আজকাল যারা মিরপুর রোড দিয়ে যাতায়াত করেন তারা নিশ্চয় kaspersky মোড়কের বাস দেখেছেন । এ থেকে kaspersky এর জনপ্রিয়তা সম্পর্কে ধারনা করা যায়।সাম্প্রতিকালে kaspersky এর user এর সংখ্যা তুলনামূলক বেড়েই চলছে।আমাদের মত স্বল্প উন্নত দেশে কয়জনই kaspersky কিনে ব্যবহার করতে পারে।তাই বলে কি আমরা kaspersky ব্যবহার করবনা ?
চলুন আজ আমরা এমন এক পদ্ধতি দেখি যার মাধ্যমে আজ থেকে kaspersky আজীবন free তে ব্যবহার করব।
চলুন দেখা যাক তা কিভাবে করা যায়
এই link থেকে kaspersky antivirus /internet security download করে নিন
আপনারা http://www.kavkiskey.com এই সাইট থেকে key download করুন।আপনারা এই সাইটে থেকে kaspersky এর যে version install করেছেন সেই version এর key download করুন ,তানাহলে কাজ করবেনা। key download এর সময় একটি জিনিস মাথায় রাখুন পেজটি last যে দিনে update হয়েছে সে দিনের key download
করুন।এতে আর key blacklisted দেখাবেনা।
1.এবার kaspersky install করুন
2.এবার নিচের ছবি গুলো অনুসরণ করুন
এখন আপনারা যেখানে key download করে save করেছেন সেখানে select করুন।
আমি kaspersky antivirus 7.9 ও kaspersky internet security 9 এই পদ্ধতিতে চালাতে পেরেছি,আপনারাও পারবেন 100%গ্যারান্টি দিয়ে বলতে পারি।আর একটা কথা বলে রাখি আপনাররা আপনারা আমার এই পদ্ধতি orginal kaspersky এর সকল সুযোগ ভোগ করতে পারবেন যা trial version এ পারবেননা কারন আমার key গুলো commercial version এর key।
আমার প্রথম টিউনটি কিরকম লাগল তা আমাকে জানাবেন আর টিউনার ভাইয়ারা আমার টিউনে যদি কোন ভুল থাকে তাহলে দয়া করে আপনারা আমার ভুলগুলি ধরিয়ে দিন এবং মতামত দিন ।
আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আমার টিউনের মাধ্যমে মানুষের উপকারে আসতে চাই।[email protected]
এটা কি সত্যি কাজ করে ? করলে অনেক কাজে লাগবে… ধন্যবাদ ।