মুভির সাবটাইটেল ডাউনলোডের সবচাইতে সহজ পদ্ধতি

অনলাইনে প্রায় সব বিখ্যাত মুভির সাবটাইটেল পাওয়া যায়। কিন্তু ডাউনলোডের পর দেখা যায় কথার সাথে সাবটাইটেল মিলে না। এই সমস্যার একটা সমাধান দেখেছিলাম নেটে। সেটাই শেয়ার করছি।

প্রথমেঃ এই ওয়েবসাইটে যান।

অথবা সরাসরিঃ

সাবলাইট এপ্লিকেশনটি ডাউনলোড করে নিন (৩.৫৭mb)।

ডাউনলোড শেষে সফটয়্যারটি ওপেন করুন।

Choose বাটনে ক্লিক করে আপনার মুভি ফাইলটি দেখিয়ে দিন।

  • দেখবেন যে ফোল্ডারে মুভিটি আছে সেই ফোল্ডারেই subtitle টি ডাউনলোড হয়ে গেছে।
  • এবার ভি.এল.সি প্লেয়ার দিয়ে মুভিটি চালিয়ে দেখুন।
  • সাবলাইট দিয়ে আপনার ফেভারিট টিভি সিরিয়াল (যেমন-the big bang theory) এর subtitle-ও পাবেন।

ধন্যবাদ।

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই অনেক ভালো হইছে !!
আপনাকে অনেক ধন্যবাদ………।।

While I going to Download it shows "your Download will Start in 5 Sec", or Purchase Points. What should I Do?

ভাল লাগল, কিন্তু অনেক কিছু পাচ্ছি না। আবার অনেক গুলোই মিলছে না

    কি পাচ্ছেন না? আপনার ফাইলের নাম ঠিক আছে? টরেন্ট থেকে ডাউনলোড করা ফাইলগুলোর নাম দেখেছেন? ঐভাবে নামকরন থাকলে সমস্যা নেই। আর বাংলা হিন্দি তামিল ছবির সাবটাইটেল খুঁজলে কাজ হবে না আগে জানিয়ে রাখা ভাল

ভাই জটিল হয়েছে। এটা আমার খুব উপকারে আসবে।

সাবটাইটেল মিলানোর একটাই কার্যকর টিউন দেখেছিলাম যেটা কাজ করে। যদিও একটু সময় লাগে।
https://www.techtunes.io/tutorial/tune-id/54219/

    এখানে আমি সাবটাইটেল মিলাচ্ছি না, ডাউনলোড করছি। মিলানোর টাইম নাই

অনেক দিন ধরে চেষ্টা করছিলাম এই জিনিসটার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

কথার সাথে মিলে নাকি?সাবটাইটেল ছাড়া মুভি দেখার মজা নাই বিশেষ করে ব্রিটিশ মুভিগুলো।ওদের ফোনেটিক উচ্চারণ বুঝতে অনেক কষ্ট।দেখি ট্রাই করে।ধন্যবাদ শেয়ারের জন্য।

পুরান জিনিস তবে অনেকের কাছেই নতুন । এই সফটঃ দিয়ে হিন্দি,তামিল ছবির সাবটাইটেলও পাওয়া যায় ।

Level 0

অনেক দিন ধরে চেষ্টা করছিলাম এই জিনিসটার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

হুম ভালো টিউন দিহান ভাই, ছবিগুলোকে মধ্য এলাইনম্যান্ট করে দিলে দেখতে সুন্দর লাগতো… 😀

ধন্যবাদ

Level 0

ধন্যবাদ… এটা ই তো মনে মনে খুজছিলাম

খুব সুন্দর।

Level 0

ভাই, এইটাই এতদিন খুজছিলাম। অনেক ধণ্যবাদ।

সবাইকে ধন্যবাদ। সাথে সাথে বলছি, ভাল লাগ্লে শেয়ার করুন।

ভাই খুব ভালো লাগল কিনতু সাবটাইটেল ছারা মুভি দেখা উচিত

    keno? ektu khule bolben? sublitle thakle chobi dekher moja onek guun bere jai..

Level 0

u r rock man.thank u verrrrrrrrrrrrrrrry much

অসাধারণ। অনেক উপকারে আসলো এটা আমার। আমি অনেকদিন ধরেই এই ধরণের একটি সফটওয়্যারের খোঁজে ছিলাম। ধন্যবাদ আপনাকে।

আমিও এটা ইউজ করি, জটিল জিনিস, সব automagically হয়ে যায়
choose file এর চেয়ে file drag করতেই আমার কাছে সহজ লাগে

ধন্যবাদ

many thanks

Level 2

namano sesh,ebar try korar pala, jodi kaj dey tobe apnake akrash lal golap er thanx

দেখলাম যখন একখান থেঙ্কদ দিয়াই গেলাম 😀

ভালো লাগল, ধন্যবাদ শেয়ার করার জন্য। 🙂

মুভির সাবটাইটেল নামানোর জন্য Sublight খুব কাজের জিনিস।
frame rate এর সাথে মিলিয়ে সাবটাইটেল ডাউনলোড করলে বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে মিলে যায় । যদি নাও মিলে তবে একই frame rate – এর অন্য সাবটাইটেলগুলো ট্রাই করা যেতে পারে ।

ধন্যবাদ। ভাল থাকবেন।

Level 0

এই সফটঃ দিয়ে english ছবির হিন্দি সাবটাইটেলও পাওয়া যায় ।

    @Radha: আপনি কি ইন্ডিয়ান? হিন্দি সাবটাইটেল দিয়ে কি করবেন ?

Level 0

???????????????????????????

Level 0

সুন্দর………!

User Name & Password চাচ্ছে……

    @Russell Hassan: রেজিস্টার করে নিন না। তাইলেই ত পেয়ে যাবেন।