্টারনেটে কাজ করেন তাই আপনার উচিত ডাটা সিঙ্ক্রনাইজ করে এমন কোনও এক্সটেনশন ইউজ করা সেটা আপনি ক্রোম/শিয়াল যেটাই ইউজ করেন না কেনো, যেমন Lazarus, আপনার ক্ষতি হয়েছে জেনে কষ্ট পেলাম। 🙁
    "আজ প্রথম চেক পেয়েছি"-খাওন দাওন কবে দিবেন? 😛

    আর হ্যা আপনিযে আমার সব টিউনেই একি কথা বলে যাচ্ছেন, আপনাকে একটু টেকনোলজি সাইটগুলু একটু ঘুরে আসার অনুরোধ জানাবো, ক্রোম খুব দ্রুত জনপ্রিয় হচ্ছে তার স্টাবিলিটির জন্যই 🙂

Level 0

আপনার কমেন্ট গুলো দারুন। 😀

    ও সুজন প্রেম করিও ভাবিয়া চিন্তিয়া
    শুধু শিয়ালের সাথে ডাকিওনা হুক্কা হুয়া

    তোমার জন্য আইসসা গেছে চরম গতির ক্রোম
    ডিজুস ভাষায় যাকে বলে চরম মাম্মা চরম 😀

ব্যক্তিগত ভাবে আমি ভাই ফায়ারফক্স এর ইউজার। পাশাপাশি ক্রোম ও ব্যবহার করি।
তো! যা বলছিলাম…।
নিচের ওয়েব লিঙ্কটায় কিন্তু অন্য কথা বলছে। যদিও কতটুকু বিশ্বাসযোগ্য তার নিশ্চয়তা দিতে পারব নাহ।
http://internet-browser-review.toptenreviews.com/
আর হে! ধন্যবাদ ভাই একটি ভালো পোস্ট উপহার দেয়ার জন্যে। 🙂

Level 0

জয় crome বাবার জয়……

ভাই আমার ক্রম কাজ করার মাঝে কোন warning না দিয়ে বন্‌ধ হয়ে যায়। তাই শিয়ালেই আছি।

    ভাই এই সমস্যাতো অন্য কারো হচ্ছে না, আপনার ক্রোমের ভার্শনটা যদি জানাতেন বুঝতে পারতাম।

Level 0

আমি cometbird use করি। এটা বেশ ভালই মনে হয়। এটার যে ফিচারটা বেশি ভাল লাগে তা হল এর cometmarks। এর মাধ্যমে সব bookmarks খুব সহজেই ফেরত পাওয়া যায়। chrome এ কি এটা আছে? থাকলে please জানাবেন। আমি নিজেও Google এর মহাভক্ত, তাই try করব।
ধন্যবাদ 🙂

    কমেটবার্ড খারাপ না, এটা ফায়ারফক্স প্লাটফর্মের উপর তৈরি, ফায়ারফক্স আর কমেটবার্ডের মধ্যে তেমন কোনও পার্থক্য নেই
    আপনি যেই ফিচারটার কথা বললেন টা হলও বুকমার্ক সিঙ্ক, এটা ক্রোমে খুব সুন্দরভাবেই আছে, আর ক্রোমের শুধু বুকমার্ক না আপনি যত এডঅন ইন্সটল করবেন তাও সিঙ্ক থাকে, কাজেই আপনি শুধু বুকমার্কই ফেরত পাবেন না, আপনার এডঅনও ফেরত পাবেন,নতুন করে সেটআপ দিলে আর আপনাকে এডঅন নামাতে হবে না। এটা কিভাবে করতে হয় তা আমার প্রথম ও ২য় টিউনে সুন্দরভাবে আছে, একটু পড়ুন, আর যদি কোনও সমস্যা হয় জানাবেন সলভ করে দিব
    https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/73471/
    https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/73571/

আগে থেকে ফায়ারফক্স ব্যবহার করতাম, ক্রোম আসার পর তা কিছু দিন ব্যবহার করলাম, কোন একটা সমস্যার জন্য ছেড়ে দিলাম ( সমস্যা মনে নাই)। আপনার প্যাঁচ-প্যাঁচিতে আবার ক্রোমে আসলাম, এইবার প্রবল্রেম এ পড়লে আপনার খবর আছে। আসি করি ক্রোম দাদার ভালো এডঅন নিয়ে আলাদা করে টিউন দিয়েন।

    কেন জানি আমার click & Clean কাজ করছে না। Recent খোলা পেজ automatic detect হচ্ছে না।

    আপনার click & Clean সমস্যাটা বুঝলাম না, এটা কি কোনও এক্সটেনশন? একটু বুঝিয়ে বলুন, সমাধানের চেষ্টা করব। আর হে নতুন জিনিষে অভ্যস্ত হতে একটু সময়তো লাগবেই, কিছু সময় ত্যাগ স্বীকার করুন, কিছুদিন পর আপনিই আরেকজনকে ক্রোম ব্যাবহার করতে বলবেন 😉

Level 0

amar aktai komti lage seta hoche master password. chrome amar valo lage kintu amar pwd remember kore rakhte hoy. abar securityr karone master password use korar pryojon hoy. sudhumatro ei karone ami chorme use kori na. kono upay thakle janaben. thanks

Level 0

https://chrome.google.com/webstore/detail/kbbbdceaanenabhggodldamnegaicgpo ভাই আপনার দেখাদেখি আমিও এর প্রেমে পইড়া গেসি আর উঠতে পারতাসি না… এই extension টা আমার সাবেক প্রেমিকা ফেসবুকের সাথে যোগাযোগ করতে কাজে লাগসে, কি সুন্দর আমি পেজ এ না ঢুইকা পুরান এই প্রেমিকার লগে টাঙ্কি মারতে পারি…আপ্নেরাও মারতে পারেন…

নোবেলবিজয়ী টিপু (একজন নির্ভীক পুংটা) ভাই, আমি আগুইন্যা শিয়ালের একজন চরম ভক্ত। ক্রোমও ইউজ করি মাঝে মাঝে। ইদানিং ঐ আগুইন্যা শিয়ালের একটা সমস্যা চরম বিরক্তির কারন হইয়া দাড়াইছে, এইটা হইল স্টার্ট আপেই হ্যাং করে। যাই হোক, এই দুঃখেই চাইছিলাম ডিফল্ট ব্রাউজার হিসাবে ক্রোমই ইউজ করমু…কিন্তু…কিন্তু…কিন্তু…একখান সমেস্যা যা আরো অনেকেই কইছে, আর আপনেও একটা সমাধান দিছেন, সেইটা হইল বাংলার সমস্যা…আমি অনেক চেষ্টা কইরাও এর কোন সমাধান করতে পারলামনা, তবে এইটা সব পেজে হয়না, আমার ক্ষেত্রে খালি ফেইসবুকে !!! সিয়াম রুপালি দিয়াও কোন কাজ হয় নাই ! 🙁 পারলে এর একটা সমাধান দ্যান…নাইলে আর কি, ঐ আগুইন্যা শিয়ালই ভরসা !

নোবেলবিজয়ী টিপু (একজন নির্ভীক পুংটা) ভাই,
সোলায়মান আর লিপিরে দিয়াও কোন কাম হইলনা, আপসুস ! 🙁
অন্তত ফেইসবুকের জন্য ঐ আগুইন্যা শিয়ালের উপরেই ভরসা।
যাই হোক, আপনেরে ধইন্যা ! 😉

EAST OR WEST GOOGLE CHROME IS THE BEST!!!
THANK YOU FOR REMINDING US ONCE AGAIN!!!